Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত! জরুরি ভিত্তিতে বসছে আদালত...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত! জরুরি ভিত্তিতে বসছে আদালত...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

12 April 2025
12 April 2025 16:00 PM

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত। জরুরি ভিত্তিতে বসছে আদালত।

আদালতের দারস্থ বিরোধী দলনেতা। অশান্তিপ্রবণ জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একগুচ্ছ দাবি জানিয়ে দায়ের মামলা। মামলা শুনবেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

শনিবারই বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

12 April 2025 15:45 PM

Waqaf Protest: ওয়াকফ বিল বাতিলের দাবীতে বাঁকুড়ার নতুনগ্রামে বিশাল জমায়েত করে বিক্ষোভ। বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম মোড়ে বিশাল জমায়েত করে বিক্ষোভে সামিল হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ওয়াকফ বিলের মাধ্যমে সম্পত্তি থেকে এবার মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রের সরকার। অবিলম্বে এই ওয়াকফ বিল প্রত্যাহার না করা হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, বলে দাবী করেন মুসলিম সম্প্রদায়

12 April 2025 15:45 PM

Tarapith Incident: দোকানের গোডাউনে আগুন লাগার ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে একটি হোটেলের সামনে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি থেকে আগুন লেগেছে সেটি এখনো স্পষ্ট না। গোডাউনে মজুত ছিল বিয়ারের বোতল সেই কারণেও আগুন আরও ছড়াতে পারে।

12 April 2025 15:30 PM

শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ির প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য।

12 April 2025 14:00 PM

ওয়াকখ নিয়ে উত্তাল মুর্শিদাবাদের একাধিক জায়গা। সামশেরগঞ্জে চলে গুলিও। BSF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ ২। কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি, দাবি ADG আইনশৃঙ্খলার। এরই মাঝে সবাইকে শান্ত থাকার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

"সবার কাছে আবেদন

সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান,  রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।
আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?
আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।
কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।
আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।"

 

12 April 2025 13:30 PM

SSC Protest Update: মুর্শিদাবাদের শুতিতে পুলিসের ওপর আক্রমণ চালায় বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে ৪ রাউন্ড গুলি চালান।যেখানে ২ জন আক্রান্ত হন। তবে, সন্ধ্যের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এডিজি জাভেদ শামিমের মতে, সকালে জঙ্গিপুরে সম্ভবত বিএসএফ এর জওয়ানরা ১ রাউন্ড গুলি চালিয়েছে। সেখানেও ১ জন জখম হয়েছেন। কিন্তু, তারা ৩ জনেই এখন বিপদমুক্ত। ইতিমধ্যেই ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।  

12 April 2025 12:45 PM

Barasat Incident: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে মারধর। ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত অঞ্জন ধর নামের ব্যক্তি। ঘটনাটি ঘটে বারাসাত নবপল্লীর পার্কের মাঠ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলা এর আগেও পরিবারের বাকি সদস্যদের কাছ থেকে আক্রান্ত হয়েছেন। এর প্রমাণ রাখতেই সম্প্রতি ওই নির্যাতিত মহিলা লুকিয়ে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন প্রমাণের জন্য। 

12 April 2025 12:30 PM

Bankura Incident: হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের,চরম দুশ্চিন্তায় কৃষকেরা। ক্ষয়ক্ষতি সরেজমিনে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতি। যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেইসমস্ত এলাকার ফসল মাড়িয়ে নষ্ট করেছে। সকালে হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন।

12 April 2025 12:30 PM

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26 হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা।এর ব্যাপক প্রভাব পড়েছে আসানসোলের বারাবনি ব্লকের দোমোহানি কেলেজোড়া হাইস্কুলে।এই স্কুলের চারজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি চাকরি হারিয়েছেন।এরফলে প্রধান শিক্ষকই স্কুলের ঘন্টা বাজাচ্ছেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের দোমোহানি কেলেজোড়া হাইস্কুল।এই স্কুলে 1658 জন ছাত্রছাত্রী রয়েছে।শিক্ষকের সংখ্যা ছিল 22 জন।কিন্ত সুপ্রিম কোর্টের রায়ে 4 জন শিক্ষকের এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে।এখন বর্তমানে 18 জন শিক্ষক রয়েছেন।এরফলে চরম সমস্যায় পড়ছেন স্কুল কর্তৃপক্ষ।স্কুলের প্রধান শিক্ষককে ঘন্টা বাজানো থেকে স্কুলের তালা খোলা এবং তালা বন্ধ করা সহ সমস্ত কিছুই কাজ করতে হচ্ছে।এমনকি পরীক্ষার সময় ক্লাসে ক্লাসে খাতা পত্র পোচ্ছানোর কাজ প্রধান শিক্ষক কে করতে হচ্ছে।স্কুলের প্রধান শিক্ষক মৃনালজোত্যি গাঙ্গুলি বলেন চারজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী চাকরি হারিয়েছেন।দুইজন সায়েন্স এবং দুইজন আর্টস্ বিভাগের শিক্ষক ছিলেন।এই চারজন শিক্ষক ই দ্বাদশ শ্রেণির শিক্ষক ছিলেন।এরফলে আগামীদিনে দ্বাদশ শ্রেণীর এই বিভাগ গুলো কিভাবে পঠন পাঠন হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।অন্যদিকে গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় ঘন্টা বাজানো থেকে স্কুলের যাবতীয় কাজও করতে হচ্ছে।

