অয়ন ঘোষাল: গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপের প্রভাব কেটে গেল। আজ বৃহস্পতিবার সকালে মেঘের চাদর কেটে আংশিক সূর্যের মুখ দেখা গেল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনায়। নিম্নচাপ পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে আপাতত ঝাড়খন্ড রাজ্যের পশ্চিম প্রান্তে অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় এটি ছত্তিশগড় হয়ে ছোট নাগপুর মালভূমি এলাকায় বিলীন হবে।
এদিকে, মৌসুমী অক্ষরেখা ঝাড়খন্ডের ডালটনগঞ্জ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। ফলে নিম্নচাপ সরে গেলেও বাংলার কিছু জেলায় বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কাল শুক্র ও পরশু শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা আরো কিছুটা কমবে।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবি এবং সোমবার।
আরও পড়ুন-'কোন মুখে এত কথা রাজন্যার'! স্বামী প্রান্তিকই প্রোমোট করেছেন মনোজিতকে...
আরও পড়ুন- 'বদলি করে দেব তোকে', এবার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে 'দাদাগিরি' বিধায়ক কাঞ্চনের!
উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় আজ কার্যত গুমোট অস্বস্তির দিন। বৃষ্টি মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় হবে। সেই বৃষ্টিও খুব হালকা থেকে মাঝারি। বেশিক্ষণ বৃষ্টি চলবে না। ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টি হয়েই বন্ধ হয়ে যাবে। কিছুটা গ্যাপ দিয়ে আবার শহরের অন্য কোথাও সামান্য বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৮ থেকে ১০০ শতাংশ। আজ দিনের তাপমাত্রা গতকালের থেকে ৩ ডিগ্রি বাড়বে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)