Home> রাজ্য
Advertisement

Siliguri Chicken's Neck Corridor: শক্তিশালী শিলিগুড়ি! 'চিকেনস নেকে' রাফায়েল, S-400! চোখে চোখ রেখে বার্তা চিন-বাংলাদেশকে...

India strengthen Siliguri Chicken's Neck Corridor: ভৌগোলিকগত দিক থেকে শিলিগুড়ির এই 'চিকেনস নেক' করিডোর ভারতের জন্য স্ট্র্যাটেজিকগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, চিন, নেপাল ও ভূটান ঘেরা পশ্চিমবঙ্গের চিকেন'স নেক দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলিকে জুড়ে রাখে।

Siliguri Chicken's Neck Corridor: শক্তিশালী শিলিগুড়ি! 'চিকেনস নেকে' রাফায়েল, S-400! চোখে চোখ রেখে বার্তা চিন-বাংলাদেশকে...

India strengthen Siliguri Corridor: ভারতের অপারেশন সিঁদুরের সময় থেকেই পশ্চিমবঙ্গের চিকেনস নেক (Chicken's Neck) করিডরের নিরাপত্তায় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার, আরও আঁটসাট করা শুরু হয়েছিল। এবার প্রতিবেশীদের কড়া বার্তা দিতে শিলিগুড়ির চিকেনস নেক করিডরে 'সুদর্শন চক্র' অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400! সেইসঙ্গে রাফায়েল (Rafale) ফাইটার জেটও!

উল্লেখ্য, একদিকে পশ্চিমে যেমন পাকিস্তান, তেমনই পূর্বে ভারতের মাথব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে মহম্মদ ইউনূসের বদলের বাংলাদেশ। মহম্মদ ইউনূসের ভারতবিরোধী বক্তব্যগুলি যেমন দুশ্চিন্তা বাড়িয়েছে, তেমনই চিন ও পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের ক্রমবর্ধমান বন্ধুত্বও ভারতের উদ্বেগের কারণ। সম্প্রতি চিনা সেনা আধিকারিকরা বাংলাদেশের লালমনিরহাটে একটি পুরনো বিমানঘাঁটি পরিদর্শন করেন। যা  কিনা ভারতের শিলিগুড়ি চিকেনস নেক করিডোরের খুব কাছে অবস্থিত। আর ভৌগোলিকগত দিক থেকে দেখতে গেলে শিলিগুড়ির এই 'চিকেনস নেক' করিডোর ভারতের জন্য স্ট্র্যাটেজিকগত ভাবেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 'চিকেনস নেক' করিডর-ই দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলিকে জুড়ে রাখে।

আর তাই প্রতিবেশীদের কড়া বার্তা দিতে ভারত এবার শিলিগুড়ির চিকেনস নেক করিডোরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এই চিকেনস নেক করিডর এলাকায় একটি সামরিক মহড়ার আয়োজন করে। সূত্রের খবর, সেই মহড়ার সময়ই বাংলার এই চিকেনস নেক করিডরে বসানো হয় রুশ নির্মিত S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম যা ৪০০ কিলোমিটার পর্যন্ত একসঙ্গে একাধিক আকাশ হুমকিকে নিষ্ক্রিয় করতে পারে।

আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশ, চিন, নেপাল ও ভূটান ঘেরা পশ্চিমবঙ্গের চিকেন'স নেককে সুরক্ষিত রাখতে প্রস্তুতি কোনওরকম ত্রুটি রাখছে না ভারতীয় সেনা। প্রায় সাড়ে ২২ কিমি দীর্ঘ শিলিগুড়ির চিকেন'স নেক করিডরে বসানো হয়েছে রাশিয়ার তৈরি স্যাম বা (Surface to Air Missile) ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ ব্যবস্থা। 

আরও পড়ুন, Mamata Visits Tejashwi Yadav Son: '৯ মাস কলকাতার হাসপাতালেই ছিল, কেউ জানত না...' তেজস্বী-পুত্রকে দেখে বললেন 'লোকাল গার্জিয়ান' মমতা!

আরও পড়ুন, BrahMos Missile: ব্রহ্মসে ছারখার পাক 'নূর'! কেঁপে উঠেছে বিশ্বও! ভারতের ব্রহ্মাস্ত্রের প্রাণপুরুষ কালাম স্যার-ই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More