Home> রাজ্য
Advertisement

Shweta Khan Scandal: 'আমার প্রেমে পড়েছিল, একসঙ্গে শিমলা-মানালি ঘুরে এসেছি'! সোদপুর কাণ্ডে বিস্ফোরক আরিয়ান খান...

Sodepur Girl assault case:  সোদপুর কাণ্ডের নয়া মোড়। হন্যে হয়ে খোঁজার পর অবশেষে পুলিসের জালে আরিয়ান খান। আরিয়ান জানিয়েছে অন্যের ফোন থেকে গত দুদিন আগে লুকিয়ে তার সঙ্গে মায়ের কথা হয়েছে। 

Shweta Khan Scandal: 'আমার প্রেমে পড়েছিল, একসঙ্গে শিমলা-মানালি ঘুরে এসেছি'! সোদপুর কাণ্ডে বিস্ফোরক আরিয়ান খান...

দেবব্রত ঘোষ: বাঁকড়ার ঘটনার ইতিমধ্যে পুলিশ আরিয়ান খানকে গ্রেফতার করেছে। আরিয়ান খান যেটা জানিয়েছেন যে তারা ওই মহিলাকে কোনওরকম মারধর করেনি। উনি বিবাহিত। তার বরের সঙ্গে ঝামেলা ছিল। সে আরিয়ানকে বিয়ে করতে চাইছিল। কিন্তু ও হিন্দু, পাশাপাশি বিবাহিত। একটি সন্তানও আছে। তাই আরিয়ান তাকে বিয়ে করতে রাজি হয়নি। তখন ওই মহিলা নিজের স্বামীকে ডিভোর্স দেবার কথা বলে। দশ দিন আমার সঙ্গে বেড়াতে গিয়েছিল। আমরা শিমলা মানালি ও দিল্লি ঘুরে এসেছি। সেই সময় তো কোন দাগ ছিল না মুখে। 

আরও পড়ুন: Berhampore shocking incident: বহরমপুরে প্রকাশ্য রাস্তায় সুতপাকে ৪২ বার কুপিয়েছিল সুশান্ত! ফাঁসির সাজা রদ করল হাইকোর্ট, বদলে...

আরিয়ান আরও জানায় যে আমরা মেয়েকে আটকে রাখিনি। যে বলছে যে তিন মাস ধরে আটকে রেখেছিলাম সে ফিরে আসার পর বরের সঙ্গে ডিভোর্স করতে যায়। সেইখানে তার বরের সঙ্গে ঝামেলা হয়। তার মুখের উপরে সম্ভবত আঘাত করে সেই কারনে তার মুখে একটা দাগ হয়ে যায়, পরে সে যখন আমাদের কাছে আসে বাড়িতে তখন তার মুখে বারবার চুল পরছিল বলে আমার মা তাকে জিজ্ঞেস করে তার চুল কেটে দেয়। আমরা ওকে আটকে রাখিনি। 

তার মায়ের সঙ্গে কথা হয়েছিল ও মাঝে মাঝে কথা বলত। ওর মা বলেছিল তারপরেই ওরা আমার দের সঙ্গে থাকত।আমরা কোনরকম পর্ণ ভিডিও বানাতাম না বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি মুম্বইতে এক জায়গা কাজ করতাম। ওখান থেকে করোনার পর আমি চলে আসি।

আরও পড়ুন: Meghalaya Honeymoon Case: অপারেশন হানিমুনে অবশেষে ভাঙল সোনম! 'হ্যাঁ, আমিই খুন করেছি রাজাকে...'

এখানে আসার পর একটি ইউটিউব চ্যানেল খুলি আর একটি প্রোডাকশন হাউজ তৈরি করি। সেখান থেকে বেশ কয়েকটি ভিডিয়ো নিজেরা নিজের টাকা দিয়ে তৈরি করে আমরা ইউটিউবে আপলোড করতাম। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা ছিল ইউটিউবে ভালো ভালো কনটেন্ট দিয়ে ইউটিউব থেকে টাকা পয়সা আয় করা। 

বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে বেড়াচ্ছিল এতদিন। আরিয়ান জানিয়েছে অন্যের ফোন থেকে গত দুদিন আগে লুকিয়ে তার সঙ্গে মায়ের কথা হয়েছে কিন্তু মা কোথায় আছে কার কাছে আছে তা আরিয়ান জানে না। তার সঙ্গে কি কথা হয়েছে সেটাও তিনি প্রকাশ্যে জানাতে চাননি। মা এখন কোথায় আছে সেটা তিনিও জানেন না।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More