জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারনে জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। ৪০ বছর বয়সী বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় কর্মরত। দেশে ফিরে স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটলো এত বড় একটি দুর্ঘটনা। পর্যটকদের ভিড়ে মিশে থাকা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১২ জন। ২৬ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। বিতানের দুঃসংবাদ শোনা মাত্রই নিহতের বাড়িতে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর স্ত্রী ও পুত্র সন্তান অক্ষত রয়েছেন। পেহেলগাঁও জঙ্গি আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে তার স্ত্রী কেঁপে উঠছেন। তিনি জানান তার স্বামী বিতান ওখানেই মারা গিয়েছেন। জঙ্গিরা এসে প্রথমে বলে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যান। আলাদা হতে বলার হলেও আমরা আলাদা হতে পারিনি। এলোপাথারি গুলি করতে শুরু করেন জঙ্গিরা। সেই মুহূর্তেই আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। বেছে বেছে ওখানে হিন্দু পর্যটকদেরই হত্যা করা হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় আহত হলেন যে যে পর্যটকেরা...
1. Vino Bhat R/O Gujrat
2. Manik Patil
3. Rino Pandey
4. S. Balachandru R/O Maharashtra
5. Dr Parmeshwar
6. Abhijavan Rao R/O Karnataka
7. Abhijavam Rao R/O Karnataka
8. Santru R/O Tamil Nadu
9. Sahshi Kumari R/O Orissa
আজ রত্না শোভন ডিভোর্স মামলায় হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টের ১৬ নম্বর ঘরে। লোয়ার কোটে আগে রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন তার ডিভোর্স মামলায় বাবা, ভাই এবং দুই ভাসুর যেন সাক্ষী দেয় তার বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কেস নেন তারপর থেকে তিন জনের সাক্ষী নেয়া যাচ্ছিল না। শুধুমাত্র রত্না চট্টোপাধ্যায় বাবা এবং ভাইয়ের সাক্ষী নেয়া হয়েছিল। সমস্ত কিছু শোনার পরে আজ সুপ্রিমকোর্ট রায় দিয়েছেন বাবা দুলাল দাস এবং ভাই শুভাশিস দাসের সাথে সাথে শোভন চ্যাটার্জির দাদাদের অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়ের ভাসুর দের সাক্ষীও নিতে হবে। রত্নার বক্ত্যব্য তার বাবা এবং ভাই তো তার পক্ষেই সাক্ষী দেবে কিন্তু এই কেসে শোভন বাবুর দুই দাদা অর্থাৎ রত্নাদেবীর ভাসুরের সাক্ষীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাই এতদিন দেওয়ানো যাচ্ছিলোনা। শেষমেষ অগাস্ট মাসের মধ্যে এই সাক্ষী দান শেষ করতে হবে আজ সুপ্রিমকটে অর্ডার পাস হলো ।
সবশেষে রত্না চট্টোপাধ্যায় বললেন পর্ণশ্রীর বাড়ির অধিকার নিতে হয় তাহলে গোলপার্কের আমার ভাইয়ের যে ফ্লাটে, তারা দখল করে আছে সেই ফ্লাট ছেড়ে দিক তাহলে আমি এই বাড়ি ছেড়ে সেখানে চলে যাব। আর এই বাড়ি তাদেরকে দিয়ে দেব।
* কাঁথিতে " মহা সনাতনী ধর্ম সম্মেলন " সংক্রান্ত মামলায় নয়া মোড় কলকাতা হাইকোর্টে।
* "মামলাকারী " রামেশ্বর বেরাকে নিয়ে আদালতে হাজির এক আইনজীবী।
* রামেশ্বর বেরার দাবি তিনি কলকাতা হাইকোর্টে কোনো মামলা করেননি।
* আগামী ৩০ এপ্রিল সনাতনী সংস্কার অনুশীলন সেবা ট্রাস্ট কাঁথিতে সম্মেলন করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায়.
* ঐদিনই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
* পুলিশি অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয় ট্রাস্ট।
* ট্রাস্টের সভাপতি হিসাবে রামেশ্বর বেরার নামে দায়ের হয় মামলা।
* আজ আইনজীবী জানান যে রামেশ্বর বেরা কোনো মামলা করেননি.
