Home> রাজ্য
Advertisement

Kartik Maharaj: '১৩ বছর আগে কিছু হয়েছে... ', হাইকোর্টের দ্বারস্থ ধ*র্ষ*ণে 'অভিযুক্ত' কার্তিক মহারাজ!

Kartik Maharaj appeals High Court on rape charge: "সাধু-সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে।" দাবি কার্তিক মহারাজের। ধর্ষণের অভিযোগের ঘটনায় বেলডাঙার কার্তিক মহারাজকে গতকাল আইনি নোটিস পাঠানো হয়। 

Kartik Maharaj: '১৩ বছর আগে কিছু হয়েছে... ', হাইকোর্টের দ্বারস্থ ধ*র্ষ*ণে 'অভিযুক্ত' কার্তিক মহারাজ!

অর্ণবাংশু নিয়োগী: ধর্ষণের অভিযোগে থানায় হাজিরা দিতে আইনি নোটিস। সেই নোটিসের পরিপ্রেক্ষিতেই এবার আদালতের দ্বারস্থ কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া FIR-এর বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। আজই ছিল হাজিরার নির্দেশে। তার আগেই হাইকোর্টে আবেদন কার্তিক মহারাজের। আবেদনে উল্লেখ, "আমি ভারত সেবাশ্রম সংঘের মানুষ। পদ্মশ্রী পুরস্কার পেয়েছি। একজন মহিলা থানায় গিয়ে বলেছে ১৩ বছর আগে কিছু হয়েছে। তার ভিত্তিতে FIR দায়ের করেছে। নোটিস দিয়ে আজই আমাকে যেতে বলেছে। সাধু-সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে।" কার্তিক মহারাজের আবেদনের প্রেক্ষিতে আগামিকাল শুনানির দিন ধার্য হয়েছে।

প্রসঙ্গত ধর্ষণের অভিযোগের ঘটনায় বেলডাঙার কার্তিক মহারাজকে গতকাল আইনি নোটিস পাঠানো হয়। নোটিস পাঠিয়ে থানায় হাজিরা দিতে নির্দেশ দেয় নবগ্রাম থানার পুলিস। নোটিসে হাজিরার জন্য সময়সীমা বেঁধে বলা হয়েছিল, ১ জুলাই সকাল ১০টায় তাঁকে নবগ্রাম থানায় হাজির হতে হবে। কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ  হয়েছে, তার প্রেক্ষিতে তাঁর উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও নোটিসে জানানো হয়। ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha) কর্তৃপক্ষের হাতে এইআইনি নোটিস ধরায় বেলডাঙা থানার পুলিস।

স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে নবগ্রাম থানার পুলিস। এরপর গতকাল সোমবার আইনি নোটিস পাঠানো হয়। অভিযোগের প্রেক্ষিতে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ আগেই দাবি করেছেন, তিনি সন্ন্যাসী। এই অভিযোগকে গুরুত্ব দিতেও অস্বীকার করেছেন তিনি। তবে তৃণমূল এই ইস্যুতে ময়দানে নেমেছে। প্রশ্ন তুলেছে, "বিজেপি কেন কার্তিক মহারাজের কীর্তি নিয়ে নিশ্চুপ?" প্রসঙ্গত, কার্তিক মহারাজ ২০২৪ সালে পদ্মশ্রী প্রাপক।

আরও পড়ুন, Indian Railways New Fare and Rules: ভাড়া বাড়ল ট্রেনের, কোন ক্লাস ও কত কিমিতে কত বাড়ল? লোকাল ট্রেনে কী? টিকিট বুকিংয়ে একগুচ্ছ নয়া নিয়মও আজ থেকেই....

আরও পড়ুন, Dowry Torture: বিয়েতে যৌতুক ৮০০ গ্রামের ১০০ সোনার গয়না, ৭০ লাখের ভলভো গাড়ি! তাও পণের অত্যাচার! সদ্য বিবাহিতা তরুণী শেষে...
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More