Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: প্রয়াত রেজ্জাক মোল্লা! দীর্ঘদিন অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: প্রয়াত রেজ্জাক মোল্লা! দীর্ঘদিন অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 April 2025
11 April 2025 16:00 PM

SSC Protest: লাথির পাল্টা পুলিসকে গোলাপ দিয়ে প্রতীকী প্রতিবাদ।

11 April 2025 14:45 PM

SSC: বৈঠকে চাকরিহারাদের ১২ প্রতিনিধি।

11 April 2025 14:15 PM

 

SSC: বিকাশ ভবনে SSC-র চেয়ারম্যান। একটু পরেই শুরু হবে বৈঠক।

11 April 2025 14:00 PM

fallbacks

রেজ্জাক মোল্লার মৃত্যুতে আজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

11 April 2025 13:45 PM

Dinhata: দিনহাটা ২ নং ব্লকের গোবড়াছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কামাত আবুতারা এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তে পুলিস। আবুতারা এলাকার বাসিন্দা নিতু চক্রবর্তীর বাড়ির উঠোনে একটি তাজা সুতলি বোমা দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আবুতারা পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। কে বা কারা এই বোমাটি রেখে গেছে, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

11 April 2025 12:00 PM

Tahawwur Rana: তাহাউর রানাকে NIA সদর দফতরের গ্রাউন্ড ফ্লোরে একটি কড়া নিরাপত্তায় ঘেরা সেলে রাখা হয়েছে। ১৪ বাই ১৪ ফুটের এই সেলে রয়েছে সিসিটিভি ক্যামেরা, মাটিতে বিছানা এবং একটি পৃথক বাথরুম। সেলে ২৪ ঘণ্টা গার্ড মোতায়েন, সঙ্গে ডিজিটাল সিকিউরিটি। শুধুমাত্র NIA-র ১২ জন অফিসারেরই প্রবেশাধিকার রয়েছে এখানে। আজ থেকেই শুরু হচ্ছে জেরা, যা চলবে ক্যামেরার সামনে এবং রেকর্ডিংয়ের মাধ্যমে। রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮টি সংস্থা অনুরোধ করেছে।

 

11 April 2025 12:00 PM

Jalpaiguri: করোনার সময় জলপাইগুড়ির দেবশ্রী ভট্টাচার্য ওরফে লতা নিজের জীবন বিপন্ন করে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি চালিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। আক্রান্তদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মৃতদের শ্মশানে পৌঁছনো—সবটাই করেছিলেন স্বেচ্ছাশ্রমে। বৃহস্পতিবার ময়নাগুড়িতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর হাতে বিশেষ স্মারক তুলে দেন। এর আগে আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও উপস্থিত হতে পারেননি। সম্মান পেয়ে দেবশ্রী জানান, "মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই কাজ করেছি। এটাকে গর্ব নয়, দায়িত্ব বলে মনে করি।”জলপাইগুড়িবাসীর কাছে ‘লতাদি’ নামে পরিচিত দেবশ্রী ২২ বছর ধরে গাড়ি চালান। কোভিড পর্বে তাঁর মানবিক কাজের স্বীকৃতি মিলল এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও।

11 April 2025 11:45 AM

Jalpaiguri: ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলে একমাত্র শিক্ষকের মৃত্যু ও গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের পর কার্যত বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। স্কুল চালানোর জন্য সৌমিতা রায় পার্শ্ববর্তী স্কুলের এক শিক্ষিকাকে সাময়িককালের জন্য দেওয়া হয়েছিল দায়িত্ব। মাত্র ৭ জন পড়ুয়ার মধ্যে ৬ জন টিসি নিয়ে চলে গেছে, একজন অনুপস্থিত। শিক্ষক ও পড়ুয়ার অভাবে স্কুল চালানো অসম্ভব হয়ে পড়েছে।

11 April 2025 11:30 AM

Saltlake: সল্টলেকে প্রায় ১২০০ পুলিস মোতায়ন করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। বিশৃঙ্খলা এড়াতে বিধাননগর পুলিসের সঙ্গে ব্যারাকপুর ও বারুইপুর থেকে বাড়তি ফোর্স আনা হয়েছে। ১২ জন ডিসি, ২২ জন এসিপি সহ একাধিক আধিকারিক নজরদারিতে। মোতায়েন রয়েছে RAF, মহিলা পুলিস, কাঁদানে গ্যাস। চলছে ক্যামেরা ও ড্রোনে নজরদারি, মেট্রো স্টেশনেও বাড়তি সতর্কতা। পুলিশের অনুমান, প্রায় ৮ হাজার মানুষের জমায়েত হতে পারে।