* আগামীকাল ফের শুনানি।
* রামেশ্বর বেরাকে "হাইজ্যাক" করে নিয়ে আসা হয়েছে বলে দাবি মামলাকারি আইনজীবীর।
মেদিনীপুরে CM ডিউটি করে দাসপুর থানায় ফেরার পথে দাসপুরের নাড়াজোলে দুর্ঘটনার কবলে দাসপুর থানার ট্রাফিক পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়,ট্রাফিক পুলিশ মোটরবাইকে করে দাসপুর থানায় ফিরছিল,নাড়াজোলে অপর একটি মোটর বাইক এর সাথে সংঘর্ষ হয়,রাস্তাতেই লুটিয়ে পড়ে দাসপুর থানার ট্রাফিক পুলিশ মানস খাঁ, স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য নাড়াজোল গ্রামীণ হাসপাতালে,সেখান থেকে তাকে রেফার করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।জানা যাচ্ছে হাতের আঙুল সহ মাথায় গভীর চোট লেগেছে ও একাধিক জায়গায় কেটে গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি নাড়াজোল হাসপাতালে পৌঁছায় ট্রাফিক অফিসার সহ দাসপুর থানার পুলিশ।
মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে কংগ্রেসে বড় ধরনের ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও গত বিধানসভায় নওদা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, কংগ্রেস পরিচালিত বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ আলী, নওদা থেকে কংগ্রেসের প্রতীকে জেতা জেলা পরিষদ সদস্য রিজিয়া সুলতানা সহ বহু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার বিকেলে মঞ্চ বেঁধে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপরি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, নওদার বিধায়ক শাহিনা মমতাজ সহ অন্যান্যরা। উল্লেখযোগ্য ভাবে অনুপস্থিত ছিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ ও মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। এই দুই নেতার অনুপস্থিতি নিয়ে তারা বাইরে আছেন বলে সাফাই দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় মোশারফ হোসেনকে তারা আগেই বহিষ্কার করেছেন।
হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। গোলাবাড়ি থানার পুলিস গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পেশ করা হয় দুজনকে। বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি আব্দুল্লাহ ও ফরিদা বেগম। তাঁরা দুজনে স্বামী ও স্ত্রী বলে পরিচয় দিলেও পুলিসকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কি উদ্দেশ্যে তাঁরা ভারতে এসেছেন তা খতিয়ে দেখছে পুলিস। বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তাঁরা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে ওড়িশ্যা এবং তার পরবর্তীতে মুম্বই গিয়েছিল কাজের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিস এমনটাই জানতে পেরেছে ।
Siliguri Incident: শহরের জল সরবরাহ ব্যবস্থা আরও মজবুত করতে শিলিগুড়ি পুরনিগমের তরফে উদ্বোধন করা হলো ৫০০০ লিটারের দশটি জলের ট্যাঙ্ক। শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার -সহ পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।
BJP: চোর চোর চোর স্লোগান তুলে বিজেপির মিছিল এগিয়ে যাচ্ছে আর সেই মিছিলে ঢুকে পড়ল এক পকেট মার! বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহ ভাজন এক যুবককে ধরে উত্তমমধ্যম দিলো বিজেপি কর্মিরা। সন্দেহ ভাজনের দাবি তিনি বিজেপি সমর্থক প্রতিবাদ মিছিলে এসেছিলেন। তবে পকেটমার সন্দেহে মারধোর দেওয়ায় কোনওভাবে ছুটে পালান।
