Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: জাদুঘরে বোমাতঙ্ক, ই-মেইলে হুমকি! ঘটনাস্থলে পুলিস

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: জাদুঘরে বোমাতঙ্ক, ই-মেইলে হুমকি! ঘটনাস্থলে পুলিস
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

01 April 2025
01 April 2025 17:15 PM

আজ ব্যারাকপুর আদালতে অর্জুন সিংহের মামলার শুনানি ছিল সেখানে এসিজেএম অর্জুন সিং এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলেন। ২৬ তারিখ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ গুলি চালানোর ঘটনা। সেই ঘটনা নিয়ে জগদ্দল থানা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে। অর্জুন সিং কে গ্রেফতারের পরোয়ানা দেয় ব্যারাকপুর আদালত।

01 April 2025 16:45 PM

Ghatal: ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা’র বাড়ি ভাঙা পড়বে। শিলাবতী নদীর পাড়ে ১২টি ওয়ার্ডে সার্কিট বাঁধ তৈরির জন্য জমি অধিগ্রহণ চলছে, যার মধ্যে চেয়ারম্যানের বাড়ি এবং শতাধিক দোকানও রয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে তিনি বাড়ি দেবেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

01 April 2025 16:30 PM

School Theft: পশ্চিম মেদিনীপুরে একে পর এক স্কুলে চুরি হচ্ছে। গত ১০ দিনে ৫টি স্কুলে লকার ভেঙে টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়েছে। রামগড়, লালগড়, গোয়ালতোড়, যাত্রাবিস্টুপুর ও সাতপাটি গৌতম স্মৃতি বিদ্যালয়ে একই কায়দায় চুরি হয়েছে। চুরি হওয়া সবকটি স্কুল একে অপরের থেকে ১৫ কিমির মধ্যে। পুলিশ তদন্ত করছে, তবে এখনো চোরদের ধরতে পারেনি। ক্যামেরার সামনে না বললেও পুলিশের বক্তব্য এটা কোনো একটা দলই এই কাজ করছে।স্কুল বাছার কারন স্কুল খালি থাকে। 

 

01 April 2025 16:30 PM

Sliguri: শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের চক্করমারি এলাকায় মন্দিরের সামনে গো মাংস ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর হিন্দু সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে এলাকাবাসীদের সঙ্গে তর্কবিরোধ হয়। বিজেপি জেলা নেতৃত্ব পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে।

01 April 2025 16:15 PM

Bardhaman: বর্ধমানে 'দুয়ারে ছাতু' উদ্যোগে বাইকে ছাতু বিক্রি হচ্ছে। বাইকের মধ্যেই বসানো মিনি চাকি, ১২০ টাকায় ছাতু বিক্রি করে বিক্রেতা লাখন বর্মা দিনে ৫০ কেজি বিক্রি করেন। ক্রেতারা এই ছাতুর স্বাদ ও গুণমান প্রশংসা করছেন।

01 April 2025 16:00 PM

Jalpaiguri: জলপাইগুড়ির এক যুবক সিদ্ধ ডিম বিক্রি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। বিজয় বারই নামে এই ডিম বিক্রেতা প্রতিদিন প্রায় ৪০০ পিস সিদ্ধ ডিম এবং অমলেট বিক্রি করেন, যার মধ্যে হাঁস, পোল্টি, লোকাল ও ডবল ডিম থাকে। মাসে প্রায় ৫০,০০০ টাকা উপার্জন করেন তিনি এবং একাধিক বছর ধরে এই ব্যবসার মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন।

01 April 2025 16:00 PM

CPIM: ২০ এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার কল্যাণীতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ১ নম্বর মার্কেট থেকে শুরু হয়ে সেন্ট্রাল পার্ক, আইটিআই মোড় ও দু'নম্বর বাজার ঘুরে আবার সেন্ট্রাল পার্কে শেষ হয় মিছিলটি। এতে অংশ নেন প্রাক্তন পৌরপ্রধান ড. শান্তনু ঝাঁ, প্রাক্তন বিধায়ক মলয় সামন্ত, জেলা নেতৃত্ব সবুজ দাস, সিক্তা কুন্ডু, সোমেস কংস বণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বহু কর্মী সমর্থক।