11 April 2025 11:30 AM

SSC: কসবার ঘটনায় দুটি এফআইআর রুজু হয়। একটি পুলিসের স্বতঃপ্রণোদিত মামলা অন‍্যটি ডিআইয়ের করা মামলা। দ্বিতীয় মামলা অর্থাৎ ডিআইয়ের করা মামলার তদন্তের দায়িত্বে সেই অফিসার যে অফিসারকে দেখা গেছে এক শিক্ষককে লাথি মারতে। সেই অফিসার রিটন দাসকেই ডিআইয়ের অভিযোগ করা মামলার তদন্তকারী অফিসার করা হয়েছে।

11 April 2025 11:00 AM

SSC: শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিলের পর পুরুলিয়ার মানবাজারের গোপালনগর আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার অভাবে পঠনপাঠন ব্যাহত। ৫ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। ১৬১০ ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ে বর্তমানে মাত্র ২১ জন শিক্ষক ও ১ জন কর্মী রয়েছেন। বিজ্ঞান বিভাগ প্রায় শিক্ষকশূন্য। যেখানে দরকার ৪১ জন, সেখানে কম শিক্ষক নিয়েই চালাতে হচ্ছে পড়াশোনা, উদ্বেগে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

11 April 2025 11:00 AM

Waqf Bill: আক্রান্ত যখন ওয়াকফ বিল, সেই ওয়াকফ বোর্ড দাঁড়ালো SMA আক্রান্ত একটি ছোট্ট শিশু আদৃতির সাহায্যে। আগামীকাল চেতলা মসজিদ থেকে জুম্মার নামাজের পর দুপুর ১.৩০ নাগাদ আদৃতির মা সোমা মন্ডল এর হাতে চেক তুলে দেওয়া হবে। উপস্থিত থাকবেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কলকাতার মেয়র এবং চেতলা মসজিদের মোতয়াল্লি ফিরহাদ হাকিম।

 

11 April 2025 11:00 AM

Rajarhat: বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন, সেই থেকেই মানসিক অবসাদ। তার জেরেই কি মাকে নৃশংস ভাবে খুন করল গুণধর ছেলে? গলায় ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজের কাছে একটি বহু্তল আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিস অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে আটক করেছে। মৃত মায়ের দেহটি উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে নিয়ে গেছে ও খুনে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করেছে পুলিস।

11 April 2025 10:45 AM

Hanuman Jayanti: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলের অনুমতি হাই কোর্টের। কলেজ স্ট্রিট থেকে হরি ঘোষ পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন আদালত। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন মিছিলে। PVC দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহারের নির্দেশ। ডিজে ব্যবহার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের। শুভেন্দু অধিকারী যোগ দিতে পারবেন এই মিছিলে। হনুমান জন্মোৎসব উদযাপন সমিতিকে অনুমতি দিয়েছে আদালত।

11 April 2025 10:30 AM

Purba Medinipur: পূর্ব মেদিনীপুর ভগবানপুরের সরবেড়িয়াতে রাতে মিনি ফুটবল চলাকালীন হঠাৎ করে ঝড়ের তান্ডবে লাইট পোস্ট ভেঙ্গে তাতেই চাপা পড়ে আহত প্রায় দশ জন। চন্ডীপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের ।

 

11 April 2025 10:15 AM

Partha Chatterjee: আজ পার্থর জামিন মামলার রায়। প্রাথমিক নিয়োগ সিবিআই মামলায় বিশেষ আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

11 April 2025 10:15 AM

Siliguri: ২০২২ সালে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ির ভক্তি নগর থানা এলাকার বাসিন্দা এক অভিযুক্ত প্রতিবেশী নাবালিকা কে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পরে ঘটনার কথা পরিবার জানতে পেরে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত কে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তি কে কুড়ি বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন বিচারক। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবার কে পাঁচ লক্ষ টাকা সাহায্য করার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানিয়েছেন। 

 

 

11 April 2025 09:45 AM

Pradip Mazumdar: আবারও কেন্দ্র-রাজ্য বকেয়া নিয়ে সংঘাত। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর অভিযোগ, কেন্দ্রের কাছে রাজ্যের ৩০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়া মেটাবেন না বলেই কেন্দ্রীয় মন্ত্রী সাক্ষাৎ এড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।

11 April 2025 09:45 AM

Suvendu Adhikari: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের মোথাবাড়ি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে প্রথমে বাধা সৃষ্টি হয়। মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আর্জিতে শর্তসাপেক্ষে সায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ মোথাবাড়িতে যাচ্ছেন শুভেন্দু, সঙ্গে থাকবেন একজন বিধায়ক এবং মাত্র একজন নিরাপত্তারক্ষী।

