Home> রাজ্য
Advertisement

WB Weather Update: ভরা পৌষেও শীতের চরিত্র নষ্ট, সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজবে ৭ জেলা

WB Weather Update: গত ১০ বছরে গতকাল ছিল উষ্ণতম বড়দিন। রাতের তাপমাত্রাও ভাঙল রেকর্ড। কাল রাতে কলকাতার পারদ ছিল ১৯.২ ডিগ্রিতে। তবে আজ রাতে তা কিছুটা নামার ইঙ্গিত

WB Weather Update: ভরা পৌষেও শীতের চরিত্র নষ্ট, সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজবে ৭ জেলা

অয়ন ঘোষাল: ফের বৃষ্টির ভ্রুকুটি। উইকেন্ডে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন ৭ জেলায় হালকা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দুপুর পর্যন্ত। কাল বৃষ্টির সম্ভবনা নেই। ২৮ তারিখ শনিবার ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। দক্ষিণে শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

আরও পড়ুন-বিজেপিতে সভাপতি-বিতর্ক; এবার মুখ খুললেন সুকান্ত! নিশানায় কে? জল্পনা তুঙ্গে...

উষ্ণ পৌষ

গত ১০ বছরে গতকাল ছিল উষ্ণতম বড়দিন। রাতের তাপমাত্রাও ভাঙল রেকর্ড। কাল রাতে কলকাতার পারদ ছিল ১৯.২ ডিগ্রিতে। তবে আজ রাতে তা কিছুটা নামার ইঙ্গিত। আজ এবং আগামিকাল রাতে বঙ্গের তাপমাত্রা সামান্য কমবে। শনি, রবিবার তাপমাত্রা ফের বাড়বে। সোমবার আবার কমবে। সোমবারের পর আর তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত নেই। পারদ পতনের পূর্বাভাস। জানুয়ারির প্রথম সপ্তাহে ফের কামব্যাক শীতের। বছর শেষে এবং বর্ষবরণে শীতের আমেজ মিলবে।

কুয়াশা

ঘন কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গের সমতলে। হালকা থেকে মাঝারি কুয়াশা বাকী বঙ্গে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ।

পরিসংখ্যান

কাল রাতের তাপমাত্রা ১৮.২ থেকে আরো বেড়ে ১৯.২ ডিগ্রি। তবে সারাদিন আকাশ মেঘলা থাকায় কাল দিনের তাপমাত্রা ২৬ থেকে কমে ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ। কলকাতায় বড়দিনে সার্বিক ভাবে গড়ে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More