Home> রাজ্য
Advertisement

Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল...

Nandigram Cooperative Election: ১২ আসনের বারটিতেই তৃণমূল এবং বিজেপি উভয়ে নমিনেশন জমা করেছিল।  শুক্রবার এই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল...

কিরণ মান্না: আবারও শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি। ১২ টি আসনের মধ্যে বারোটিতে জয়লাভ বিজেপির। একটিওতে খাতা খুলতে পারল না তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীপুর সমবায় সমিতি। এই সমিতিতে মোট আসন সংখ্যা ১২। 

আরও পড়ুন: Malda School Teacher Lifetime imprisonment: মালদায় ভোট পরবর্তী হিংসায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, স্কুলশিক্ষকের যাবজ্জীবন...

১২ আসনের বারটিতেই তৃণমূল এবং বিজেপি উভয়ে নমিনেশন জমা করেছিল।  শুক্রবার এই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল শেষে দেখা যায় ১২ টি আসনের বারোটিতেই জয়ী হয়েছে বিজেপি। নন্দীগ্রামে পরপর বেশ কয়েকটি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। আজ আবারও শ্রীপুর সমবায় সমিতিতে জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা।

 

 

 

 

আরও পড়ুন:  Rajanya Haldar: 'মনোজিতের মোবাইলে আমারও AI করা নগ্ন ছবি! আমি হেরে গিয়েছি...'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More