Canning Incident: প্রেম করে বিয়ে। তারপর থেকে স্বামী-স্ত্রী মধ্যে চলে অশান্তি। বাড়ি থেকে চলে যায় স্ত্রী। পরে আত্মঘাতী যুবক। আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম শুভজিৎ ভারতী (২৬)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় পঞ্চায়েতের কুমারসা এলাকায়। ক্যানিং থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Asansol Incident: আসানসোল গ্রামের নীল কন্ঠেশ্বর জিউ দেবত্তর নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণ বিবাহের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে তিন জোড়া যুবক ও যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে পাত্র ও পাত্রীপক্ষের আত্মীয়দের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজনও করা হয়।
Murshidabad | Mamata Banerjee: গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে ঘর থেকে ব্যবসায়ীকে বের করে নির্মম প্রহার। পাশাপাশি ব্যবসায়ীর স্ত্রীকে হুমকি। ঘটনায় কাঠগড়ায় শাসকদলের নেতা। ’আইন নিজের হাতে তুলে নেবেন না, বাংলায় শান্তি বজায় রাখুন। মুর্শিদাবাদে হিংসাত্বক ঘটনার পর এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক মহিলা পর্যটক পুলিশকে ফোন করে জঙ্গি হামলার কথা জানান। ওই মহিলার স্বামীর মাথায় গুলি লেগেছে। ওই ব্যক্তি ছাড়াও আরো ৪ জন গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা। গুলিবিদ্ধদের মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা। বাকি তিনজন ভিন রাজ্যের বাসিন্দা।
জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের লক্ষ্য করে গুলি।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বৈসরান এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে। দুজন জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনার পরেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
Sandeshkhali Incident: জেলে গিয়ে শাহজাহানদের জিঞ্জাসাবাদের জন্য আজ বসিরহাট আদালতে কাছে আবেদন করল সিবিআই। সন্দেশখালি কাণ্ডে শাহাজাহান ও তার ভাই আলমগীর সহ জেলে থাকা ছজনকে জিঞ্জাসাবাদের জন্য আজ বসিরহাট আদলতে এসে পেয়ার করল CBI আদিকারিকরা।
Siliguri Congress: 'গদি মিডিয়া চালাচ্ছে মোদী সরকার' - বিস্ফোরক মন্তব্য মহিমা সিং-এর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা পর্যবেক্ষক মহিমা সিং। বুধবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় 'বিধান ভবন'-এ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
SSC Protest: বেতন বৃদ্ধির দাবিতে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন রামপুরহাট মহকুমা পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সংগঠন। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে মিছিল শুরু করেন পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা। মিছিল শেষে রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি দাবিপত্র জমা দেন তারা।
Birbhum Incident: বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর পদে বসানো হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে। আর সেই নিয়ে শুরু রাজনৈতিক তর্জা। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের গতিবিধির নজর রাখতে এই উদ্যোগ। এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের অন্দরে।
Mamata Banerjee: শালবনীতে সরকারি অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ১.৪৫ মিনিট নাগাদ ডুমুরজলা হেলিপ্যাডে পৌঁছান। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
Midnapore Incident: একদিকে যখন মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভায় বক্তব্য রাখছেন সেই সময় ঘাটাল মাস্টার প্ল্যান এর বিরুদ্ধে ঘাটাল শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা করল প্রতিবাদ মিছিল। দোকান সহ বসতবাড়ি বাঁচিয়ে মাস্টার প্ল্যান কার্যকর হোক এই দাবি তুলে হাতে পোস্টার নিয়ে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মিছিল করল ঘাটালে।
Birbhum Incident: এবার বীরভূম জেলায় কোর কমিটির বৈঠক নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তবে তিনি সরাসরি কোনও নাম না করে পরোক্ষে কটাক্ষ করলেন কাজল শেখ ও আশীষ ব্যানার্জিকে।
