Home> রাজ্য
Advertisement

WB Weather Update: শীতের কথা ভুলে যান, ধেয়ে আসছে ঘ্যানঘেনে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা

WB Weather Update: দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ তারিখে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে

WB Weather Update: শীতের কথা ভুলে যান, ধেয়ে আসছে ঘ্যানঘেনে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে ১৬ তারিখ ও আগামী ২৪ ঘণ্টা কোন জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ১৭ তারিখ সকাল থেকে ১৮ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে।

আরও পড়ুন-নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিহত ১৮, কীভাবে এমন মর্মান্তিক ঘটনা, জেনে নিন ৫ কারণ

আগামী ১৯ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতের ও সম্ভাবনা থাকছে।

কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ তারিখে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে দার্জিলিঙে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More