Home> রাজ্য
Advertisement

অসহিষ্ণুতা! মুসলিম হয়ে হিন্দুদের অনুষ্ঠানে অংশ নেওয়ায় হুমকি ইশরত জাহানকে

ঘটনায় গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ইশরত জাহান।

অসহিষ্ণুতা! মুসলিম হয়ে হিন্দুদের অনুষ্ঠানে অংশ নেওয়ায় হুমকি ইশরত জাহানকে

নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় হনুমান চালিশায় অংশ নেওয়ায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিন তালাক মামলার আবেদনকারী ইশরত জাহান। এমনকি তাঁকে অবিলম্বে ঘর খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। ইসরাতের অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের লোক হয়েও হনুমান চালিশায় অংশ নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। 

হাওড়ার ডবসন রোডে বুধবার হনুমান চালিশা পাঠের আয়োজন করেছিল বিজেপি। ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি নেত্রী ইশরত জাহান। ইশরাতের কথায়,'আজ ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় দেখিন বাইরে বেশ কয়েকজন আত্মীয় ও স্থানীয়রা ভিড় করে রয়েছেন। জিজ্ঞেস করি কেন এসেছেন?' জবাব আসে, মুসলিম সম্প্রদায়ভুক্ত হয়েও হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিয়ে ভুল করেছেন। পাল্টা ইশরত বলেন, 'মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানেও তো অংশ নেন বহু হিন্দু। কোনও ভুল করিনি'। হিজাব পরে কেন হিন্দুদের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই প্রশ্নও তোলা হয় বলে দাবি ইশরতের। এরপরই তাঁকে ঘর ছেড়ে দেওয়ার ফতোয়া দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়েছে। 

ঘটনায় গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ইশরত জাহান। ইশরতের আত্মীয় ও পড়শি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, হনুমান চলিশা কেউ পাঠ করতেই পারেন। তবে হিজাব পরে পড়া যাবে না। এটাই ইসরতকে বোঝানো হয়েছে। হুমকি দেওয়া হয়নি।

আরও পড়ুন- টলিপাড়ায় ভাঙন, পার্নো মিত্র, ঋষি, কাঞ্চনা-সহ একঝাঁক তারকা যোগ দিলেন বিজেপিতে

Read More