01 April 2025 15:45 PM

Malda: মালদার নিত্যানন্দপুরে তালা ভেঙে গৃহস্থ বাড়িতে চুরি। কোন ভাবে ছাদে উঠে দরজা ভেঙে দুষ্কৃতীরা কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বেশ কয়েকটি ঘরে। এরপর আলমারির লোকার ভেঙে সোনা এবং নগদ টাকা নিয়ে সম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে পরিবারের সদস্যরা বুঝতে পেরে পুলিশে খবর দেন। তদন্ত চলছে। 

01 April 2025 15:30 PM

BJP: উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়করা, সাংসদ মনোজ টিগ্গাও উপস্থিত ছিলেন।

01 April 2025 15:30 PM

Siliguri Accident: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় পথ দুর্ঘটনায় দুই যুবক সুজয় বিশ্বাস ও শুভদ্বীপ মণ্ডলের মৃত্যু। ফাঁসিদেওয়া থেকে সবজি বোঝাই গাড়ি নিয়ে শিলিগুড়ি এসেছিলেন বাড়ি ফেরার পথে কন্টেনারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও অপরজনের হাসপাতালে।

01 April 2025 15:15 PM

Jalpaiguri: জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনি এলাকায় রাস্তার কাজ থমকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। পথশ্রী প্রকল্পের অধীনে তিন কিলোমিটার রাস্তা তৈরি শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। পঞ্চায়েত প্রধান অনিতা রাউত জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

01 April 2025 15:00 PM

Fire Cracker Factory Blast: পাথরপ্রতিমা কাণ্ডে, বনিক ভাইরদের কাছে বাজি তৈরির জন্য কোনো বৈধ লাইসেন্স ছিল না, শুধুমাত্র পঞ্চায়েতের সাধারণ ট্রেড লাইসেন্স ছিল চন্দ্রকান্তের স্ত্রীর নামে। ২০২২ সালের ১৯ অক্টোবর বেআইনিভাবে বাজি তৈরি করার সময় চন্দ্রকান্ত গ্রেপ্তার হন এবং ৬৮ কেজি বাজি উদ্ধার হয়। যদিও তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, পুলিশ অবজেকশন দেওয়ায় তা মেলেনি। প্রশ্ন উঠছে, অবৈধ কারবার চলছিল কীভাবে এবং কোথায় ছিল প্রশাসনের নজরদারি?

01 April 2025 15:00 PM

Jalpaiguri Khadi Mela: জলপাইগুড়িতে আয়োজিত খাদি মেলা চলবে ১৬ই এপ্রিল পর্যন্ত। ১৭ দিনের এই মেলা ও প্রদর্শনীকে‌ জমজমাট রূপ দিতে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি খাদি সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় হবে মেলায়। এজন্য মেলায় রয়েছে মোট ৮৭ টি বিক্রয় কেন্দ্র। 

01 April 2025 14:45 PM

Malbazar: মালবাজার মহকুমার রেল স্টেশনে স্কুল কামাই করে ঘুরে বেড়ানো ছাত্রছাত্রীরা উদ্বেগ সৃষ্টি করছিল। এই নিয়ে সচেতনতা বাড়াতে মাল রেল পুলিশ স্টেশনগুলোতে অভিযান চালিয়েছে। তারা জানায়, অযথা রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি না করার এবং এমন দৃশ্য দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। রেল কর্তৃপক্ষ স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথা জানিয়েছে, যাতে দুর্ঘটনা রোধ করা যায়।

01 April 2025 14:30 PM

Kanaipur: কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলছত্র করা হচ্ছে।গ্রামবাসীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। যার খরচ হিসেবে ফলকে লেখা হয় ৩,৬৮,৭০৩ টাকা। সেই জলছত্র উদ্বোধন করেন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান।যদিও দেখা যায় জলসত্রের জলের পাম্প বসানো হয়নি।ঠান্ডা জলের মেশিন রিজার্ভার কিছুই বসেনি। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি এই জলসত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা।

