Home> রাজ্য
Advertisement

Kaliganj Bypoll 2025: WATCH ভোট দিয়ে বেরিয়ে 'মিডল ফিঙ্গার' প্রদর্শন বিজেপি প্রার্থীর! 'আসল প্রবৃত্তি বেরিয়ে এল', কটাক্ষ দেবাংশুর...

Kaliganj Bypoll 2025:  প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ করে বাদানুবাদেও জড়ালেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ।

Kaliganj Bypoll 2025: WATCH ভোট দিয়ে বেরিয়ে 'মিডল ফিঙ্গার' প্রদর্শন বিজেপি প্রার্থীর! 'আসল প্রবৃত্তি বেরিয়ে এল', কটাক্ষ দেবাংশুর...

Kaliganj Assembly By-Election 2025: সকাল থেকেই ত্রিমুখী লড়াইয়ে জমজমাট নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটদান পর্ব (Kaliganj Bypoll 2025)। এরমধ্যেই তৃণমূল নেতা দেবাংশু দাবি করলেন, কালীগঞ্জের বিজেপি প্রার্থী (Kaliganj BJP Candidate) আশিস ঘোষ (Asish Ghosh) ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে 'মধ্যাঙ্গুলী (Middle Finger) দেখাচ্ছেন!'

সাধারণ জনগণকে 'মধ্যাঙ্গুলি' বিজেপি প্রার্থীর!

ভিডিয়ো পোস্ট করে দেবাংশু কটাক্ষ করেছেন, "কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলি (Middle Finger) দেখাচ্ছেন! যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভিতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এল!" স্বাভাবিকভাবেই দেবাংশুর ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। 

fallbacks

দেবাংশুর পোস্ট, এখানে ক্লিক করে দেখুন বিজেপি প্রার্থীর ভিডিয়োfallbacks

প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ

ওদিকে এজেন্ট বসতে না দেওয়াকে কেন্দ্র করে প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষের। জড়ালেন তীব্র বাদানুবাদেও। সকাল থেকেই বিভিন্ন বুথ থেকে এজেন্ট বসতে না দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ আসছিল। কোথাও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। কোথাও কোথাও শাসকদল বিরোধী দলের এজেন্টকে জোর করে তুলে দিচ্ছে বলে অভিযোগও সামনে আসে।

BJP-র পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

এই অভিযোগ পেয়েই দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে পৌঁছান বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তখন তাঁকে আটকায় কেন্দ্রীয় বাহিনী। এরপরই প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ করেন তিনি। বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ করেন। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসার দাবি করেছেন, একটা সমস্যা হয়েছিল। তবে তা মিটে গিয়েছে। বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনের নির্দেশ

এখন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলতে হবে। সেই নির্দেশ মেনে খুলে ফেলা হয়েছে  ১০০ মিটারের মধ্যে সব রাজনৈতিক দলের দলীয় পতাকা ও ফ্ল্যাগ ফেস্টুন। ভোটের হার ১১ শতাংশের কাছাকাছি। বৃষ্টির মধ্যেও ছাতা মাথাতেই ভোট দিতে আসছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন, Kaliganj Assembly by Election: কালীগঞ্জ, তুমি কার! শাসকের জেতা সিটে প্রত্যাবর্তন না পরিবর্তন?

আরও পড়ুন, Suvendu Adhikari in Maheshtala: 'ভাইপোবাবু আমাকে আটকাতে পারবেন না', হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় শুভেন্দু!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More