Home> রাজ্য
Advertisement

Rail Underpass: নির্মীয়মাণ রেল আন্ডারপাসে ধস, মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন গ্রামের মানুষজন। তারাই এসে ৪ শ্রমিককে উদ্ধার করে

Rail Underpass: নির্মীয়মাণ রেল আন্ডারপাসে ধস, মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

বাসুদেব চট্টোপাধ্যায়: রেলের আন্ডারপাস তৈরির সময় দুর্ঘটনা। মাটি ধসে চাপা পড়ে গেলেন ৪ শ্রমিক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পূর্ব মধ্যরেলের ধানবাদ ডিভিশনের ধানবাদ-সিন্ধ্রি সেকশনে ছাতাফুল গ্রামের কাছে ওই আন্ডাপাসটির নির্মাণকাজ চলছিল। একটি মালগাড়ি ওই নির্মীয়মান আন্ডাjপাসটির উপর দিয়ে চলে যায়। এতেই উপরের মাটি নীচে ধসে যায়। সেইসময় সেখানে কাজ করছিলেন ৫ শ্রমিক। এদের মধ্যে ৪ জন মাটি চাপা পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন গ্রামের মানুষজন। তারাই এসে ৪ শ্রমিককে উদ্ধার করে। ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। বালিয়াপুর থানার পুলিস এসে গ্রামবাসীদের শান্ত করে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার হয় রাত এগারোটা নাগাদ।

এদিকে, ওই দুর্ঘটনার পর ওই রুটে যাতায়াতকারী সব ট্রেনকে ঝাঁঝা-পাটনা-দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার, মেহুলি-শাহু দেশকে দিলেন দ্বিতীয় সোনা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More