01 April 2025 14:30 PM

Belur Dump Yard: কিছুদিন আগেই বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপত্তি ঘটে।ফেটে যায় জলের পাইপ লাইন। দুর্ভোগ এখনো কাটেনি হাওড়াতে রয়েছে আরো একটি ভাগাড়।বেলুড় চাঁদমারি ভাগাড় নামে পরিচিত। ভাগাড়ের পাশেই গড়ে উঠেছে বহুতল ও কলোনি।অন্যদিকে আবর্জনার পরিমান বেড়েছে। বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের পর চাঁদমারির বাসিন্দারা আতঙ্কিত।তারা মনে করছেন এখানেও বিপদ ঘটতে পারে। ভাগাড়ের দায়িত্বে থাকা কর্মীরা জানান এখানে আবর্জনা থেকে সার তৈরী হয়। প্রতিদিন বাওমাইনিং এর মাধ্যমে এই কাজ হয় আবর্জনা কমিয়ে ফেলার হয় তাই বেলগাছিয়া ভাগাড়ের মতো  বিপদের সম্ভাবনা নেই। 

01 April 2025 14:15 PM

Nadia: তীব্র গরমের মধ্যে রাজ্যবাসীর স্বস্তি দিতে পথ চলতি মানুষ ও যানবাহন চালকদের জন্য জলছত্রের আয়োজন করেছে পুলিশ প্রশাসন। ডিএসপি সঞ্জয় কুমারের উদ্যোগে এবং শান্তিপুর থানার ব্যবস্থাপনায় 12 নম্বর জাতীয় সড়কে জল ছেটানো হয়। তীব্র গরমে সাধারণ মানুষকে সচেতন করতে হেলমেট না পরা চালকদেরও বার্তা দেওয়া হয়।

01 April 2025 14:00 PM

Murshidabad Train Accident: চাকরি জীবনের শেষ দিনেই মৃত্যু হল ট্রেন চালক গঙ্গেশ্বর মালের। তার বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের ভট্টপাড়ায়। মঙ্গলবার ভোরে ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আর এক মালগাড়ি। এই দুর্ঘটনায় দুই মালগাড়ি চালকেরই মৃত্যু হয়। তাদেরই একজন গঙ্গেশ্বর মাল। এনটিপিসি ফরাক্কার জন্য এই কয়লা ঝাড়খন্ড থেকে আনা হচ্ছিল তাদের ডেডিকেটেড ট্রেন লাইন দিয়ে। 

01 April 2025 14:00 PM

Ranaghat: নদিয়ার রাণাঘাট-২ ব্লকের হিজুলী-১ গ্রামে প্রায় ৭২ বিঘা জলাশয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিপিএম অভিযোগ করছে, তৃণমূল নেতাদের মদতে জলাশয় ভরাট হচ্ছে এবং এলাকায় মাইকিং ও লিফলেট বিলি করছে। তবে জমি মালিক দাবি করছেন, চাষের জন্যই জলাশয়ের সংস্কার কাজ চলছে। স্থানীয়রা অভিযোগ করছে, দুই মাস ধরে জেসিবি দিয়ে জলাশয়ের চারিধারে ভরাট কাজ চলছে।

01 April 2025 13:45 PM

Medicine Price Hike: ৭০০ রও বেশি জীবনদায়ী ওষুধের দাম আজ থেকে বাড়িয়ে দিল কেন্দ্র। আবার রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড বেসরকারি হাসপাতাল গুলো একনাগাড়ে রিফিউজ করে চলেছে। অর্থাৎ স্বাস্থ্য খাতে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ ভাবে সাধারণ গরীব মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে। এর প্রতিবাদে আজ বেলভিউ হাসপাতালের সামনে বিক্ষোভ প্রতিবাদ কংগ্রেসের। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলেই বেলভিউ আসেন। অথচ এই হাসপাতালেই স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করা হয়না। এর প্রতিবাদে স্বাস্থ্য সাথী কার্ড পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। 

01 April 2025 13:45 PM

Indian Museum Kolkata: একটি মেইলে জাদুঘরে মোমা আছে বলে জানানো হয়েছে। মেইলটি এসেছে ৩০ মার্চ, রবিবার ৪.৪৫ এ। ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রালে এই মেইল রবিবার এসে পড়ে ছিল ইনবক্সে। কাল সোমবার এমনিতেই যাদুঘর বন্ধ। আজ সকাল ১০ টা নাগাদ সেই মেইল চেক করা হয়।