12 April 2025 11:15 AM

Canning Incident: আবারও পিটিয়ে খুন করা হল যুবককে। ক্যানিং পূর্ব বিধানসভার বাকরি গাজীপুর এলাকায় কয়েকজন দুষ্কৃতি বেধড়ক মারধর করে এবং মারধর করে তাকে মেরে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনাটির  তদন্তে চন্দনেশ্বর থানার পুলিস। 

12 April 2025 10:45 AM

Nadia Incident: ধ্বংস স্তুপে পরিণত হয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত চরকা বাড়ি। নদিয়ার রানাঘাটে আনুলিয়ার এই বাড়িতে এসেছিলেন মহাত্মা গান্ধী। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চরকায় সুতো কাটা শিখিয়েছিলেন। তখন থেকেই এই বাড়ির নাম অম্বরচরকা। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই বাড়ি। 

12 April 2025 10:45 AM

Kakdeep Incident: কাকদ্বীপের মন্ডল সভাপতি ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দল। নকিব উদ্দিন গাজীকে মন্ডল সভাপতি মেনে না নেওয়ার বচসায় জড়িয়ে পড়ল বিজেপির সমর্থকরা। বিষয়টি রাজ্য কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে মন্ডল সভাপতি নির্বাচিত করা হয়নি বলে  তাঁদের অভিযোগ। আর সেই নিয়েই আবারও গন্ডগোল শুরু হল কাকদ্বীপের বিজেপির পার্টি অফিসের সামনে।

12 April 2025 10:30 AM

Razzak Molla: রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার জীবনাবসান। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মজীবনের পর গতকাল নিজের বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বিকাল ৫ টায় নিজের বাড়িতেই শেষ কৃত্য সম্পূর্ণ হবে। বামেদের তরফ থেকে বন্ধু কান্তি গাঙ্গুলী সহ দলের সংগঠনের নেতারা আসেন। মন্ত্রী ফিরাদ হাকিমেরও আসার কথা আছে।

12 April 2025 10:15 AM

SSC Protest: প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল জলপাইগুড়ির রাজগঞ্জে। ফাটাপুকুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে রাজগঞ্জ পোস্ট অফিস মোর পর্যন্ত এই মিছিলে পা মেলায় রাজগঞ্জ বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুপ্রিয় চন্দ্র, ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, রূপালী দে সরকার সহ কয়েকশো কর্মী ও সমর্থক। 

12 April 2025 09:45 AM

Jalpaiguri Incident: 'যারা যারা বিক্ষোভ দেখাবে, তাদের পরে দেখে নেবো।' - খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের হুমকি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে গ্রামবাসীদের না জানিয়ে, সলিড এন্ড প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের একটি পাইলট প্রোজেক্ট তৈরি হয়। যার জেরে এলাকার মানুষ দুর্গন্ধে টিকতে পারছেন না। ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা। মন্ত্রী প্রদীপ মজুমদার পরিদর্শন আসবেন শুনে এলাকাবাসীরা রাস্তা আটকে  বিক্ষোভ শুরু করেন। এরপরই এলাকার প্রধান বাবলু রায় উপস্থিত সংবাদ মাধ্যমকে খবর করতে বারণ করেন এবং এলাকাবাসীদের হুমকি দেন। 

12 April 2025 09:30 AM

Bankura Incident: গভীর রাতে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গলে প্রবেশ করল ৪০-৫০ টি হাতির একটি দল। এই ঘটনায় ধান, তিল,বাদাম,সহ একাধিক শাকসবজি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকেরা। সতর্ক গড়বেতা রেঞ্জের বন দপ্তরকর্মীরাও। গ্রামবাসী হুলা জ্বালিয়ে হাতির পালকে ঘিরে রাখার চেষ্টা করছে।

12 April 2025 09:30 AM

Canning Incident: ত্রিকোণ প্রেমের জেরে দুই যুবককে মারধর করার অভিযোগ উঠল প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে। স্থানীয় সুত্রে খবর, ধলীরবাটী এলাকায় ত্রিকোণ প্রেমের সমস্যায় পল্লব মন্ডল ও দাঁড়িয়ার সুন্ধিপুকুরিয়া গ্রামের সুজয় হালদারকে আচমকা বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম ওই দুই যুবক ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

12 April 2025 09:00 AM

করুণাময়ী আচার্য ভবনের সামনে সারারাত বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের। এরপর সেখান থেকে গান্ধী মূর্তির দিকে ক্রমশ এগিয়ে, সেখানেই অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা।

12 April 2025 08:45 AM

প্রগতি ময়দান থানা এলাকায় রাত আনুমানিক ১১ টা নাগাদ  মেট্রো পলিটান বাইপাস ধাবায় বস্তি তে আগুন একাধিক ঝুপড়ি আগুন। খবর দেওয়া হয় দমকল কে ঘটনার দমকলের পরপর চারটি ইঞ্জিন এসে ঘণ্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে দমকলের কর্মীরা। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর না থাকলেও আতঙ্ক ছড়ায় এলাকার।

12 April 2025 08:45 AM

ওয়াকফ-অশান্তিতে থমথমে সুতি। গতকাল সুতির সাজুর মোড়ে বাসে ভাঙচুর চলে। সাজুর মোড়ে বাসে ভাঙচুর আগুন। রাস্তায় পড়ে অগ্নিদগ্ধ বাস, গাড়ি। সুতির সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হন এক কিশোর। আক্রান্ত হন ফরাক্কার SDPO । আক্রান্ত হন বহু পুলিস কর্মীও । ভারতীয় সংহিতায় ১৬৩ নম্বর ধারা লাগু। পরিস্থিতি সামাল দিতে BSF মোতায়েন। 

Read More