Home> রাজ্য
Advertisement

Jhargram: নাতির অস্বাভাবিক মৃত্যু, শক-এ মৃত্যু শোকে পাথর ঠাকুমারও!

গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিস।

Jhargram: নাতির অস্বাভাবিক মৃত্যু, শক-এ মৃত্যু শোকে পাথর ঠাকুমারও!

সৌরভ চৌধুরী: নাতি-ঠাকুমার মৃত্যুতে চাঞ্চল্য ঝাড়গ্রামের পাটাশিমূল অঞ্চলের পারুলিয়া গ্রাম। প্রেমিকার সঙ্গে বচসার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বছর ২৫-এর যুবক শুভঙ্কর মাহাতো। নাতির ঝুলন্ত দেহ দেখে শোকে অস্বাভাবিক মৃত্যু হয় বছর ৬৫-র ঠাকুমা কমলা মাহোতোরও ! মর্মান্তিক এই ঘটনা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল অঞ্চলের পারুলিয়া গ্রামের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কাজ থেকে ফিরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শুভঙ্কর। তারপর ডাকাডাকির পর সাড়া না দিলে, পরিবারের লোক দেখতে পান তার ঝুলন্ত দেহ। শুভঙ্কর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। ওদিকে নাতির মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকে মৃত্যু ঠাকুমারও। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা। দেহ ময়নাতদন্তের পর এলাকায় পৌছলে নেমে আসে শোকের ছায়া।

পরিবারের অনুমান, প্রেমের সম্পর্ক ছিল শুভঙ্করের। প্রেমিকার সঙ্গে বচসাও বেধেছিল হয়তো। আর তার জেরেই এই ঘটনা ঘটায় শুভঙ্কর। যদিও পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিস।

আরও পড়ুন, Reels Death: রিলস বানাতে ট্রেনের মাথায়, হাইভোল্টেজ তারে স্পর্শ হতেই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর... ভয়ংকর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More