 

01 April 2025 13:30 PM

Bankura Bus Accident: আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া এলাকায় কেঞ্জাকুড়া থেকে আসানসোল গ্রামে একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে পিছন থেকে এক নাবলক সাইকেল চালককে ধাক্কা মারে। পিছনের চাকায় পিষে যায় নাবালকের দুটি পা। এর ফলে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিস গেলে পুলিসকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। আহত ওই নাবালককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

01 April 2025 13:15 PM

Reckless Driving in Bengal: বেপরোয়া গাড়ি চালানো এবং যাত্রী তোলার জন্য রেষারেষি জাতীয় সড়কে দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রসারণের পর গাড়ির সংখ্যা এবং গতির সাথে সাথে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে, বিশেষ করে উলুবেড়িয়া, বাগনান, পাঁচলা ও ১৬ নম্বর জাতীয় সড়কে। অতিরিক্ত গতি, গাড়ি দাঁড় করানো, এবং সচেতনতার অভাবে দুর্ঘটনা বাড়ছে, তবে পুলিশ ব্যবস্থা নেওয়ার পরেও চালকদের অবহেলা কমছে না কিন্তু কেন এই বেপরোয়া ভাবে গাড়ি চালানো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

01 April 2025 13:00 PM

Joypur Forest: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সালের জঙ্গলে গত সন্ধ্যায় একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে শাবক চিতল হরিণকে। আহত হরিণটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসা করা হয়। রেঞ্জ অফিসার দুর্গা শংকর দাস জানান, গাড়ির দ্রুত গতির জন্য বারবার সচেতন করা হলেও কিছু চালক অবহেলা করছেন।

01 April 2025 13:00 PM

Nasratpur: একলাফে ভাড়া বেড়ে দ্বিগুণ, সমস্যায় জনসাধারণ, আর যার জেড়ে সকাল থেকে দফাই দফায় বিক্ষোভ, পুলিশের সাথে বচসা গ্রামবাসীদের, পুলিশ এবং গ্রামবাসীরা ও হাতাহাতিতে জড়ায়। জানা গিয়েছে শুধু মানুষের ধারা ৫ টাকা থেকে বেড়ে রয়েছে ১০ টাকা, সাইকেল মানুষের ভাড়া ৬ টাকা থেকে বের হয়েছে ১২ টাকা। মোটরসাইকেল এবং মানুষ ছিল ১৫ টাকা থেকে বাড়ি করা হয়েছে ৩০। আজ থেকে সেই ভাড়া কার্যকর হওয়ার ঘোষনার পরেই সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা বিক্ষোভ। পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় এলাকাবাসী সামাল দিতে পুলিশ কেউ হিমশিম খেতে দেখা যায়, এখনো চলছে বিক্ষোভ। 

01 April 2025 13:00 PM

Saltlake Fire Incident: সল্টলেকের কেবি ২৫ বিল্ডিং এর বেসমেন্ট এ আগুন। দমকলের তিনটে ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

01 April 2025 12:45 PM

Arambag: গরম পড়ার সাথে সাথে তীব্র জল সংকটে পড়লেন খোদ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির ওয়ার্ড এলাকার বাসিন্দারা।আরামবাগ পুরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের জল কষ্টে ওষ্ঠা গত প্রাণ। কল থাকলেও জল নেই বা ক্ষীণ পরিমাণে আসে। পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। সাবমার্সিবল বসাতে ৪০-৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। অভিযোগ পুরসভায় জানানো হলেও সুরাহা হয়নি। চেয়ারম্যান সমীর ভান্ডারি জানিয়েছেন, পাইপলাইন কাজ চলছে, সমস্যার সমাধান হবে। তবে বিজেপি কাউন্সিলর বিশ্বজিত ঘোষ হিন্দু তত্ত্ব দিয়ে কঠোর  মন্তব্য করেছেন। 

01 April 2025 12:45 PM

রাজীব চক্রবর্তী: দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার ইস্যুতে লোকসভায় সরব তৃণমূল । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য - অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হচ্ছে। কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। দুপুর ২টো পর্যন্ত মুলতবি লোকসভা অধিবেশন।