Malda Incident: গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন। গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় বড় বিপদের হাত থেকে বাঁচলো জনবহুল এলাকা। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা।
Uluberia Incident: উলুবেড়িয়া শহরকে যানজট মুক্ত করতে উলুবেড়িয়া বাসির স্বপ্ন বাইপাস৷ কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে ৷ সামান্য কিছু কাজ বাকি ৷ শীঘ্রই তার শেষ হবে৷ তারপরেই চালু হবে এই রাস্তা খুশি এলাকার মানুষ৷
Jalpaiguri Incident: শহর সংলগ্ন চা বাগানে এখন অকাল দীপাবলি। চা পাতা তোলার আগে দীপাবলির মতো ফাটছে আতশবাজি! বিগত বেশ কিছুদিন ধরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে। আতশবাজির ঝলকানি আর টিনের কোলাহলে মুখর বাগান যেন হয়ে উঠল ‘অকাল দীপাবলি’র মঞ্চ। তবে আনন্দ নয়, এর পেছনে রয়েছে চরম আতঙ্ক—লেপার্ড ভয়। করা পাহারায় বনদপ্তরও।
Malbazar TMC: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হলেন মালবাজার মহকুমার ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সদস্যা কামনা বালা বিশ্বাস। গত সন্ধ্যায় তৃণমূলের লাটাগুড়ি কার্যালয়ে জেলা সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এরপর থেকেই তার খোঁজ মিলছে না বলে দাবি পরিবারের।
Barddhaman Incident: অনেক টালবাহানার পর অবশেষে বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু করলো পুরসভা। ৩ ডিসেম্বর আধিকারিকদের নিয়ে ওই বিল্ডিং পরিদর্শনে যান বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কাগজপত্র নিয়ে পুরসভায় ডেকে পাঠানো হয় বাড়ির মালিককে।
Santipur Incident: ব্যাংক খুলতেই ভিতরে ধোঁয়া। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদী আর শান্তিপুরের ডাকঘর মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এলাহাবাদ ব্যাঙ্কে। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে, তড়িঘড়ি মেন সুইচ অফ করে দেওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল বলে জানান দমকল কর্তৃপক্ষ। ব্যাংক খোলবার পরেই সুইচ অন করতেই ধোঁয়া দেখতে পাওয়া যায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি শান্তিপুরে ডাকঘর সংলগ্ন এলাকায় তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দিলে ,ব্যাঙ্ক ও দমকলের যৌথ উদ্দোগে বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
Chuchura Incident: হুগলি জেলাশাসক অফিস অভিযান বিজেপির। নেতৃত্বে সভাপতি সুকান্ত মজুমদার। চুঁচুড়া তিন নম্বর গেট বিজেপি অফিস থেকে মিছিল শুরু হয়েছে। ঘড়ির মোরে গিয়ে শেষ হবে।
Malbazar Incident: নিউমাল ষ্টেশন সংলগ্ন রেলের এক আধিকারিকের আবাসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রসঙ্গত জানা গেছে, নিউমাল স্টেশনের রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের আবাসে গতকাল রাতে চুরি হয়েছে। আবাসের রান্নাঘরের দেওয়াল ভেঙে চোর ওই আবাসের ভেতরে প্রবেশ করে।
SSC Protest | Arjun Singh: এস.এস.সি অফিসের সামনে বিক্ষোভরতদের উদ্দেশ্যে সাহায্যের আশ্বাস অর্জুন সিং -এর। তবে সিপিএম (CPM) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর থেকে সাবধানে থাকতে বললেন আন্দোলনকারিদের, না হলে আর্জিকর আন্দোলনের মতো হয়ে যাবে।
Chuchura Incident: চুঁচুড়া কাপাসডাঙা অন্যের জমিতে জোর করে নির্মানের অভিযোগকে কেন্দ্র করে ঝামেলা, মারধোর, হুমকি। বিধায়ক গিয়ে পুলিস ডাকলে পুলিসকে ধাক্কা মেরে পালিয়ে যায় অভিযুক্ত। তার জামাইকে আটক করে নিয়ে যায় পুলিস।
