জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Mamata Banerjee: মুর্শিদাবাদে অশান্তির আবহে রাজ্য়বাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই খোলা চিঠিতে বিজেপি, আরএসএসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন দুর্বত্তদের কড়া হতে দমন করা হবে। রাজ্যে প্ররোচনা দেওয়ার জন্য আরএসএসের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। রাজ্যে কুশ্রী মিথ্যের প্রচার চলছে। এরা ডিভাইড অ্যাড রুলের খেলা খেলতে চায়।
Balurghat: বালুরঘাটে সুকান্তর মিছিলে তুলকালাম। মুর্শিদাবাদ ঝামেলায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করে বিজেপি সমর্থকরা। সেখানে ধুন্ধুমার পুলিসের সঙ্গে। লাঠি নিয়ে তাড়া করতে বাধ্য হয় পুলিস। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা মিছিল সমর্থকদের। জেলাশাসকের দফতরের সামনে ছড়ালো তুমুল উত্তেজনা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক।
Sayani Das: কালনার জলপরী সায়নী দাসের মুকুটে নয়া পালক। ষষ্ঠ সিন্ধু জয় করল কালনার সায়নী। পাঁচটা চ্যানেল জয় করার পর ৩ ঘণ্টা ৫১ মিনিটে জিব্রাল্টার জয় করল সায়নী
Canning Incident: বন্দুকের বাঁট দিয়ে পঞ্চায়েত সদস্যকে ‘মারধর’ করার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত আরেক তৃণমূল কর্মীও। ক্যানিংয়ের জীবনতলা ঘুটিয়ারি শরিফ এলাকার ঘটনার তদন্তে নেমেছে ঘুটিয়ারি শরিফ থানার পুলিস
Dhapa Incident: ধাপার ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করল কলকাতা পুরসভা। পুর কর্তৃপক্ষের তরফে জেনারেল ডায়েরি করা হয়। গোটা ঘটনায় ধাপা নিউ গ্যারেজের সিকিউরিটি বাড়াচ্ছে কলকাতা পুরসভা। পুর কমিশনার দফতর সূত্রে খবর, সিসিটিভির পরিমাণ বাড়ানো হচ্ছে। একইসঙ্গে পাঁচিলের উচ্চতা বাড়ানো যায় কিনা তা নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রসঙ্গত, গতকাল রাতে ১২ টা থেকে ১ টা নাগাদ ধাপা নিউ গ্যারেজ এ ২০ থেকে ২৫ জন দুষ্কৃতীরা হানা দিয়ে মাল পাচাররের চেষ্টা করছিল। সিকিউরিটি বাধা দিলে তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ও আহত করে। সিকিউরিটির নাম অনাদি ত্রিপাঠী।
Dilip Ghosh: বিয়ের পরের দিন প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। ইকো পার্কে কেক কেটে জন্মদিন পালন নতুন জীবনের শুভেচ্ছা প্রাতঃভ্রমণকারীদের। বিয়ের পরেরদিনই জন্মদিন পালন করলেন তিনি
Durgapur: দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চলল গুলি। হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। রোগীর পরিবারে সদস্যই গুলি চালিয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। খবর পেয়েই ঘটনাস্থলে রাতেই ছুটে যায় পুলিস
Bhangar Incident: ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন ও ভাঙচুর। আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। তদন্তে পুলিস। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার। শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে রেখেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ নিয়ে এখনও আইএসএফ-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Gangasagar: গঙ্গাসাগরে বজ্রাঘাতে মৃত্যু গৃহবধূ ও এক গৃহপালিত পশুর। সাগরদ্বীপের ধবলাট লালপুরে বজ্রাঘাতে মৃত্যু হল বছর চল্লিশের এক গৃহবধূর। জানা গিয়েছে ওই মহিলার নাম মনি কর। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় জমিতে বেঁধে রাখা গৃহপালিত পশু গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় আচমকাই বজ্রপাত ঘটে। আর সেই বজ্রপাতের ফলেই একটি গরু এবং ওই মহিলা জ্ঞান হারায়। পরে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
Bratya Basu: বিজেপি একটাই ভাষা বোঝে সেটা অস্ত্রের ভাষা। বিজেপির ডিএনএ-তে অস্ত্র আছে। ১৯২৫ সালে যখন আরএসএসের জন্ম হয় সেই সময়ও বলা হয়েছিল অস্ত্র তুলে নেওয়ার কথা। এমনটাই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুর্শিদাবাদের যা হয়েছে সেটা বিজেপির তৈরি করা একটা লড়াই। এটা রাজ্য সরকারের কোনও ব্যর্থতা নয়। বিজেপি বহিরাগত লোক এনে মুর্শিদাবাদে ঝামেলা পাকানোর চক্রান্ত করেছিল। মুর্শিদাবাদের লোক তা প্রতিহত করেছে। পাশাপাশি প্রশাসনও ভীষণ তৎপর। দাবি করেন ব্রাত্য বসু।
Canning Incident: বন্দুকের বাট দিয়ে পঞ্চায়েত সদস্য এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ২ দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে পুলিস।পঞ্চায়েত সদস্য ও এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ও গুলি করে খুন করার হুমকির অভিযোগ ২ দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার জিবনতলা ঘুটিয়ারি শরিফ এলাকায়। ঘুটিয়ারি শরিফ নারায়ণতলা পঞ্চায়েত সদস্য আজিজুল লস্করের দাবি, ২০ তারিখ তৃণমূলের জনসভা আছে ভাঙড় শোনপুরে। সেই জনসভার প্রস্তুতি মিটিং সেরে যখন রাতে বাড়ির দিকে ফিরছিলেন সেইসময় ২ দুষ্কৃতী তাঁদের আচমকা ঘিরে ধরে মারধর করে।
Kolkata Incident: কলকাতা পুরসভার ধাপা গ্যারাজে আক্রান্ত নিরাপত্তা রক্ষী। রক্ষীর নাম অনাদি ত্রিপাঠী। অভিযোগ, শুক্রবার রাতে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী গ্যারেজে লুঠ করতে আসে। নিরাপত্তারক্ষী বাধা দিলে মারধর করা হয় তাঁকে।
JEE (Main) Result: JEE(Main)-এর রেজাল্ট ঘোষণা করল এনটিএ। ১০০/১০০ পেয়ে টপার ২৪ জন পরীক্ষার্থী। তারমধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দু’জন- অর্চিস্মান নন্দী এবং দেবদত্তা মাঝি।
NCW Bengal Visit: ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। খুন হয়ে গিয়েছেন বাবা-ছেলে। সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। এই পরিস্থিতিতে গতকাল থেকেই রাজ্যে জাতীয় মহিলা কমিশন। ৩ দিনের রাজ্য সফরে এসেছেন ৩ সদস্যের প্রতিনিধি দল। কাল মালদার পর আজ মুর্শিদাবাদ যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। ধূলিয়ান এবং সামসেরগঞ্জ যাওয়ার পরিকল্পনা।
Thank you