Home> রাজ্য
Advertisement

Hanuman Jayanti 2025: মুসলিম ভাইরা দিল শরবত! অর্চনাদের পাশে আয়েশারা দাঁড়িয়েই সম্প্রীতির হনুমান-জয়ন্তী...

Ram Navami 2025: র‍্যালিতে পুলিশি নিরাপত্তা থাকলেও মানুষের ভিতরের ভালোবাসা আর সহনশীলতাই আসল শান্তির। মুসলিম ভাইদের শরবত ও ঠান্ডা জলের মাধ্যমে সাহায্য করার এই উদ্যোগ এক সুন্দর বার্তা দেয়- ধর্মের ভিন্নতা থাকলেও মানবতা সবার উপরে।

 Hanuman Jayanti 2025: মুসলিম ভাইরা দিল শরবত! অর্চনাদের পাশে আয়েশারা দাঁড়িয়েই সম্প্রীতির হনুমান-জয়ন্তী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হনুমান জয়ন্তীর র‍্যালিতে যে সম্প্রীতির এমন নজির দেখা গেছে,  তা সত্যিই অনুপ্রেরণাদায়ক...

মন ছুঁয়ে যাওয়া ঘটনা! মাল ব্লকের ওদলাবাড়িতে হনুমান জয়ন্তীর র‍্যালিতে যে সম্প্রীতির এমন নজির দেখা গেছে,  সত্যিই অপূর্ব। ধর্মীয় উৎসব যখন মিলনের সেতুবন্ধন হয়ে দাঁড়ায়, তখন সমাজে শান্তি ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়।

 আরও পড়ুন: 'অযোগ্য লোক শ্রীঘরে যাক! বাকিদের চাকরি আপনি কেড়ে নিতে পারেন না...'

র‍্যালিতে পুলিশি নিরাপত্তা থাকলেও মানুষের ভিতরের ভালোবাসা আর সহনশীলতাই আসল শান্তির। মুসলিম ভাইদের শরবত ও ঠান্ডা জলের মাধ্যমে সাহায্য করার এই উদ্যোগ এক সুন্দর বার্তা দেয়—ধর্মের ভিন্নতা থাকলেও মানবতা সবার উপরে।

আপনি কি এই ঘটনাটার দেখেছেন? না দেখে থাকলে দেখুন তাহলে। হনুমান জয়ন্তী উপলক্ষে বিরাট র‍্যালি হচ্ছে মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায়। র‍্যালিতে যাতে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য ছিল রাস্তায় প্রচুর পুলিস। শনিবার বিকেলে হনুমান জয়ন্তী উপলক্ষে ওদলাবাড়িতে দুটি বিরাট র‍্যালি বের হয়। 

আরও পড়ুন:  সম্প্রীতির রাম নবমী! মিছিলে পুষ্পবৃষ্টি, মিষ্টি খাওয়ালেন মুসলিমরা..

এই উপলক্ষে সম্প্রীতির বার্তা দেখা গেলো ওদলাবাড়িতে। হিন্দুদের এই র‍্যালিতে রাস্তায় রাস্তায় মুসলিম ভাইরা শরবত এবং ঠান্ডা জল দিলো। একে অপরের গলা ধরে ছবিও তুললো। এদিন হাজার হাজার পুরুষ এবং মহিলারা নাচের তালে তালে এই র‍্যালিতে সামিল হয়। র‍্যালির জন্য জাতীয় এবং রাজ্য সড়কে ট্রাফিক বেড়ে যায়। আর তাতে পুলিশের পাশাপাশি হিন্দু মুসলিম যুবকেদের রাস্তায় নেমে ট্রাফিকও নিয়ন্ত্রন করতে দেখা গেল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More