Malbazar: আবার ঘিস নদী এলাকা থেকে মর্টার সেল উদ্ধার হল। মাল ব্লকের ঘীস নদীর রেল সেতু সংলগ্ন শুকনো জায়গায় একটি মর্টাল শেল পড়ে থাকতে দেখা যায় । এদিন ঘিস নদীতে কিছু লেবার কাজ করছিলো। সেই সময় তারাই এই মর্টার শেল দেখতে পেয়ে মালবাজার পুলিস প্রশাসনকে জানায়। পুলিস এসে ওই এলাকা পরিদর্শন করে।
SSC Protest: মাননীয় মুখ্যমন্ত্রী সম্পুর্ন ভাবে চাকরি হারাদের পাশে রয়েছেন বলে আশ্বাস। শিক্ষা দপ্তর তার নির্দেশে কাজ করে চলেছে, সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন। 'দ্রুত রিভিউ পিটিশনে যাওয়া হচ্ছে। এমন কিছু করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন কে দুর্বল করে।' -আগামীকালও ডিভিশন বেঞ্চে এসএসসি মামলা রয়েছে। যা কাজ হবে আইনি পরামর্শ নিয়ে।
'১৭ হাজার ২০৬ জন যোগ্য', এটা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। আন্দোলন করুন কিন্তু কোন আধিকারিক এর জীবন বিপন্ন করবেন না। অযোগ্যদের টারমিনেট করার ক্ষেত্রে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। সরকার কোনোভাবেই কঠোর মনোভাব নেবে না। 'কোন নিরাপরাধ যেন শাস্তি না পায় সে বিষয়ে আমরা সচেতন। আমার মনে হয় এক্ষুনি আন্দোলন প্রত্যাহার করে নেয়া উচিত সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ হবে।'
Jalpaiguri: কানের দুল অর্ডার করে অনলাইন প্রতারকের ফাঁদে পড়ে ১ লক্ষ ৬ হাজার টাকা খোঁয়ালেন জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। প্রতারিত যুবকের নাম বাপ্পাই সরকার। ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন তিনি।
Sujay Krishna Bhadra: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল 'কালীঘাটের কাকু'র।
আগামী আগস্ট মাসের মধ্যে শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্সের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চের নির্দেশ, রত্না চট্টোপাধ্যায়ের পক্ষের সাক্ষীদের বয়ান আগামী দুই সপ্তাহের মধ্যে রেকর্ড করতে হবে।
গত ২০১৭ সাল থেকে এই ডিভোর্সের মামলা চলছে। এখনো সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত।
Dilip Ghosh Marriage: নতুন জীবন শুরু করে দক্ষিনেশ্বর মন্দিরে নব দম্পতি। কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলের সকালে দক্ষিনেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরনী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো সাড়েন তারা।
এস,এস,সি অফিসের সামনে বিক্ষোভরতদের উদ্দেশ্যে সাহায্যের আশ্বাস অর্জুন সিং এর,তবে সি,পি,এম এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে সাবধানে থাকতে বললেন আন্দোলন কারীদের,না হলে আরজিকর আন্দোলনের মতো হয়ে যাবে।
যোগ্য-অযোগ্য প্রার্থীদের পাশে দল যেমন আছে, তেমনি আমি ও আছি। আগামী পরশদিন যাচ্ছি ওদের পাশে থাকার জন্য।ওরা যে-ভাবে আর যেরকম সাহায্য চাইবে তাই সাহায্য করবো। ব্রাত্য বসু চোর আছে।কথা দিয়েও কথা রাখেনি শিক্ষকদের কাছে। কিছু বামপন্থী থেকে সাবধানে থাকতে হবে কারন তারা গো-ব্যাক শ্লোগান দিয়ে আর্জিকর আন্দোলন এর মতো ধ্বংস করে দেবে।এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্যে পুলিশ ঢুকিয়ে আন্দোলন নস্টো করে দেবে।সংবাদ মাধ্যমের মাধ্যমে এস,এস সি অফিসের সামনে বিক্ষোভকারিদের উদ্দেশ্য বার্তা অর্জুন সিং এর।
Jalpaiguri: রানিনগর এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিয়েবাড়ির গাড়ি। ছোট ম্যাটাডরে চেপে ময়নাগুড়ির দোমোহনী থেকে রানিনগর বটতলা এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ১০-১২ জন। সেমবার রাতে ৩১ ডি জাতীয় সড়কে একটি বড় গাড়ির পেছনে ম্যাটাডরটি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুছে যায় ম্যাটাডোর গাড়িটি। দুর্ঘটনার জেরে ওই ম্যাটাডরে থাকা বেশ কয়েকজন জখম হন। পুলিস আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
