Home> রাজ্য
Advertisement

Chandannagar News: চন্দননগরে চাঞ্চল্য! বাজারে লক্ষ লক্ষ টাকা ধার, অবসাদে স্ত্রী-মেয়েকে কুপিয়ে নিজেও...

Chandannagar Crime News: চন্দননগরে একই পরিবারে ৩ জনের রহস্যমৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিসের। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ ও তাঁদের মেয়ে পৌষালি। রাত ২টোর পর দেহ উদ্ধার করা হয়।

Chandannagar News: চন্দননগরে চাঞ্চল্য! বাজারে লক্ষ লক্ষ টাকা ধার, অবসাদে স্ত্রী-মেয়েকে কুপিয়ে নিজেও...

বিধান সরকার: ট্যাংরাকাণ্ডের স্মৃতি এখনও কেউ ভোলেনি। দেনার দায়ে নিজের স্ত্রী-ছেলেমেয়ে খুন আত্মঘাতী হওয়ার চেষ্টা করে প্রসূন ও প্রণয় দে। এবার সেই ছায়াই পড়ল চন্দননগরে। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। মৃতদের নাম বাবলু ঘোষ(৬২) প্রতিমা ঘোষ(৪৬) ও পৌষালি ঘোষ(১৩)।

পুলিস সূ্ত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চন্দননগর থানা খবর আসে কলুপুকুর গরেরধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস প্রতিবেশিদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়।

fallbacks

বাবলু ঘোষ কী করতেন?
জানা গিয়েছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন। পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন। সেখানে সাট্টার প্যাড লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের।

আরও পড়ুন:West Bengal Weather Update: পুরো শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে 'শক্তি'! তুমুল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা-সহ কলকাতা...

কীভাবে খুন করেন?
প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করে। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

ইতোমধ্যেই পুলিস মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশিদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। দেহ আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত হবে।

ঋণের দায়ে জরিয়ে দেরাদুনের এক পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে হরিয়ানার পঞ্চকুলায়। একটি গাড়ি  থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়। এবার চন্দননগরে একই পরিবারের তিনজনের মৃত্যু হল।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: নিজের উপর বিশ্বাস রাখুন তুলা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ কর্কটের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More