Home> রাজ্য
Advertisement

IIT Kharagpur: অভিশপ্ত খড়গপুর IIT! এক সপ্তাহে দুই, এক বছরে পাঁচ অস্বাভাবিক মৃ*ত্যু, ব্যথিত ডিরেক্টর ইতিহাস গড়লেন...

IIT Kharagpur Director: গত এক সপ্তাহে এই দুই মৃত্যু সহ চলতি বছরে আইআইটি খড়্গপুরের মোট পাঁচ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

IIT Kharagpur: অভিশপ্ত খড়গপুর IIT! এক সপ্তাহে দুই, এক বছরে পাঁচ অস্বাভাবিক মৃ*ত্যু, ব্যথিত ডিরেক্টর ইতিহাস গড়লেন...

ই.গোপী: IIT ছাত্র-মৃত্যুতে ব্যথিত IIT খড়গপুরের ডিরেক্টর শোক মিছিলে পা মেলালেন পড়ুয়াদের সঙ্গে। আইআইটি খড়্গপুরের ইতিহাসে এই ঘটনা বিরল বলেই মানছেন কর্তৃপক্ষ থেকে প্রাক্তনী ও বর্তমান পড়ুয়ারা। গত এক সপ্তাহের মধ্যেই আইআইটি খড়্গপুরের দুই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ জুলাই) আইআইটি খড়্গপুরের রাজেন্দ্র প্রসাদ হলের আবাসিক তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের কলকাতার বাসিন্দা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, আত্মঘাতী হয় ওই পড়ুয়া। পরিবারের সাথে মনোমালিন্যের কারণেই ঋতম আত্মঘাতী হয় বলেও প্রাথমিক অনুমান পুলিশের। 

আরও পড়ুন: Jalpaiguri News: রাখে হরি...! একবছরের ঘুমন্ত একরত্তিকে গলায় দড়ি পেঁচিয়ে মারল তবু, বেঁচে ফিরল 'দেবশিশু'...

এরপর, সোমবার ২১ জুলাই রাতে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ (ট্যাবলেট) খাওয়ার সময়, কোনভাবে তা শ্বাসনালীতে চলে যায় আইআইটি খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের। তাতেই চন্দ্রদীপের মৃত্যু হয়। 

গত এক সপ্তাহে এই দুই মৃত্যু সহ চলতি বছরে আইআইটি খড়্গপুরের মোট পাঁচ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চন্দ্রদীপ ছাড়া বাকি চারজনই আত্মঘাতী হয় বলে পুলিসি তদন্তে উঠে এসেছে। আইআইটি'র নিজস্ব টাস্কফোর্সও তাই জানিয়েছে। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মনের কথা জানার খুব প্রয়োজন বলে মনে করেন নবনিযুক্ত ডিরেক্টর। সেই উদ্দেশ্যেই পড়ুয়াদের সাথে মিশে যেতে চান তিনি। 

আরও পড়ুন: Chief Justice of India on Mumbai Alimony case: 'মাত্র ১৮ মাসের বিয়েতেই ১২ কোটি টাকা, দামি বাড়ি, BMW গাড়ি! আপনি না MBA? চাহিদা ছেড়ে চাকরি করুন...', খোরপোশ মামলায় সুপ্রিম মন্তব্য

তাই হোস্টেল পরিদর্শন থেকে শুরু করে পড়ুয়াদের শোক মিছিলে একজন অভিভাবকের মতোই তাদের সঙ্গে হাঁটা, এ সবকিছুর মধ্য দিয়েই ডিরেক্টর বার্তা দিতে চান 'পাশে আছি।' আর, অভিভাবকদের সঙ্গে কথা বলেও তাঁদের দুশ্চিন্তা দূর করার যথাসাধ্য চেষ্টা করেছেন ডিরেক্টর। সেইসঙ্গে অভিভাবকদেরও কিছু পরামর্শ দিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম হল পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করা! এমনিতেই সুপ্রিম কোর্টে বিচারপতিরা প্রশ্ন করেই দিয়েছেন এত ছাত্র মৃত্যু, কুছ তো গড়বড় আছে (something is wrong)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More