Home> রাজ্য
Advertisement

Tarapith Hotel | Crime: ছিঃ, শেষে তারাপীঠেও! হোটেলে তোলা হচ্ছে মহিলাদের নগ্ন স্নানদৃশ্য আর...

Tarapith Hotel Crime: এরপর ওই মহিলা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ হোটেল ম্যানেজার অভিজিৎ রায় ও রিসেপশনিস্ট শোভন বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে। 

Tarapith Hotel | Crime: ছিঃ, শেষে তারাপীঠেও! হোটেলে তোলা হচ্ছে মহিলাদের নগ্ন স্নানদৃশ্য আর...

প্রসেনজিত্‍ মালাকার: তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট।

তারাপীঠের এক নামী হোটেলে গোপন ক্যামেরা-কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হোটেলের শৌচালয়ে গোপনে মোবাইল ক্যামেরা বসিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড করা হত এবং সেই ভিডিও পরে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত। ঘটনার সূত্রপাত ১৪ এপ্রিল, যখন এক মহিলা পরিবারের সঙ্গে তারাপীঠে বেড়াতে এসে হোটেলের বাথরুমে স্নানের সময় গোপন ক্যামেরা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হোটেল ম্যানেজার ও রিসেপশনিস্টকে জানালে তারা হুমকি দিতে শুরু করে এবং ক্যামেরাটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

এরপর ওই মহিলা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ হোটেল ম্যানেজার অভিজিৎ রায় ও রিসেপশনিস্ট শোভন বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে। রামপুরহাট আদালত তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Leopard Attack: চা-বাগানে শ্বাপদ-সন্ত্রাস! প্রাণে বাঁচতে অকাল দীপাবলী...

ঘটনার জেরে হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি জানান, 'আমরা সব হোটেল মালিককে সতর্ক করেছি, পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।' যদিও পর্যটকদের অভিযোগ, ধৃতরা ওই ঘটনার সঙ্গে যুক্ত এক অস্থায়ী কর্মচারীকে পালাতে সাহায্য করেছে।

আরও পড়ুন: Digha Biodiversity Park: পার্কে ঝোলানো তালা! জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে খোলার দাবিতে সরব...

পুলিশ জানিয়েছে, এখনও ওই ভিডিও উদ্ধার করা যায়নি। এছাড়াও অভিযোগ, হোটেলগুলি কর্মচারী ও পর্যটকদের সঠিক রেকর্ড রাখে না, যা ভবিষ্যতের জন্য গুরুতর বিপদের ইঙ্গিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More