 

01 April 2025 12:30 PM

Islampur: মাছের বদলে দোলঞ্চা  নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ। নদীতে মাছ নয়, কার্তুজ খোজায় ব্যস্ত এলাকাবাসী। সোমবার বিকালে ছোটো বাচ্চারা প্রথমে কার্তুজ পায়, পরে এলাকার মানুষ খোঁজ শুরু করে। এখনও পর্যন্ত ৫০টির বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল হতেই ফের সকলে গুলি খোজা শুরু করে। আরও কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

01 April 2025 12:30 PM

SFI: কলেজে অবাধ ছাত্র নির্বাচন সহ বিভিন্ন দাবীতে কলকাতায় আইন অমান্য করতে গিয়ে মৃত্যু হয়েছিল এসএফআই এর সদস্য সুদীপ্ত গুপ্তের।২ রা এপ্রিল তার মৃত্যু দিন শহীদ দিবস পালন করে এসএফআই। শহীদ দিবসের প্রাক্কালে কলেজে কলেজে ছাত্র নির্বাচনের দাবীতে মিছিল সংঘটিত করল এসএফআই হুগলি জেলা কমিটি। ২০১৭ সালের পর রাজ্যে আর ছাত্র ভোট হয়নি।কলেজ গুলোতে বেআইনি ভাবে ছাত্র সংসদ চালাচ্ছে টিএমসিপি।তাদের হাত দিয়ে কলেজ সোসাল থেকে নবীনবরনে টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ।এর বিরুদ্ধেও প্রতিবাদ। হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবীও জানানো হয় এসএফআই এর তরফে।

01 April 2025 12:15 PM

Jhargram Elephant: হাতির হামলা ঠেকাতে গাছেই ভরসা। গাছের মগডালে মাঁচা বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা। এই ঘরগুলিই এখন গ্রামবাসী দের রুটি রুজি বাঁচাতে বড় ভরসা। বনদপ্তরের পুরোনো এবং অপ্রতুল ক্ষতিপূরণে চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দলহাতির আক্রমণ ঠেকাতে গ্রামবাসীরা পালা করে পাহারা দেন, ফোন বা আওয়াজ করে হাতির আগমন জানিয়ে একত্রিত হয়ে তাড়ানোর চেষ্টা করেন।

01 April 2025 12:15 PM

Bhatpara: ভাটপাড়ার পৌরসভার  আট নম্বর ওয়ার্ডের মহঃ হামিদ কে পিটিয়ে মারার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি ভাটপাড়া থানার পুলিস। হামিদের পরিবার অভিযোগ না দায়ের করায় তদন্তে গতি আসেনি। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার এর সাথে রাজনৈতিক সম্পূর্ণ নেই আইন আইনের পথে চলবে।  বিজেপির পক্ষ থেকে পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে পুলিস তৃণমূলের দল দাশ হয়ে কাজ করছে।

01 April 2025 12:00 PM

Summer in Krishnanagar: এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তীব্র গরমে নদীয়ার কৃষ্ণনগরে রাস্তায় লোক সংখ্যা কমে গেছে। এই মুহূর্তে  দুপুর বারোটার সময় তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি টেম্পারেচার, রোদের তাপ খুবই কড়া। যাদের রাস্তায় বেরোতেই হবে, তারাই বেরিয়েছেন, ছাতা ও নাক-মুখ ঢেকে রাস্তায় চলাচল করছেন অনেকেই। গরমে কিছু মানুষ রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন বা ঠান্ডা পানীয় খাচ্ছেন।

 

01 April 2025 12:00 PM

TMC: সিভিক ভলেন্টিয়ারের পোষাক পরে চুরি।হাওড়া পুরসভা প্রশাসকমন্ডলীর সদস্য এবং তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়িতে চুরি। সিসিটিভিতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ার পোশাক পরে কাঁধে করে পাখা চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বেলুড় ভোটবাগান এলাকায়।তদন্তে বেলুড় থানার পুলিশ।ওই দুস্কৃতি সিভিক ভলেন্টিয়ার নাকি সেই পোশাক পরে চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

