Home> রাজ্য
Advertisement

Chandannagar Crime News:চন্দননগরে ছিছিক্কার! নামী স্কুলের প্রিন্সিপালের অশ্লীল হাত পড়ুয়ার গায়ে, বাড়ি ফিরেই...

Chandannagar Crime: অভিযোগ প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে।

Chandannagar Crime News:চন্দননগরে ছিছিক্কার! নামী স্কুলের প্রিন্সিপালের অশ্লীল হাত পড়ুয়ার গায়ে, বাড়ি ফিরেই...

বিধান সরকার: চন্দননগরের নামী স্কুলে প্রধান শিক্ষকের নক্কারজনক কীর্তি! ছাত্রকে যৌন হেনস্থা। ছাত্রের পরিবারের অভিযোগে শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যামন্দির স্কুলে সকালে প্রাইমারি স্কুল চলে। আজ সকালে স্কুলে ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। ক্লাস টিচার দিদিমনি দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান।

অভিযোগ প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে। ছাত্রটির মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন। ছুটির পর বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এরপরই বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।

Dilip Ghosh: ১৮-তেই বড় আপডেট! আর চারদিন পরেই দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন...অবশেষে...

কানাইলাল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয় উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছায় স্কুলে। চন্দননগর থানার পুলিস প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিস জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান,কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রদের সঙ্গে এই ধরনের আচরণের। ঘটনা যদি সত্যি হয় পুলিস তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। কানাইলাল স্কুল শহরের অন্যতম একটি নাম স্কুল, সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়।

WATCH VIDEO Omar Abdullah: কাশ্মীরে কেলেঙ্কারি! মুখ্যমন্ত্রীকেই বাধা পুলিসের, শহিদদিবসে শেষে গেট টপকালেন মরিয়া ওমর... পাশে মমতা...

প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করেননি। অভিভাবকরা শিক্ষকের শাস্তিতে অনড়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More