সোমা মাইতি: বেলডাঙার কার্তিক মহারাজের পদ্মশ্রী পুরস্কার (Kartik Maharaj Padma shri) ফিরিয়ে নেওয়ার দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। তারপরেই বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের। তৃণমূল নেতার দাবি, 'ভারতের সরকারের উচিৎ অবিলম্বে পদ্ম পুরস্কার প্রত্যাহার করা। ভারত সরকার ওই ব্যক্তির ইতিহাস, চলাফেরা যাচাই না করে তাঁকে পদ্মশ্রীতে ভূষিত করেছেন। এই ধরণের ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া, পদ্মশ্রী পুরস্কারের অপমান।'
আরও পড়ুন, Ratha Yatra 2025: সম্প্রীতির রথযাত্রা, জগন্নাথের নামে উত্সবে মাতলেন হিন্দু-মুসলমান..
কবীরের সাফাই, শাসক দলের এখানে কোনও ভূমিকা নেই। ২০১৩ সালের এই ঘটনা। ওই মহিলার সঙ্গে পরিচয় না থাকলে উনি প্রকাশ্যেই সেটা বলতে পারতেন। উনি আদালতে যেতে পারতেন। হুমায়ুন কবীর বলেছেন, 'এই ধরণের ঘটনা উনি এতদিন ধরে চেপে রেখেছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ওই মহিলা নিজে লিখিত অভিযোগ করেছেন। কে তাঁকে উৎসাহিত করেছেন, কে গাড়িতে নিয়ে গিয়েছেন সেটা বড় বিষয় নয়। ভারত সরকার কার্তিক মহারাজকে যে পদ্মশ্রী দিয়েছেন সেটা অবিলম্বে প্রত্যাহার করা উচিৎ।'
প্রসঙ্গত, পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন এক মহিলা ৷ গত বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে ৷ অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১২ র ডিসেম্বরে অভিযোগকারিণী ভারত সেবাশ্রম সঙ্ঘের চাণক আদিবাসী আবাসিক স্কুলে যান ৷ সেখানেই তাঁর সঙ্গে আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজের পরিচয় হয় ৷ এমনকি তাঁকে আলাদাভাবে ডেকে আলাপ করেন কার্তিক মহারাজ ৷ ওই স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন৷
এরপর তাঁকে আশ্রমের স্কুলের পাঁচতলার ঘরে থাকতে দেওয়া হয় ৷ ২০১৩-র জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত কার্তিক মহারাজ নানান সময়ে মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন ৷ এমনকি বেলডাঙার আশ্রমে পাঁচদিনের জন্য নির্যাতিতাকে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ সেখানেও তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ আর তার জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন ৷
বিষয়টি জানার পর কার্তিক মহারাজ নির্যাতিতাকে জোর করতে থাকেন গর্ভপাতের জন্য৷ এমনকী আশ্রম থেকে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ সেই সময় কার্তিক মহারাজ তাঁকে মাসে-মাসে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দেন ৷ অভিযোগ, সেই প্রতিশ্রুতিও রাখেননি তিনি। অভিযোগ ২০১৯ পর্যন্ত তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন মহিলা ৷
২০২৪ সালের লোকসভা ভোটে যে কার্তিক মহারাজের নাম বারবার উঠে এসেছে মুর্শিদাবাদের রাজনীতিতে। লোকসভা ভোটে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব হয়েছিলেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় কার্তিক মহারাজের নাম। আরামবাগে সভায় মমতা বলেছিলেন, 'আমি ভারত সেবাশ্রমকে সম্মান করি। কিন্তু এক ব্যক্তি সন্ন্যাসী হিসেবে তৃণমূল এজেন্টদের বসতে দিচ্ছে না। তাঁর নাম কার্তিক মহারাজ। আমি এটা বরদাস্ত করব না। উনি সরাসরি বিজেপি রাজনীতি করছেন করুন, কিন্তু লুকিয়ে লুকিয়ে কেন? এলাকায় এলাকায় গিয়ে আপনি ধর্মের নামে বিজেপি করে বেড়ান।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)