01 April 2025 12:00 PM

Fire Cracker Factory Blast: বাজি ফাটানোর সময় বাজির আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটল বেলডাঙা থানার দেবপুর নওদা গ্রামে। সোমবার রাত ৯টা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে এদিন বাজি ফাটানোর সময় বাজির আগুন গিয়ে পরে প্রতিবেশীর ছাঁদে। ছাঁদে ছিল পাটকাঠি ও খড়ের পালা। আগুনে ভস্মীভূত হয়ে যায় পাটকাঠি ও খড়ের পালা। যদিও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

01 April 2025 11:45 AM

অর্ণবাংশু নিয়োগী: দিল্লী হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে কলকাতা আইনজীবীদের সমস্ত সংগঠন। আজ বিকাল ৩:৩০ পর্যন্ত বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, যিনি অনৈতিকতার অভিযোগে অভিযুক্ত, তাকে কেন কলকাতা হাইকোর্টে বদলি করা হচ্ছে? তারা অভিযোগ করেছেন, এর ফলে হাইকোর্টের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি পাঠিয়েছে আইনজীবীরা।

01 April 2025 11:45 AM

অর্ণবাংশু নিয়োগী: আগামীকাল কলেজস্কয়ার থেকে ইলেকশন কমিশন পর্যন্ত ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিজেপির মিছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা  দায়ের করা হয়েছে। দুপুর ২ টো থেকে ৬ টা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। মিছিলে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা। অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল ২ এপ্রিল শুনানি।

01 April 2025 11:30 AM

প্রবীর চক্রবর্তী: ঢোলাহাট বিস্ফোরণকাণ্ডের রিপোর্ট তলব করল নবান্ন। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাজি তৈরির অনুমতি ছিল কিনা, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। দ্রুত রিপোর্ট দিতে বলার নির্দেশ জেলা প্রশাসনকে নবান্ন সূত্রে খবর।

01 April 2025 11:30 AM

অর্ণবাংশু নিয়োগী: রাম নবমী শোভাযাত্রার অনুমতি না দেওয়ায় আদালতে মামলা করে দুটি সংগঠন। হাওড়ায় মিছিলের অনুমতি না পেয়ে তারা আলাদা আলাদা করে মামলা দায়ের করে। প্রতি বছরই আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিতে হয়। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি।

01 April 2025 11:15 AM

Siliguri Bus Accident: শিলিগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের জলপাই মোড়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২০-২৫ জন স্কুল ছাত্র-ছাত্রী। আজ সকাল সাড়ে আটটায় চলন্ত স্কুল বাসের পিছনের চারটি চাকা খুলে যায়, ফলে বাসটি রাস্তার মধ্যে থুবড়ে পড়ে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় বাসে থাকা ২০ থেকে ২৬৫ জন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী। প্রশাসনের তৎপরতায় স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, পরে অন্য একটি বাস এসে ছাত্র-ছাত্রীদের নিরাপদে স্কুলে নিয়ে যায়।

01 April 2025 11:15 AM

Dooars King Cobra: গত রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে প্রায় ১১ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করল চালসার সর্পর্প্রেমী দিবস রাই। জানা গেছে, রাত নটা নাগাদ মহল্লার গগন ছেত্রী নামের এক ব্যক্তির বাড়ির পাশে বিশাল কিংকোবরাটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা খবর দেন বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীদের। বন কর্মীরা চালসার সর্পপ্রেমী দিবস রাইকে নিয়ে ঘটনা স্থলে পৌছায়। প্রায় ঘন্টা খানেক তারপর সর্প প্রেমী দিবস রাই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় ও বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

01 April 2025 11:00 AM

অয়ন ঘোষাল: সাত সকালে অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়। ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ।  প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। তখনই ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব অটোয় ধাক্কা মারে । এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোটির ধাক্কা লাগে। গতির কারণে ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৭৫ বছরের বৃদ্ধ ও অটো চালক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

01 April 2025 11:00 AM

Sukanta Majumdar: পাথরপ্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের জন্য আমি হোম মিনিস্টার কে লিখবো। এর সঠিক তদন্ত হওয়া উচিত কারা এর সাথে যুক্ত। জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