Siliguri Incident: শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকায় নাবালিকাকে গনধর্ষনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল নকশাল বাড়ি থানার পুলিস। ধৃতদের নাম সরোজ টপ্পো,পঙ্কজ মাহতো ও রোশন কুমার মাহতো। অভিযোগ ওই নাবালিকা বাড়ির বাইরে ফোনে কথা বলছিল। সেই সময় পেছন থেকে মুখ চাপা দেয় দুইজন যুবক। এবং নাবালিকাকে চাবাগানে নিয়ে গেলে আরও এক যুবক যোগ দেয়। এরপর তিনজন ধর্ষণ করে ওই নাবালিকাকে। যদিও পড়ে স্থানীয়রা অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে। এরপরেই মঙ্গলবার রাতে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
Purulia: মধ্যরাত অবধি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা । পুরুলিয়ার বান্দোয়ানের পুনস্যা একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আন্দোলনে নামেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। "ধমসা মাদল নয়, শিক্ষা চাই" এই স্লোগানকে সামনে রেখে সোমবার বান্দোয়ান শহর জুড়ে মিছিলে হাঁটেন তাঁরা । পরে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। মধ্যরাত অবধি চলে ঘেরাও বিক্ষোভ । পরে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্রশীষ ব্যানার্জী আন্দোলনকারীদের নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন তারা । তবে দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন আদিবাসীরা।
Jagaddal Incident: জগদ্দল রুস্তম গুমটিতে বাড়ী ভেঙে মৃত এক মহিলা। আহত এক ব্যক্তি। মৃত মহিলার নাম খুশবু খাতুন (২১)। রাত ১:৩০ মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দে বাড়ি থেকে বেড়িয়ে পরে এলাকার বাসিন্দারা। তারা গিয়ে দেখে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি বাড়ি। তার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে ওই মহিলা এবং আহত এক পুরুষ। সঙ্গে সঙ্গে তারা ওই মৃত মহিলাকে উদ্ধার করে পুলিস। তবে কি কারনে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধ্বন্দে পুলিস। এলাকার বাসিন্দাদের দাবী হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে এবং মারা যায় খুশবু খাতুন।
Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনার ঘরের টাকা ঢুকতেই ৬০০ টাকা করে কেটে নেওয়া হল প্রাপকদের কাছ থেকে, পঞ্চায়েতের development ফি হিসেবে। ঘটনাটি নদীয়ার দেউলী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। এমনটাই অভিযোগ ঘর প্রাপকদের। বিষয়টি জানাজানি হতেই বেশ কিছু কুপন পঞ্চায়েত জমা নিয়ে নিলেও এখনও অনেক মানুষের কাছেই রেখে দিয়েছে সেই সমস্ত কুপন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উতোর।
Malbazar: মাল ব্লকের বড়দিঘি বনবস্তি এলাকায় ভয়াবহ হাতির হামলায় মৃত্যু হল নন্দু খেরিয়া (৩৬) নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাত ১০টা নাগাদ। লাটাগুড়ি জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে বড়দিঘি এলাকায়। হাতি আসার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা চিৎকার-চেঁচামেচি করে, টর্চ জ্বালিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করে। এই সময় হাতিটি নন্দু খেরিয়ার দিকে আক্রমণ করে। শুঁড় দিয়ে তুলে তাঁকে বাড়ির সামনেই আছাড় মারে।
Jalpaiguri: জলপাইগুড়ির রায়পুর চা বাগানে তাণ্ডব চালানো দুটি বাইসনেরই মৃত্যু হল। বাইসন দুটিকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি করে বন দফতর। এরই কারণে তাদের মৃত্যু হয় বলে বন দফতর সূত্রে খবর।
