Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: বাজারে ইলিশ চলে এলেও বর্ষা এখনই আসছে না! কাঠফাটা গরম আর চরম অস্বস্তি আরও কিছুদিন...

Bengal Weather Update: ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। আজ ও কাল এই পরিস্থিতি চরমে উঠবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে।

Bengal Weather Update: বাজারে ইলিশ চলে এলেও বর্ষা এখনই আসছে না! কাঠফাটা গরম আর চরম অস্বস্তি আরও কিছুদিন...

অয়ন ঘোষাল:

আজকের আবহাওয়া:

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। হট এবং হিউমিড পরিস্থিতি কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। 
  
উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
 
 মনসুন আপডেট 

আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ১০ই জুন পার হয়েই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ১২ ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের।

মৌসুমী অক্ষরেখা ২৬ শে মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ এ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত।

উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পাকিস্তান সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 

পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত অক্ষরেখা।  এটি বিহার উত্তরবঙ্গ সিকিম ও আসামের অংশ দিয়ে বিস্তৃত রয়েছে। আরো একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে।

দক্ষিণবঙ্গ

হট ও হিউমিড ডে। গরম ও জলীয়বাষ্পে অস্বস্তি চরমে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 

কলকাতা সহ আট জেলায় হট ও হিউমিড ওয়েদার। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ৪৮ ঘণ্টাতে আবহাওয়া একই রকম থাকবে। বেলা বাড়লে অস্বস্তি আরো বাড়বে। 

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দিতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে।

উত্তরবঙ্গ
আজ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্য সহ বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে।

আরও পড়ুন: Haryana Shocker: 'আমার বসের সঙ্গে তোকে শুতে হবে! না হলে...' পৈশাচিক অত্যাচারের হাড়হিম বর্ণনা

বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে। 

কলকাতা
ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। আজ ও কাল এই পরিস্থিতি চরমে উঠবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে।

আংশিক মেঘলা আকাশ। কখনো মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

কলকাতার তাপমান
আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯১ শতাংশ। 

ভিনরাজ্যে
আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। 
ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ সিকিম কেরল মাহে উত্তরবঙ্গ সিকিম উত্তরাখণ্ড। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ সংলগ্ন চন্ডিগড় হরিয়ানাতে।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস জম্মু-কাশ্মীরে লাদাখ মোজাফফরাবাদ রাজস্থানে।

আরও পড়ুন: Malda Shocker: মুসকানও ফেইল! মালদায় মেরে তপনে তুলে নিয়ে গিয়ে দেওয়ালে প্লাস্টার দিয়ে বাড়িওয়ালি গেঁথে দিল ব্যবসায়ীকে, প্রেম নাকি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More