Home> রাজ্য
Advertisement

Amit Shah Live Update: অনুব্রতর গড়ে অমিত শাহের রোড শো, BJP-র মেগা Rally

মেদিনীপুরের মেগা সভার পর আজ বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah Live Update: অনুব্রতর গড়ে অমিত শাহের রোড শো, BJP-র মেগা Rally
LIVE Blog

নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের মেগা সভার পর আজ বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। 

Amit Shah LIVE:

20 December 2020
20 December 2020 17:00 PM

'বাংলার ভূমিপুত্র-ই হবেন মুখ্যমন্ত্রী।' Zee ২৪ ঘণ্টাকে Exclusive সাক্ষাতকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পড়ুন, 'বাঙালিই বাংলার মুখ্যমন্ত্রী হবেন', Zee ২৪ ঘণ্টাকে স্পষ্ট জানালেন Amit Shah। 

 

20 December 2020 17:00 PM

রোড শো শেষে জনতার উদ্দেশে ভাষণে ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের জন্য়। উন্নয়নের লক্ষ্যেই পরিবর্তন জরুরি।

20 December 2020 15:45 PM

বোলপুরে অমিত শাহের রোড শো-তে জনপ্লাবন, গেরুয়া ঢেউ। ফুল দিয়ে সাজানো গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

fallbacks

20 December 2020 15:15 PM

অনুব্রতর গড় বোলপুরে রোড শো অমিত শাহের। শক্তি পরীক্ষা বিজেপির। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মেগা Rally বিজেপির। মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের ভিড়। অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে মানুুষের ভিড়। কেউ ফুল ছুড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে। পাল্টা ফুল ছুড়ে দিচ্ছেন অমিত শাহও।

20 December 2020 14:30 PM

শ্যামবাটিতে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজন সারছেন অমিত শাহ।  

fallbacks

20 December 2020 14:30 PM

শ্যামবাটিতে অমিত শাহতে গান শোনালেন বাউল বাসুদেব দাস। 

fallbacks 

20 December 2020 14:15 PM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বললেন, 'আজ সৌভাগ্যের দিন। বিশ্বভারতীয় আসার সুযোগ হল আমর। বিশ্বভারতীতে সেই মহামানবকে শ্রদ্ধাঞ্জলি দিলাম, যিনি বিশ্বজুড়ে ভারতীয় কলা ও সংস্কৃতি উচ্চস্থান দিয়েছেন। সেই যুগে জাতীয়তাবাদের দুটি স্রোত ছিল- মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। দু'জনেরই অনুপ্রেরণা পেতেন একটা জায়গা থেকে। বিশ্বভারতীতে ভারতীয় সাহিত্য,দর্শন, সংস্কৃতি ও কলার সংরক্ষণ করেছেন গুরুদেব। তার সঙ্গে তালমিল ঘটেছে দুনিয়ার বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতির।'

fallbacks

20 December 2020 13:15 PM

fallbacks

20 December 2020 13:15 PM

বাংলাদেশ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

20 December 2020 13:00 PM

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে শ্যামবাটিতে বাউল গান ১১ বছরের কিশোরী শিল্পী বর্ষা দাসের।

fallbacks

20 December 2020 13:00 PM

বাংলাদেশ ভবনের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

20 December 2020 13:00 PM

শান্তিনিকেতনে ভিজিটর্স বুকে নিজের প্রতিক্রিয়া লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

fallbacks

20 December 2020 12:45 PM

কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে শান্তিনিকেতন ঘুরে দেখছেন Amit Shah।

fallbacks

20 December 2020 12:30 PM

সঙ্গীত ভবনে অমিত শাহ। সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকাসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।

fallbacks

20 December 2020 12:15 PM

বিশ্বভারতীতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। উপাসনা গৃহ ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

fallbacks

20 December 2020 11:45 AM

শ্রীনিকেতন ফুটবল মাঠের হেলিপ্যাড থেকে অমিত শাহকে নিয়ে বিশ্বভারতীর উদ্দেশে রওনা দিল কনভয়।

20 December 2020 11:45 AM

বোলপুর পৌঁছলেন অমিত শাহ। চপার থেকে নেমেই হাত নাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

fallbacks

20 December 2020 11:30 AM

বাংলাদেশ ভবনে চূড়ান্ত প্রস্তুতি। রইল ছবি-

fallbacks

আরও পড়ুন, Shah-র অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সিদ্ধান্ত বিশ্বভারতীর

20 December 2020 11:15 AM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ১০টা ৫৬ মিনিট নাগাদ বোলপুরের উদ্দেশে রওনা দিল হেলিকপ্টার।

fallbacks

সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়।

fallbacks

 

20 December 2020 11:00 AM

বোলপুরে অমিত শাহের মিছিল ঘিরে তুঙ্গে প্রস্ততি। চারদিক ছয়লাপ গেরুয়া পতাকা আর মোদী-শাহ কাটআউটে।

fallbacks

20 December 2020 10:45 AM

বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে পুষ্পস্তবক ও একতারা।

fallbacks

 

20 December 2020 10:45 AM

কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অমিত শাহ।

রাজারহাটের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ।

fallbacks

সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ।

fallbacks

20 December 2020 10:45 AM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে বিশ্বভারতীতে আঁটসাঁট নিরাপত্তা।

fallbacks

20 December 2020 10:45 AM

শ্রীনিকেতন ফুটবল মাঠে অমিত শাহের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।

fallbacks

আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

20 December 2020 10:45 AM

বাউল বাসুদেব দাসের বাড়িতে শুরু হয়ে গিয়েছে রান্নার তোড়জোড়।

fallbacks

কৃষক পরিবারের পর আজ বোলপুরে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

20 December 2020 10:45 AM

যোগ দেবেন বিশ্বভারতীর অনুষ্ঠানে।

আজ বোলপুরে রোড শো করবেন অমিত শাহ।

অমিত শাহের দুদিনের রাজ্য সফরের আজ শেষ দিন।

Read More