Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: পরিস্থিতি ভয়াবহ, মহিলাদের উপর নির্যাতন আমরা মানব না: জাতীয় মহিলা কমিশন

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: পরিস্থিতি ভয়াবহ, মহিলাদের উপর নির্যাতন আমরা মানব না: জাতীয় মহিলা কমিশন
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

18 April 2025
18 April 2025 14:30 PM

Kolkata Medical College: কলকাতা মেডিকেল কলেজে গেট ভেঙে বিপত্তি, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিসের ব্যারিকেড। 

18 April 2025 13:15 PM

NHRC সদস্য বেরিয়ে যেতেই পুলিসকে ঘিরে বিক্ষোভ শরণার্থীদের। 

 

18 April 2025 13:15 PM

Parkstreet: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, পার্ক স্ট্রিটে কুঈন্স ম্যানসনে আগুণ। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

18 April 2025 12:45 PM

Jalpaiguri: সম্প্রীতির মেলবন্ধন লক্ষ্য করা গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম সিঙ্গিমারি এলাকায়। দিনমজুর মোশারফ আলি মেয়ের বিয়ের খরচ না জোগাতে পেরে সমাজসেবী রবিউলের সাহায্য চান। রবিউলের উদ্যোগে ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের সহযোগিতায় বিয়ের ব্যবস্থায় সহায়তা করা হয়। উপস্থিত ছিলেন আইসি-সহ বিভিন্ন বিশিষ্টজন। আনন্দিত পাত্রীপক্ষ ও গ্রামবাসী।

18 April 2025 12:45 PM

টার্গেট ২০২৬ নজরে, দুর্নীতি ও হিন্দুত্বকে অস্ত্র করে লড়াই জোরদার করতে চায় বিজেপি। ২৪ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। তার আগেই আজ বঙ্গ বিজেপির বৈঠক, সভাপতির মনোনয়ন জমা পড়তে পারে আজই। সপ্তাহের মধ্যেই রাজ্য ও সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা সম্ভাবনা।

18 April 2025 12:15 PM

Nadia: নদিয়ার গয়েশপুরে বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সমীর কুমার মজুমদারকে। দিদির দূত কর্মসূচিতে বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি অভিযোগ করেছেন, এটি রাজনৈতিক চক্রান্ত ও নির্বাচন কমিশনের গাফিলতির ফল। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

18 April 2025 12:15 PM

Dilip Ghosh: ৬১ বছর বয়সে দিলীপ ঘোষের বিয়েতে খুশি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বলেন, নেমন্তন্ন পেলে ভালো লাগত, খাওয়ার ইচ্ছাও ছিল। পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানান, আগের ইনিংস আর এই ইনিংস ভিন্ন। শুভেন্দু অধিকারীকে নাম না করে কটাক্ষ করেও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান তিনি।

18 April 2025 12:00 PM

Ranaghat: রানাঘাট জেলার শিমুরালির সুতারগাছিতে ভেজাল গুড় তৈরির কারখানায় হানা দিল পুলিস। উদ্ধার হয়েছে ২৬৭ টিন ভেজাল গুড় ও ২৪ টিন পচা রসগোল্লার রস, আটক কারবারি রাজেশ কুমার সাউ। অভিযোগ, দীর্ঘদিন ধরে কেমিক্যাল মিশিয়ে নকল গুড় তৈরি করছিলেন তিনি, যা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হতো। না ছিল ফুড সেফটি লাইসেন্স, না অগ্নি নির্বাপনের ব্যবস্থা। ডিএসপি লক্ষ্মী নারায়ণ দে জানিয়েছেন, এই কেমিক্যাল শিশুদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক, এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।

18 April 2025 11:45 AM

Dilip Ghosh: দিলীপের বিয়েতে শাড়ী, ধুতি, মিষ্টি উপহার সুকান্তর। 

18 April 2025 11:45 AM

Dakshin 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, কুলপি ও রায়দিঘিতে অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে চাষের জমিতে জল জমে পাকা ধান নষ্ট হচ্ছে। খরো মরশুমে কাটা ধান মাঠে পড়ে থাকায় বড়সড় ক্ষতির মুখে চাষিরা। ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের।

18 April 2025 11:30 AM

Jalpaiguri: জলপাইগুড়ির করলা নদী আজ শ্বাসরুদ্ধ—নোংরা, আবর্জনা, কচুরিপানায় ঢেকে বাড়ছে দূষণ। এই অবস্থায় ক্ষুব্ধ বাসিন্দারা পুরসভা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ, কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষের কারণেই এমন দশা। যদিও পুরসভার দাবি, করলাকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ফের আশ্বাস দিয়েছেন হাল ফেরানোর।

18 April 2025 11:15 AM

Dilip Ghosh: বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করছেন, এ খবর রাজ্যে চর্চিত। তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ এটি প্রকাশ করেন। চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদার দিলীপ ঘোষকে বিবাহিত জীবন সুখের হোক এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার রাজনৈতিক জীবন এগিয়ে যাক এই কামনা করেছেন।

 

18 April 2025 11:15 AM

Ashoknagar: অশোকনগরের শেরপুর মোরে ডেলিভারি বয় আকাশ তলাপাত্রের বাড়িতে আগুন লাগে। ঘরে কেউ না থাকায় স্থানীয়রা দরজা ভেঙে আগুন নেভাতে চেষ্টা করেন, দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সব আসবাব ও নথি পুড়ে যায়। অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন।

