Home> রাজ্য
Advertisement

Chuchura Doctor: হুগলির 'অগ্নীশ্বর'! বাবার মৃতদেহ অপেক্ষায়, হাতের রোগী দেখা শেষ করে তবেই শ্মশান গেলেন ডাক্তারবাবু...

 বাবার মৃতদেহ পড়ে রইল ঘরে,কর্তব্যে অবিচল ডাক্তার ছেলে। রোগী দেখা শেষ করে বাবাকে নিয়ে গেলেন শেষকৃত্যে।

Chuchura Doctor: হুগলির 'অগ্নীশ্বর'! বাবার মৃতদেহ অপেক্ষায়, হাতের রোগী দেখা শেষ করে তবেই শ্মশান গেলেন ডাক্তারবাবু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবার মৃতদেহ পড়ে রইল ঘরে,কর্তব্যে অবিচল ডাক্তার ছেলে। রোগী দেখা শেষ করে বাবাকে নিয়ে গেলেন শেষকৃত্যে।

ডাক্তার শিবাশীষ বন্দ্যোপাধ্যায়: 

চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের শিবাশীষ বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী ডাক্তার। তিনি রাত জেগে রোগী দেখেন।  দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে। শুধু হুগলি জেলা না পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে আসেন। আজ সকালে তার বৃদ্ধ বাবা তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রোগভোগের পর পরলোকগমন করেন।

কর্তব্যবোধ: 

সেসময় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন ডাক্তার বাবুর চেম্বারে। বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন তারা। ফিরে গেলে তাদের ভোগান্তি হবে। তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা রোগীদের চিকিৎসা করেন ডাক্তার। তার কর্তব্যবোধ উত্তম কুমারের বিখ্যাত 'অগ্নীশ্বর' সিনেমাকে মনে করিয়ে দেয়। রোগী দেখা শেষ করে তারপর বাবার দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যান।

ডাক্তারবাবুর এমন দায়িত্ব দেখে, সকলে ধন্য ধন্য করছেন। ডাক্তার শিবাশীষ বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সামাজিক কাজেও দেখা যায়।

চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরীব মানুষ ডাক্তার বাবুর কাছে আসেন। রাত দুটো তিনটে পর্যন্ত বসে রোগী দেখেন। যে যা সামর্থ দেয়। কোনও চাহিদা নেই। চুঁচুড়া অন্য জেলা থেকেও রোগীরা আসেন। ভালো চিকিৎসা পান বলে। এমন ডাক্তার বাবুর জন্য গর্ববোধ করি আমরাও।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More