01 April 2025 10:45 AM

Toto Accident: মেলা থেকে বাড়ি ফেরার পথে, টোটো গাড়ি উল্টে আহত ১। জানাযায় বর্ধমান জেলার জামাল পুর থেকে মেলা দেখে টোটো‌ গাড়ি করে পথে হিজুলী‌ গ্ৰামের শগুনা‌ রাস্তায় টোটো গাড়িটি উল্টে যায়। তড়িঘড়ি আহত ব্যক্তিকে বাগ‌ আঁচড়া গ্ৰামীন‌ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তিপুর হাসপাতালে পাঠায় গাড়িতে পাঁচ জন ছিলেন। আহত ব্যক্তির নাম শিবু‌ প্রামানিক।

01 April 2025 10:45 AM

Kharagpur Accident: আজ(মঙ্গলবার )ভোর রাতে ৩.৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর হাতিগেড়িয়া এলাকায় রাজ্য সড়কের পাশে ধান জমিতে উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক ,ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। সিমেন্ট লোড করে রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে হাতিগেড়িয়া এলাকায় ড্রাইভার ঘুমিয়ে গেলে গাড়ির দায়িত্ব নেয় গাড়িতে থাকা হেল্পার পরে ওই এলাকায় রাস্তার ধারে একটি ইলেকট্রিক এর সিমেন্ট খুঁটিতে প্রথমে ধাক্কা মারে ট্রাকটি পরে সামলাতে না পেরে রাজ্য সড়কের পাশে চাষ জমিতে গাড়ি উল্টে পড়ে, কোনোরকমে প্রানে বাঁচে ড্রাইভার ও হেল্পার ।ঘটনার খবর পেয়ে কেশিয়াড়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ও ট্রাকটি সরানোর ব্যবস্থা করছে।

01 April 2025 10:30 AM

TMC: তৃণমূলের পঞ্চায়েত সদস্যে সহ তার পরিবারের মারধর করার অভিযোগ তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ক্যানিংয়ের ঘুটিয়া শরীফের হালদারপাড়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছাত্তার হালদার ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল দলীয় কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, পারিবারিক সমস্যা মেটাতে গেলে মন্টু লস্কর ও আশরাফ ঘরামির নেতৃত্বে যুবকদের এক দল তার ওপর হামলা চালায়। সদস্য পালিয়ে গেলেও তার পরিবারকে মারধর করা হয়। আহতদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিস তদন্তে নেমেছে, তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে।

01 April 2025 10:15 AM

Purulia: পুরুলিয়ার লেদাবেড়া গ্রামে বজরংবলির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে সরব বিজেপি অভিযোগ, রাতের অন্ধকারে বজরংবলির মূর্তিকে ভেঙ্গে দেয় দুষ্কৃতিরা  সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিসকে খবর দেন। পুলিস ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি ঠিক করে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি শঙ্কর মাহাতো ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । মোথাবাড়ির ছায়া দেখা যাচ্ছে পুরুলিয়াতেও। ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতিদের চিহ্নিতকরণ করে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পুলিস যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে। 

01 April 2025 10:00 AM

Jalpaiguri: জলপাইগুড়ির বেলাকোবার বটতলায় শুরু হল ২৯তম মহানাম যজ্ঞ, যা চলবে এক সপ্তাহ। কলস যাত্রার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুরু হয়, কেবল পাড়ার কৃষ্ণচূড়া তালমা নদী থেকে বটতলা পর্যন্ত এই কলস যাত্রা হয়। হাজারো ভক্ত পূন্য লাভের আশায় অংশ নেন। দক্ষিণবঙ্গ থেকে আসাম পর্যন্ত বহু কীর্তনিয়া এখানে আসেন। আয়োজকদের তরফে নারায়ণচন্দ্র বসাক জানান, প্রশাসনের অনুমতি নিয়েই এই মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

01 April 2025 09:45 AM

Eid 2025: ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের। দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদাহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশন এলাকায়।মৃত যুবক, শানু লস্কর কুলতলী থানার জয়নালপুর এলাকার বাসিন্দা। জানা যায়, ঈদ উপলক্ষে কুলতলী থেকে দুই বন্ধুর সঙ্গে ডায়মন্ডহারবারে ঘুরতে এসেছিল শানু লস্কর। রাতে ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে মগরাহাট স্টেশনে ঢোকার আগেই ট্রেন থেকে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিস, মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় মগরাহাট থানার পুলিস।

