Home> রাজ্য
Advertisement

করোনায় আক্রান্ত বহু, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে খড়গ্পুর আইআইটি

খড়গপুর আইআইটি ক্যাম্পাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ।

করোনায় আক্রান্ত বহু, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে খড়গ্পুর আইআইটি

নিজস্ব প্রতিবেদন : ক্যাম্পাসে একের পর একের দেহে করোনার সংক্রমণ। আর তাতেই ছড়িয়েছে উদ্বেগ। ভাইরাসের সংক্রমণ যাতে আর না ছড়াতে পারে, সেই কারণে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে খড়গপুর আইআইটি। আগামিকাল রবিবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে পরের রবিবার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস।

এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। এই ৭ দিন সময়কালে ক্যাম্পাস চত্বর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্যানিটাইজ করা হবে গোটা ক্যাম্পাস। উল্লেখ্য, শুক্রবার নতুন করে আইআইটি ক্যাম্পাসে বি. সি. রায় হাসপাতালের ৬ জন চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। 

সবমিলিয়ে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে এদিন তড়িঘড়ি ক্যাম্পাস বন্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।

আরও পড়ুন, 'যে চাইছে, তাঁরই টেস্ট করুন', স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকায় 'অন-ডিমান্ড' করোনা পরীক্ষায় জোর

Read More