Home> রাজ্য
Advertisement

Bengali News LIVE Update: ওয়াকফে 'ওরা-আমরা', বিরোধিতায় এককাট্টা তৃণমূল-কংগ্রেস!

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Bengali News LIVE Update: ওয়াকফে 'ওরা-আমরা', বিরোধিতায় এককাট্টা তৃণমূল-কংগ্রেস!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

02 April 2025
02 April 2025 12:30 PM

Waqf Bill Update: লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ বিল পেশের সময় বিলটি আরও একবার জেপিসি-তে পাঠানোর দাবি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।

02 April 2025 12:00 PM

Waqf Bill: ওয়াকফ বিলের বিরোধিতায় কাল পোশাক পরে সংসদে পৌঁছলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, অত্যধিক সংখ্যাগরিষ্ঠতার কুফল ভোগ করছি আমরা। বিরোধীদের কথা শোনা হচ্ছে না। যৌথ সংসদীয় কমিটিতেও যেভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা-ও নিন্দনীয়। এর প্রতিবাদ জানাতেই কালো পোশাক পরে এসেছি।

 

02 April 2025 12:00 PM

Waqf Bill: ওয়াকফ বিলের সমর্থনে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড হাতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা। বিরোধীদের বিরোধিতায় রাত পর্যন্ত ওয়াকফ বিতর্ক গড়ানোর সম্ভাবনা। দুপক্ষই তৈরি আঁটসাট স্ট্র্যাটেজি নিয়ে।

 

02 April 2025 11:45 AM

Calcutta High Court: মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংকে যুক্ত করার কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ - বিমলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। বলা হয় তাঁর বিরুদ্ধে হত্যায় ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, যার জন্য এলাকায় থাকার প্রয়োজন হয় না। 

02 April 2025 10:30 AM

Patharpratima Blast Arrest: পাথরপ্রতিমায় বাজি বিপর্যয়ে গ্রেফতার বাজি-ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। গতকাল আটকের পর আজ গ্রেফতার। দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানার অন্তর্গত পাথরপ্রতিমার তিলের ঘেরিতে বাজি বিস্ফোরণের জেরে গতকাল ৮ জনের মৃত্যু হয়।

02 April 2025 10:15 AM

Heatwave Alert: এপ্রিল থেকে জুন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। হিটওয়েভ বেশি চলবে। বেশি দিন ধরে চলবে। লং টার্ম গ্রীষ্মের পূর্বাভাস দিল্লির মৌসম ভবনের।

02 April 2025 10:15 AM

Arjun Singh Update: গ্রেফতারি পরোয়ানার গেরোয় অর্জুন সিং। জগদ্দল কাণ্ডে জারি গ্রেফতারি পরোয়ানা। পরোয়ানা জারি ব্যারাকপুর আদালতের। এবার কী পদক্ষেপ পুলিসের? আগেই অবশ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অর্জুন সিং। বৃহস্পতিবার হবে শুনানি। রক্ষাকবচ মিলবে কি? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

02 April 2025 10:15 AM

Canning Incident: ধার চেয়ে না পেয়ে ধারালো অস্ত্রের কোপ। ভিক্ষুকের কাছে টাকা ধার চাওয়া হয়। ধার না পেয়ে ধারালো অস্ত্রের কোপ। ক্যানিংয়ের জয়রামখালির ঘটনা । প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।

02 April 2025 10:15 AM

Belgharia Shootout: বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। রেহান খান নামে ওই তৃণমূল কর্মী দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন। সেইসময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে চলে যায়। রেহানের ঘাড়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সারারাত রাস্তায় পড়ে ছিলেন রেহান। সকালে এলাকার মানুষজন তাঁর মৃতদেহ দেখতে পান। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

02 April 2025 10:00 AM

Arjun Singh: গ্রেফতারি পরোয়ানার গেরোয় অর্জুন। জগদ্দল কাণ্ডে গ্রেফতারি পরোয়ানা। পরোয়ানা জারি ব্যারাকপুর আদালতের । এবার কী পদক্ষেপ পুলিসের? । আগেই হাইকোর্টের দ্বারস্থ অর্জুন । বৃহস্পতিবার শুনানি, মিলবে রক্ষাকবচ?

02 April 2025 10:00 AM

Canning: ধার চেয়ে না পেয়ে ধারাল অস্ত্রের কোপ । ভিক্ষুকের কাছে টাকা ধার চাওয়া হয় । ধার না পেয়ে ধারাল অস্ত্রের কোপ । ক্যানিংয়ের জয়রামখালির ঘটনা । প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

02 April 2025 09:30 AM

Kolkata Incident: মুকুন্দপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। তীব্র চাঞ্চল্য এলাকায়। পূর্ব যাদবপুর থানার অন্তর্গত ৭ নম্বর মুকুন্দপুরের ঘটনা। রেখা পাল ও তাঁর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার রয়েছে। পুলিস সূত্রে খবর একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে। তবে ওই দম্পতির মেয়ের দাবি, তাঁর দাদা এবং বৌদি মা-বাবার উপর অত্যাচার চালাতেন। তাঁরা-ই মা-বাবাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরই মৃত্যু আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিস।

 

02 April 2025 09:30 AM

Waqf Bill: আজ সংসদে পেশ করা হবে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪। নতুন ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ আজ দুপুর ১২ টায় লোকসভায় পেশ হতে চলেছে। বিলটি আজই পাস করাতে চাইছে মোদি সরকার। আগামীকাল রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। 

 

Read More