Jalpaiguri: পুলিশের অভিযানে উদ্ধার চোলাই সহ চোলাই তৈরির সরঞ্জাম। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির ঘটনা। বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ২০ লিটার চোলাই মদ, ১০ কেজি বাকর, দুটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং দুটি অ্যালুমিনিয়ামের ফানেল। যদিও অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Purulia: মোবাইল চুরিকে কেন্দ্র করে বিবাদ । রাস্তায় আটক করে এক ব্যক্তিকে বেদম মারধর করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু । ঘটনার পর মৃতদেহ মফস্বল থানায় নিয়ে এসে বিক্ষোভ মৃতের পরিবার ও গ্রামবাসীদের । ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম রামচন্দ্র মাহাতো (৪৯) । বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার বোঙ্গাবাড়ি গ্রামে।
Kakdweep incident: কাকদ্বীপের শ্যামনগরে নাবালিকার রহস্যমৃত্যু। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির কাছে দেহ উদ্ধার হল পঞ্চম শ্রেণির ছাত্রীর। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। কীভাবে মৃত্যু ওই নাবালিকার?চলছে তদন্ত
Baguihati incident: সৌমেন ভট্টাচার্য: বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে সুটকেসের মধ্যে দেহ উদ্ধার। সকাল আটটা নাগাদ একজন খবরে কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি সুটকেস দেখতে পান। আশেপাশের লোকজন জড়ো হওয়ার পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মধ্যে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ করে।
Digha Bio-diversity Park: নিউ দীঘার জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি পার্ক, দীঘা পর্যটন শহরের অন্যতম আকর্ষণ। শহরের মধ্যে গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা এই পার্ক যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক আদর্শ জায়গা। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ২ কোটি টাকার আর্থিক সহায়তায় গড়ে উঠেছে এই পার্ক। ২০২২ সালে নিউ দীঘার চাঁপাবনি মৌজায় তিন একর সরকারি জমিতে তৈরি হওয়া এই পার্কে রয়েছে নারকেল, তাল, আম-সহ বিভিন্ন গাছ। রয়েছে ভেষজ ও পাতাবাহার গাছপালাও। সুদৃশ্য চেয়ার, পদ্মপুকুর ও জলাভূমিতে দেশীয় ও পরিযায়ী পাখির আনাগোনা – সব মিলিয়ে কাছেপিঠে দীঘায় দু একদিন বেড়াতে এসে শহুরে পরিবেশের ঘ্যানঘেনানি কাটিয়ে গ্রাম্য পরিবেশের মন কাড়ে এই পার্ক।
Domjur Fire incident: ডোমজুর থানার কাটলিয়া এলাকায় একটি বন্ধ কারখানায় আগুন। ওই কারখানায় প্রচুর প্লাস্টিক ও রাবার জাত সামগ্রী মজুত ছিলো। কিভাবে আগুন লাগলো তা সঠিকভাবে জানা যায়নি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
SSC Protest: এসএসসি ভবনের ভিতরে আটকে চেয়ারম্যান সহ ১০-১৫ জন কর্মী। যার মধ্যে রয়েছেন ৪ জন মহিলাও। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বাইরে থেকে কাউকে খাবার নিয়েও ঢুকতে দেওয়া হয়নি। চাকরিহারাদের বক্তব্য তারাও না খেয়েই রয়েছেন। তাদের পেটেও লাথি মারা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও পাশে দাঁড়িয়েছে আন্দোলনকারীদের। স্লোগান উঠল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও।
এখনো অবরুদ্ধ করুনাময়ীর একটা লেন। ময়ূখ ভবন থেকে উইপ্রো মোর যাওয়ার রাস্তা বন্ধ। মধ্যশিক্ষা পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ । পর্ষদ অফিসের ভেতরে ৮ জন অনশন করছে বলে দাবি আন্দোলনকারীদের।
চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে চিকিত্সকরা। 'আমরা তাদের আন্দোলনের শুরু থেকেই আছি। এস এস সি ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের সংহতি জানাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চ এর অনেক সদস্য ছিলেন। মঙ্গলবার বিকাল ৫ টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে আমাদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল। মিছিল শেষ করে করুণাময়ীতে এসএসসি ভবনে অবস্থানরত আন্দোলনকারীদের পাশে আমরা যোগ দেব', বললেন আরজি-কর আন্দোলনের দুই মুখ।
Thank you