রণজয় সিংহ: ছেলেকে একদিন ভাল জায়গায় দেখবেন বলে স্বপ্ন দেখেছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজ। সর্বভারতীয় জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM) পরীক্ষায় নজরকাড়া ফল করে চমক দিল মালদহের (Malda) প্রত্যন্ত গ্রামের মাছ বিক্রেতার ছেলে দিব্যেন্দু চৌধুরী (Dibyendu Chowdhury)।
বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় থাকা সত্ত্বেও বাবা-মায়ের অক্লান্ত প্রচেষ্টায় কলকাতায় পড়াশোনার পর খড়গপুর আইআইটি (IIT KGP) তে পড়াশোনার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে দিব্যেন্দু চৌধুরীর। আগামীতে আর্থ সায়েন্স (Earth Science) নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী (Scientist) হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রামে।
গ্রামেরই সাতটারি হাই স্কুল থেকে মাধ্যমিক দেওয়ার পর শহরে মালদা টাউন হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পাস করে। এরপর ফিজিক্স অনার্স নিয়ে কলকাতার বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা সুযোগ হয়। কলেজে পড়াশোনা শেষ হওয়ার পরপরই আইআইটির জন্য সর্বভারতীয় জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স পরীক্ষায় দেয় সে। প্রথম প্রচেষ্টাতেই আইআইটি খড়গপুরে পড়াশোনার সুযোগ হয়েছে তার।
মা ঊষা চৌধুরী বলেন, 'ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল দিব্যেন্দু। রাতেই বেশি করে পড়াশোনা করতে ভালবাসত সে। স্বপ্ন ছিল ছেলেকে আইআইটির মত কোনও বড় জায়গায় পড়াশোনা করানোর আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলের পরিবারে রয়েছেন বাবা-মা এবং এক বোন। বাবা দেবাশীষ চৌধুরী পেশায় একজন মাছ বিক্রেতা, মা ঊষা চৌধুরী গৃহবধূ। সব রকম আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে অবশেষে আইআইটি খড়গপুরে পড়াশোনার সুযোগ হয়েছে প্রত্যন্ত গ্রামের ছেলের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)