18 April 2025 11:00 AM

Dakshin 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোপালনগরে ব্যাংক লোন না শোধ করায় গ্রাহক খোকন মণ্ডলের বাড়ি সিল করল ব্যাংক। ২০১৯ সালে ৮ লক্ষ টাকার লোন নিয়ে কিস্তি না মেটানোয় সুদে আসলে দাঁড়ায় ২২ লক্ষ টাকা। বহুবার নোটিশের পরও টাকা না মেটানোয় পুলিস ও ব্যাংক আধিকারিকরা বাড়ি খালি করে সিল করেন।

18 April 2025 10:45 AM

Jalpaiguri Weather:উত্তরের জলপাইগুড়িতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঠান্ডা হাওয়া বইছে। বৃষ্টির কারণে কিছুটা গরমের হাত থেকে রেহাই পেয়েছে জেলা বাসী।

18 April 2025 10:45 AM

মালদহে পৌঁছলে NHRC-র প্রতিনিধি দল। 

18 April 2025 10:30 AM

Canning: ক্যানিংয়ের আয়ুবনগরে বাজ পড়ে ডাব গাছে আগুন, বিরল দৃশ্য! বরাতজোরে প্রাণে বাঁচলেন অনেকে।

18 April 2025 10:15 AM

Waqf Protest: সোনপুর বাজারে ওয়াকফ আইনের প্রতিবাদে পুলিসকে মারধর ও গাড়ি জালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর, এবার গন্ডগোলের আগে পুলিস আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ ও আটক করার ভিডিও ভাইরাল হলো।

18 April 2025 10:00 AM

Narendra Modi: ২৪ তারিখই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

18 April 2025 10:00 AM

Bengal BJP: টার্গেট ২০২৬..  একদিকে দুর্নীতি অন্যদিকে হিন্দুত্ব অস্ত্র এ শান এই জোড়া কায়দায় শাসক দলের বিরুদ্ধে লড়াই আরও ঝাঁজালো করতে চাইছে গেরুয়া শিবির। ২৪ তারিখই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী। তার তার আগে আজকেই বঙ্গ বিজেপির বৈঠক। সব জেলার সভাপতি, ইনচার্জদের ডাকা হয়েছে আজকের বৈঠকে। সূত্রের খবর রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়নও দাখিল হতে পারে আজ। চলতি সপ্তাহেই সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার কথা। তারপরেই ঘোষণা হতে পারে এই রাজ্য এর সভাপতির নামও।

18 April 2025 09:15 AM

Weather Update: আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। চলবে রবিবার পর্যন্ত।  সোমবার মেঘলা আকাশ, তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী বুধবার থেকে। বৃষ্টি না হলে রাতের তাপমাত্রা  সামান্য বাড়তে পারে। বেলা বাড়লে ফের চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি। সোমবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে
 

18 April 2025 09:00 AM

Murshidabad: মুর্শিদাবাদের গ্রাউন্ডজিরোয় জোড়া জাতীয় কমিশন। আজ পরিস্থিতি খতিয়ে দেখতে ও অশান্তির তদন্তে মুর্শিদাবাদ যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের দল। 

 

18 April 2025 08:30 AM

NCW Bengal Visit: পরিস্থিতি ভয়াবহ, মহিলাদের উপর নির্যাতন আমরা মানব না। মালদা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাল জাতীয় মহিলা কমিশন। তাঁদের স্পষ্ট বক্তব্য, রাজ্যে সাম্প্রদায়িক হিংসার বলি প্রচুর মহিলা। পরিস্থিতি আঁচ করতে এসেছে জাতীয় মহিলা কমিশন। ভীত সন্ত্রস্ত মহিলাদের সঙ্গে দেখা করব। শরণার্থী শিবিরে যাব। সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কথা বলে জানব, ডিটেল নেব, রিপোর্ট দেব। এক জেলা থেকে আরেক জেলায় মানুষ পালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ। বাকিটা পরিস্থিতি খতিয়ে দেখে জানাব।

18 April 2025 08:00 AM

NCW Bengal Visit: ওয়াকফ ইস্যুতে মালদা, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এলাকা পরিদর্শন করতে জাতীয় মহিলা কমিশনের টিম আজ মালদা পৌঁছে প্রথমে যাবে বৈষ্ণবনগরে। পরে পারলামপুর ধুলিয়ান নগরে গঙ্গার পাশে যে স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন, সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবে। আগামীকাল যাবেন মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন ও কথা বলবেন। টিমে রয়েছেন বিজয়া রাহাতকার, শিবানী দে ও অর্চনা মজুমদার।

18 April 2025 07:30 AM

Mamata Banerjee: গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

18 April 2025 07:30 AM

West Bengal News Update: মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ দিনের সফরে রাজ্যে জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার রাতেই শহরে এসে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাশাতকার, ডেপুটি সম্পাদক ডা. শিবানী দে সহ অনেকে। মোট ৩ দিনের সফরে আজ মালদা থেকে শুরু করবেন সফর। পরে মুর্শিদাবাদ যাবেন।

18 April 2025 07:15 AM

Rudranil Ghosh: প্রশাসনের উচিত আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানো। মুম্বাই থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে মালদা এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া দিলেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, প্রশাসনের উচিত আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানো। মানবাধিকার কমিশন আসায় হয়তো পরিস্থিতির উন্নতি হবে- আক্রান্তদের সুরাহা হবে।

Read More