জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
রাষ্টপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্টপতি ভবনে দেখা করতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এবং বিদেশ মন্ত্রী এস. জয়শংকর।
পহেলগাঁও আবহে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকের আগে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Udhampur Encounter: উধমপুরে জঙ্গি-সেনা গুলির লড়াই। শহিদ এক জওয়ান। তল্লাশির সময় দুবু বসন্তগড় এলাকায় সেনার উপরে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সেই ল়ড়াইয়েই মৃত্যু হয় এক জওয়ানের।
Pahalgam Terror Attack: বিহারের মধুবনির সভায় পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করলেন সভায় আসা মানুষজন।
Pahalgam Terror Attack: পাকিস্তানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ব্লক করল ভারত।
Maalbazar: পহেলগামের জঙ্গি হামলার প্রতিবাদে নাগরাকাটায় মোমবাতি মিছিল, পাকিস্তান ও জঙ্গিদের বিরুদ্ধে তীব্র ধিক্কার। নিহত পর্যটকদের স্মরণে এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটায় মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। এলাকার বাসিন্দার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল সুলকামোড় থেকে শুরু হয়ে নাগরাকাটা বাজার পর্যন্ত অগ্রসর হয়।মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হন। পাকিস্তানের ভূমিকারও কড়া সমালোচনা করা হয়। "এই ধরনের বর্বরোচিত হামলা কোন সভ্য সমাজে বরদাস্ত করা যায় না," বলেন মিছিলে উপস্থিত সমাজকর্মী বরুণ মিত্র। স্থানীয় বাসিন্দা ওমপ্রকাশ রায় জানান, “যেভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা কেন্দ্র সরকারের কাছে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
West Midnapur: শ্রমিক সংকটের জন্য নিজেই মাথায় করে রাস্তার কাজের সামগ্রী বয়ে ঢালাই রাস্তার কাজে হাত লাগালেন বিধায়ক। প্রশংসায় গ্রামবাসী,কটাক্ষের সুর তৃণমূলের গলায়। পরনে হলুদ জামা মাথায় গামছা,ধামা নিয়ে যিনি গুটি -বালি বইলেন ইনি কোন শ্রমিক নন,ইনি বিজেপি- র ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। হঠাৎ করে বিধায়ক মাথায় ধামা নিয়ে বালি -গুটি বইছেন কেন?জানাযায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ানন্দী গ্রামের জানা পাড়ায় বিধায়ক তহবিল থেকে ৪৫০ ফুট একটি ঢালাই রাস্তার কাজ স্যাংশন হয়েছে।বুধবার শুরু হয়েছে ওই ঢালায় রাস্তার কাজ,কিন্তু হাতে গোনা কয়েকজন শ্রমিককে নিয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হয়।
Ghatal: ষাঁড়ের লেজ কেটেছে দুষ্কৃতীরা। খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, নামানো হয়েছে র্যাফ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের কাজিরহাট এলাকায়। কাজিরহাট এলাকা ছাড়াও পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় ঘুরে বেড়াতো ষাঁড়টি। অভিযোগ, গতকাল দুষ্কৃতীরা ষাঁড় (ভোলা) টির লেজ কেটে নিয়েছে । খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার বিশাল পুলিশবাহিনী, নামানো হয়েছে র ্যাফ। পুলিস সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতিদের শাস্তির দাবিতে এলাকায় মিছিল করছেন স্থানীয়রা।
Purulia: পাহেলগাঁওয়ে জঙ্গী হামলায় নিহত IB অফিসার মণীশ রঞ্জন মিশ্রর কফিনবন্দি দেহ নিয়ে আনা হল পুরুলিয়ার ঝালদা শহরের বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন পরিবার, আত্নীয়স্বজন ও এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।
