Home> রাজ্য
Advertisement

Kalna youth gym death: জিম করতে করতেই হঠাৎ লুটিয়ে পড়লেন... যুবকের মর্মান্তিক পরিণতি! ভয়ংকর CCTV ফুটেজ...

Gym incident: জিম করার সময় শরীরে অস্বস্তি বোধ করলেও তা উপেক্ষা করেন। তারপরই হঠাৎ...

Kalna youth gym death: জিম করতে করতেই হঠাৎ লুটিয়ে পড়লেন... যুবকের মর্মান্তিক পরিণতি! ভয়ংকর CCTV ফুটেজ...

সঞ্জয় রাজবংশী: জিমে ভারোত্তোলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু যুবকের। হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। প্রতিদিনের মতো শরীরচর্চা করছিলেন নিতাই শীল নামে এক তরুণ। তখনই ভারোত্তোলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজেকে সামলে আবারও শরীরচর্চা শুরু করেন নিতাই। কিন্তু ফের অসুস্থ বোধ করায় আচমকাই সংজ্ঞা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তটি ধরা পড়ে জিমের সিসিটিভি ক্যামেরায়। যা দেখে শিউরে উঠছেন সবাই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনার এক স্থানীয় জিমে। 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নিতাই শীল নিয়মিত শরীরচর্চা করতেন। অন্য দিনের মতোই রাতের জিম সেশনে যোগ দিয়েছিলেন তিনি। জিম করার সময় শরীরে অস্বস্তি বোধ করলেও তা উপেক্ষা করেন। তারপরই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। এর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর দাদা জিমে এসে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। নিতাইয়ের পরিবারের অভিযোগ, সময়মতো অক্সিজেন না পাওয়াতেই প্রাণ হারাতে হয় তাঁকে। 

তাঁর দাদার বক্তব্য, "জিমে মেডিক্যাল সাপোর্টের ব্যবস্থা ছিল না। সময় মতো অক্সিজেন দেওয়া হলে হয়তো আমার ভাইটা আজ বেঁচে থাকত।" নিতাইয়ের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিত মহলে নিতাই এক মিষ্টভাষী ও স্বাস্থ্যসচেতন যুবক হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কোন জিমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না? না থাকলে এমন দুর্ঘটনা হলে তার দায় কে নেবে? 

আরও পড়ুন, Meghalaya Couple Missing: রাজাকে খুনের নেপথ্যে রাজ! হানিমুনে গিয়েই কেন স্বামীকে খুন সোনমের? 'সোনার চেইন' নিয়ে বিস্ফোরক দাবি পুত্রহারা মায়ের...

Malda Incident: এক বউকেই চাই ২ ভাইয়ের! হয় 'স্বামী বদল'ও! তারপর কেলেঙ্কারি রক্তারক্তি কাণ্ড...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More