01 April 2025 09:30 AM

Bengal BJP: উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে দিল্লি-দরবার। দিল্লিতে উত্তরবঙ্গের দশজন বিজেপি বিধায়ক। বিভিন্ন মন্ত্রকে সাক্ষাতের আবেদন। শুধু উত্তরবঙ্গের জন্য কেন দরবার? উঠছে প্রশ্ন।

01 April 2025 09:30 AM

Trap of Dating App: ডেটিং অ্যাপের ফাঁদ। পাঁচ হাজার টাকার বনিবনা না হওয়ায় প্রাণ গেল চারু মার্কেটের যুবকের। বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেফতার অভিযুক্ত।

01 April 2025 09:30 AM

Fog in Asansol: তীব্র গরমের মধ্যেই আসানসোলে ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার ভোর থেকেই পুরো আসানসোল ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। রাস্তাঘাটের দৃশ্য মান্যতা কমে যায়। এদিন প্রাতঃ ভ্রমনকারীরা এই কুয়াশায় দারুণ উপভোগ করেন। তবে কি কারনে এই রকম কুয়াশা তা বুঝে উঠতে পারছেন না কেওই।

 

01 April 2025 09:15 AM

Summer in Purulia: তীব্র গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়া জেলাবাসীর। গত ২৪ ঘন্টায় পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি। এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই গরমের দাপট বাড়ছে জেলা জুড়ে। হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন সকলেই। বেলা বাড়তেই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষ।

01 April 2025 09:00 AM

গত রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে প্রায় ১১ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করল চালসার সর্পর্প্রেমী দিবস রাই। জানা গেছে,  রাত নটা নাগাদ কুর্তি চা বাগানের কোঠি লাইন শ্রমিক মহল্লার গগন ছেত্রী নামের এক ব্যক্তির বাড়ির পাশে বিশাল কিংকোবরাটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা খবর দেন বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীদের। বন কর্মীরা চালসার সর্পপ্রেমী দিবস রাইকে নিয়ে ঘটনা স্থলে পৌঁছায়। প্রায় ঘন্টা খানেক তারপর সর্প প্রেমী দিবস রাই সাপটিকে কব্জা করে। পরে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, সাপটি সুস্থ ছিল সকালে সেটিকে গরুমারা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। 

 

01 April 2025 08:45 AM

নিউটাউন টোটো চালক খুনের ঘটনায় পরিবারের অভিযোগ ছিল টোটো চালকের প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে। সেই মত তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু গোটা তদন্ত গতিপথ পাল্টে যায় সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরে। পুলিস সূত্রে খবর রাস্তার একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিস। সেখানে দেখা যায় দুই নাবালক ওই টোটো করে যাচ্ছে। এর পরই ওই নাবালকদের খোঁজ শুরু হয়। সোমবার সকালে তাদের খোঁজ পায় পুলিস। তাদের কে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে খুনের কথা।

01 April 2025 08:30 AM

নিউটাউনে টোটো চালক হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিসিটিভি ফুটেজে দুই নাবালকের হদিশ। উঠে আসছে ত্রিকোণ-প্রেমের তত্ত্ব। বন্ধুকে সঙ্গে নিয়ে টোটো চালককে খুন এক নাবালকের। নিউটাউনে টোটো চালকের রহস্যমৃত্যু। দুই নাবালককে আটক। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন।প্রাথমিক অনুমান পুলিসের। 

01 April 2025 08:30 AM

সোমবার ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে রয়েছে দু’জন সদ্যজাত-সহ চার শিশু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই বাজি বানাত বণিক পরিবার। বাজি তৈরির লাইসেন্সও ছিল বলে প্রশাসন সূত্রে খবর। পুলিস সূত্রের খবর, পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় থাকে বণিক পরিবার। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ বাদে স্থানীয়েরা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি। শুরু হয় হইচই। আগুন নেবানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।

Read More