ভবানন্দ সিংহ: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? ফেসবুকের প্রোফাইল ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করে বিরোধীদের নিশানা কৃষ্ণ কল্যাণীর। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠীকোন্দলের ফল বলে পালটা কটাক্ষ পদ্ম শিবিরের। তীব্র কটাক্ষ বাম-কংগ্রেসের।
জানা গেছে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়। যেখানে প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি "আমার পরিবার-বিজেপি পরিবার" বলে উল্লেখ রয়েছে। আর এই নিয়েই রায়গঞ্জের রাজনীতি তোলপাড়। বিধায়ক কৃষ্ণ কল্যানীর দাবি, তার নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটনা হচ্ছে। তিনি বিষয়টি জানার পরই রায়গঞ্জ পুলিস জেলার পুলিস সুপারের নজরে এনেছেন। এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি এই ফেক প্রোফাইল তৈরির সঙ্গে বিজেপি সহ বিরোধীরা যুক্ত থাকতে পারে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে বিধায়কের এই দাবিকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির পালটা অভিযোগ, কিছুদিন আগে রায়গঞ্জের পরিচ্ছন্নতা নিয়ে পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক। তাতে দলের মধ্যেই চরম গোষ্টীদ্বন্দ প্রকাশ্যে এসেছে। সুতরাং এটা তৃণমুলেরই গোষ্ঠীদ্বন্দ।বিজেপির পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসও।
কংগ্রেস নেতা তুষার গুহ জানিয়েছেন, মুকুল রায় বলেছেন, যাহা বিজেপি তাহাই তৃণমূল। কোনও ফেক আইডি নয়। উনি বিজেপির বিধায়ক ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসে। ছাব্বিশের আগে এসব করে দল বদলের ইঙ্গিত। সিপিআইএম নেতা তীর্থ দাসের দাবি, ফেক প্রোফাইল কিনা তা ওনারাই বলতে পারবেন। তাঁরা এসব নিয়ে চিন্তিত নন। সঠিক তদন্ত হলেই সব বেড়িয়ে আসবে।
এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কখনও বিধায়ক কৃষ্ণ বনাম পুর-প্রশাসক সন্দীপ বা এভাবে বিজেপি নামাঙ্কিত সামাজিক মাধ্যমের প্রোফাইল নিয়ে রাজনৈতিক উত্তাপ কি আদৌ শাসকের গুরুত্ব বাড়ানোর প্রচেষ্টা নাকি অন্যকিছু তা সময়ই বলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)