নিজস্ব প্রতিবেদন: বুধবার প্রকাশিত হল চারটি উপনির্বাচনের ফল। এর মধ্যে রয়েছে ঝালদা, চন্দননগর, ভাটপারা এবং দমদম পুরসভার একটি করে ওয়ার্ড।
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দখল নিজেদের কাছেই রাখল কংগ্রেস। উপনির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু পেয়েছেন ৯৩০ ভোট। তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পেয়েছেন ১৫২ ভোট। তৃণমূল প্রার্থীকে মিঠুন হারিয়েছেন ৭৭৮ ভোটে।
অন্যদিকে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। উপনির্বাচনে বামেরা পায় ১০১৮ ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজিত কুমার নাথ পেয়েছেন ৮৮৮ ভোট। বিজেপির প্রার্থী সৌমেন দাস পেয়েছেন ৬৭ ভোট। কংগ্রেসের ঝুলিতে ৪৪ ভোট।
এছাড়াও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া এবং দমদমের একটি করে ওয়ার্ড নিজেদের দখলে রেখেছে তৃণমূল।
পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত জিতেছেন ২২৭৪ ভোটে। ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কনকলতা দাস। তিনি পেয়েছেন ৫০২ ভোট। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম-এর রিঙ্কি স্বর। তাঁর প্রাপ্ত ভোট ৯২। বিজেপি প্রার্থী অর্পিতা দাস পেয়েছেন ৬৭ ভোট এবগ কংগ্রেসের শান্তি সাহা পেয়েছেন ৮টি ভোট।
দমদমের ৪ নম্বর ওয়ার্ডে বাকি থাকা নির্বাচনে জিতেছেন তৃণমূলের তাপস রায়। তাঁর প্রাপ্ত ভোট ৪৪৫। তাপস রায়ের নিকটতম প্রতিদ্বন্দী বাম প্রার্থী শান্তনু বর্ধন পেয়েছেন ৬৫ ভোট। অন্যদিকে বিজেপির ভাস্কর রায় বর্মন পেয়েছেন ৩৭ ভোট এবং কংগ্রেসের সোমনাথ চক্রবর্তী পেয়েছেন ৬ ভোট।
দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডেও জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। তিনি পেয়েছেন ১,৪৮৩ভোট। তাঁর নিকটতম প্রার্থী সিপিআইএম-এর বন্দনা ঘোষ রায় পেয়েছেন ৯৪৯ ভোট। এই আসনে বিজেপির মৌসুমি সেন পেয়েছেন ৯৫১ ভোট এবং কংগ্রেসের স্বপ্না দাস পেয়েছেন ৫৪ ভোট।
নির্বাচনের ফলাফল সামনে আসার পরেই বাম এবং কংগ্রেস প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। যদিও একই সঙ্গে আক্রমণ করেছেন বাম এবং পদ্ম শিবিরকেও। চন্দননগরে বিজেপির জেতা আসন বামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে 'রাম-বাম' আঁতাত বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিরোধীদের জয়কে তুলে ধরে তিনি বলেন এই রাজ্যে এখনও গনতন্ত্র পোক্ত।
চন্দননগরের বামপ্রার্থী ও ঝালদার কংগ্রেস প্রার্থীকে অভিনন্দন।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) June 29, 2022
চন্দননগর আরও একবার প্রমাণ করল "রাম–বাম আঁতাত" তত্ব। রামের আসন জিতল বাম। এবং সামগ্রিক ভাবে এখনও পর্যন্ত বিরোধীদের ফলাফল প্রমাণ করল রাজ্যের পোক্ত গনতন্ত্রের চিত্র। প্রমাণ হল, যোগ্য প্রার্থী হলে বিরোধীরাও যেতেন..
টুইট করে তিনি লিখেছেন, " চন্দননগরের বামপ্রার্থী ও ঝালদার কংগ্রেস প্রার্থীকে অভিনন্দন। চন্দননগর আরও একবার প্রমাণ করল "রাম–বাম আঁতাত" তত্ব। রামের আসন জিতল বাম। এবং সামগ্রিক ভাবে এখনও পর্যন্ত বিরোধীদের ফলাফল প্রমাণ করল রাজ্যের পোক্ত গনতন্ত্রের চিত্র। প্রমাণ হল, যোগ্য প্রার্থী হলে বিরোধীরাও জেতেন.."