Home> রাজ্য
Advertisement

Kaliganj by election Violence: আধখাওয়া ভাতের থালা পড়ে রইল, আদরের তামান্না ফিরল লাশ হয়ে!কাঁদছে কালীগঞ্জ...

Kaliganj Violence: ভোট পরবর্তী হিংসার বলি ১০ বছরের নাবালিকার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পেশ কালিগঞ্জ থানার পুলিস

Kaliganj by election Violence: আধখাওয়া ভাতের থালা পড়ে রইল, আদরের তামান্না ফিরল লাশ হয়ে!কাঁদছে কালীগঞ্জ...

অনুপ কুমার দাস, নদিয়া:  গতকাল ভোট গণনা চলাকালীন যখন তৃণমূলের জয় নিশ্চিত সেই সময় গোটা কালিগঞ্জ বিধানসভা জুড়ে বিজয় উল্লাস মিছিল শুরু হয়।  বাজি ফাটিয়ে সবুজ আবির উড়িয়ে রাস্তায় চলছিল বিজয় মিছিল। তখনও গণনা শেষ হয়নি, তৃণমূল প্রার্থীসহ সব নেতৃত্ব কাউন্টিং হলেই ছিলেন। 

সকেট বোমা নিক্ষেপ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা: 

গোটা জেলার পুলিশও ছিলেন কাউন্টিং সেন্টারে,সেই সময় কালীগঞ্জের বড়চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামে মিছিল বের করে তৃণমূল। বামেদের অভিযোগ, সেই মিছিলে বাম কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা নিক্ষেপ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

আরও পড়ুন: Kaliganj By Election: বিজয় মিছিলে প্রাণহানি! বোমার আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর...

সেই বোমার আঘাতে বাড়ির সামনেই মৃত্যু হয় দশ বছরের নাবালিকা তামান্না খাতুনের। সমবেদনা জানাতে মৃত নাবালিকার বাড়িতে গত রাতেই পৌঁছয় বিজেপি প্রার্থী,বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। গতকাল রাতে কালিগঞ্জ থানায় DYFI এর নেতৃত্ব মীনাক্ষী মুখার্জী এবং কংগ্রেস প্রার্থী এবং এলাকার মানুষ সহ মৃত নাবালিকার মা উপস্থিত হন। 

অভিযুক্তরা গ্রেফতার: 

পুলিস প্রশাসনের সঙ্গে দীর্ঘ বাদানুবাদ হয় তাদের। লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে চারজন অভিযুক্ত- কালু সেখ,আনোয়ার সেখ,মানোয়ার সেখ,আদর সেখকে গ্রেফতার করে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করল পুলিস। অভিযোগ হয় ২৪ জনের বিরুদ্ধে। 

ভোট পরবর্তী হিংসার বলি ১০ বছরের নাবালিকার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পেশ কালিগঞ্জ থানার পুলিস। বাকিদের খোঁজে রয়েছে পুলিস। কৃষ্ণনগরে মৃত শিশু কন্যার ময়নাতদন্ত হবে, বিকেলে বাম কংগ্রেস কর্মীরা পলাশী থেকে মিছিল করে গ্রামে পৌঁছাবে গ্রামেই সমাধিস্থ করা হবে শিশু কন্যার মরদেহ।

আরও পড়ুন:  Dhupguri Co operative Election 2025: কালীগঞ্জে সবুজ ঝড়েও লাল আবির উড়ল উত্তরে! ধূপগুড়িতে তৃণমূলকে হারিয়ে সমবায়ে সিপিএম...

তোলপাড় রাজ্য রাজনীতি: 

আর এই কালীগঞ্জের মোলান্দির গ্রামে ছোট্ট শিশু ১০ বছরের নাবালিকা তামান্না শেখের বোমা রাখাতে মৃত্যুতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। মরদেহ কালিগঞ্জ থেকে কৃষ্ণনগর পুলিশমর্গে আনা হয়, প্রথমেই তার ময়না তদন্ত হয়,কড়াপুলিশ প্রহরায়। পুলিশ মর্গে কংগ্রেস বিজেপি সিপিএম নেতৃত্বরা উপস্থিত হয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ও আসেন। এই ময়না তদন্তের পর,মৃতদেহ নিয়ে গ্রামে যাবে এই নেতারা।

শেষ পাওয়া খবর পর্যন্ত তামান্নার মরদেহ এসে প‍ৌঁছেছে পলাশীতে। 

এই ঘটনায় সারা রাজ্যেই প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সমাবেশ হচ্ছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More