11 April 2025 09:45 AM

SSC Protest: আন্দোলনের মধ্যেই এসএসসি ভবনের সামনে অনশন, হকের দাবিতে ফের পথে নামছেন চাকরিহারারা। আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল, মিছিল শেষে শিক্ষামন্ত্রী ও SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। ইতিবাচক বার্তা না পেলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান, বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা 

11 April 2025 09:45 AM

Weather: আজ ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়। কয়েক দিন তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির ও কলকাতায় রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর হাত ধরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে।

11 April 2025 09:30 AM

TMC SSC Protest: চাকরি বাতিল ইস্যুতে আজ পাল্টা পথে তৃণমূল। বাংলায় রাজনৈতিক চাপানউতোর বিরোধীরা আক্রমণ শানাচ্ছে শাসকদল তৃণমূলকে। বিজেপি এবং সিপিএমকে দুষে পাল্টা আক্রমণ। বুধবার কলকাতায় পথে নামে তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্ব। এ বার রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল শিবির আজ ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল রয়েছে তৃণমূলের।

11 April 2025 09:30 AM

Tahawwur Rana: ২৬/১১ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরায় NIA। রানাকে ফিরিয়ে এনে বিবৃতি দিয়েছে তদন্তকারী সংস্থা। ১৮ দিনের NIA হেফাজতে রাখা হয়েছে তাহাউর রানাকে। অবশেষে তাহাউর রানার ১৭ বছরের খেল খতম।

11 April 2025 09:15 AM

Jaynagar: জয়নগরের উত্তর দুর্গাপুরে ইলেকট্রিক শকে মৃত্যু হল জুলফিকার শেখের (৩৪)। সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঝুলে থাকা তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিস।

11 April 2025 09:00 AM

Jalpaiguri: আজ জলপাইগুড়ি PF অফিস ঘেরাও কর্মসূচিতে প্রায় দশ হাজার লোক সমাগমের প্রস্তুতি INTTUC-এর। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী মলয় ঘটক থাকবেন উপস্থিত। PF সমস্যা সহ একাধিক দাবিতে এই আন্দোলনে সামিল হবেন চা শ্রমিকরা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জুড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের জোর প্রচার চলছে। আসামমোর, করলাভ্যালি চা বাগান, সঙ্কোষ, এলেনবাড়ি-সহ বিভিন্ন জায়গায় কর্মীসভা ও গেট মিটিংয়ে অংশ নিয়েছেন শতাধিক শ্রমিক। তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আয়োজন তৃনমুল চা বাগান শ্রমিক ইউনিয়ন। 

11 April 2025 08:45 AM

Bankura: চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে সোনামুখী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর। বিধায়ক কার্যালয় থেকে একটি মিছিল করে সোনামুখীর থানায় গিয়ে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। তিনি বলেন, “আইন মেনে আপনারা প্রত্যেকেই অস্ত্র রাখুন, পুলিস আপনাদের রক্ষা করতে পারবে না।” তাঁর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল বলে, বিধায়ক পাগল হয়ে গেছেন, এটাই বিজেপির কালচার।

11 April 2025 08:45 AM

 South 24 Parganas: ভাঙড়ের কোচপুকুর এলাকায় রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের মতে, আচমকাই আগুন লাগে এবং তড়িঘড়ি পুলিস ও দমকলকে খবর দেওয়া হয়। উত্তর কাশিপুর থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা, তদন্ত করছে পুলিস। ঘটনাস্থলে ছুটে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। 

11 April 2025 08:30 AM

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আজ তিনটের সময় বিকাশ ভবনে ফের চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি বসতে চলেছে সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি হারাদের দাবিগুলো শুনতে । তাদের নিয়ে বৈঠকে বসতে শিক্ষামন্ত্রীকে বলেছিলেন তিনি। সেই অনুযায়ী ঠিক হয় আজকে বৈঠকে বসার কথা। কিন্তু নেতাজি ইন্দোরের অনুষ্ঠানের পরে ঘটে গিয়েছে কসবার ঘটনা । যে ঘটনায় নেতাজি ইন্দোরের মঞ্চে উপস্থিত চাকরি হারারাও আহত হয়েছেন বলে দাবি । সেই পরিস্থিতিতেই আজ এই বৈঠক। স্কুল সার্ভিস কমিশনের সামনে ইতিমধ্যেই অনশনেও বসেছেন চাকরি হারারা। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও। এছাড়া আইনজীবীরা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে এমনটাই জানা যাচ্ছে। 

Read More