Purulia: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত IB অফিসার মণীশ রঞ্জন মিশ্রর কফিনবন্দি দেহ আনা হয় ঝাড়খণ্ডের রাঁচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে গার্ড অফ ওনার দেওয়া হয় তাঁকে । দেহ নিয়ে ঝালদা শহরের বাড়িতে রওনা দিয়েছেন পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানে মণীশের দেহকে শেষ শ্রদ্ধাঞ্জলি দিয়ে দেহ নিয়ে ঝালদা শহর পরিক্রমা করে ঝালদার শ্মশান ঘাটে সৎকার করা হবে। সকাল থেকে ঝালদার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে বাইক র্যালি করছেন ।মণীশ রঞ্জন মিশ্রর মৃত্যুর ঘটনায় ১২ ঘন্টা বনধ ডাকা হয়েছে ঝালদা শহরজুড়ে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধ।
Kolkata: দীর্ঘদিন বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জের। উল্টোডাঙ্গা ফুটব্রীজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। মৃত যুবক উল্টোডাঙ্গা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার করে পুলিস।
Gangasagar: গত সোমবার দিন গঙ্গাসাগরের নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না, মানষ পড়ুয়া, স্বপন বাগ, বাপি মান্না, মইদুল ইসলাম সহ ২৫ জনের একটি বন্ধুদের টিম কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে মঙ্গলবার দিন তাদের পেহেলগাঁও যাওয়ার কথা থাকলেও তারা অন্য জায়গায় ঘুরতে যায় আর তার মধ্যেই নিশংস হত্যাকাণ্ডের খবর আসে তাদের কাছে আর সেই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই চিন্তায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই ভিডিও কলে পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে তাদের হোটেলের মধ্যে আটকে রয়েছে ২৫ জনের পর্যটকদের টিম। ঠিকঠাক মতন খাবারও মিলছে না। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ বাড়ি ফেরা সম্ভব নয় বলেই পরিবারের লোককে জানিয়েছেন ঘুরতে যাওয়া ২৫ জনের টিমের সদস্যরা। তবে ইতিমধ্যেই পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েছে সরকারের কাছে তাদের আবেদন যত শীঘ্রই সম্ভব তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা করুক প্রশাসন।
Nadia: শব দাহ করে ফেরার পথে শববাহী গাড়ি উল্টে মৃত্যু হল দুজনের। আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালী থানার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণনগর দেপাড়া এলাকায়। এই ঘটনায় গাড়ির চালক সহ আরো ৩০ জন শবযাত্রী জখম হয়েছেন। এদের মধ্যে ২৩জন পুরুষ, ৫ জন মহিলা। আহতদের মধ্যে 6 জনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানরিত করা হয়েছে। জানা গিয়েছে বুধবার বাড়িতে মৃত্যু হয় হাঁসখালির হলদি পাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের (৬৫)। সন্ধ্যে সাতটা নাগাদ তার মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেয় পরিবারের লোকজন। শ্মশানে দাহ করে ভোররাতেফেরার সময় দে পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় মৃত শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল (৩২) ও তার মামী শ্বাশুড়ি কাজল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা চালক সহ ২৯ জন জখম হন। কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
Puruia. পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় IB অফিসার মণীশ রঞ্জন মিশ্রর নিহতের ঘটনায় ঝালদা শহর ১২ ঘন্টা বনধের ডাক ঝালদাবাসীর। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধ। আর তাই সকাল থেকে বন্ধ রয়েছে ঝালদার সমস্ত দোকানপাট । আজই মণীশের দেহ পৌঁছাবে ঝালদায়। সেখানে মণীশকে শ্রদ্ধা জানাতে এবং শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাতে ঝালদায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
Kolkata: কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার পরে গতকাল গভীর রাতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান প্রায় ১৬০ জনের বেশি যাত্রী নিয়ে কলকাতা ফিরল। ঘটনার পর থেকে এই সমস্ত যাত্রীরা আটকে ছিলেন কাশ্মীরে।
SSC Protest: মৌমিতা বিশ্বাস নামে গ্রুপ ডি কর্মী অনশন চালাচ্ছিলেন । তিনি অসুস্থ হয়ে পড়েন এমন খবর পাওয়ার পরে বিদ্যাসাগর ভবনের সামনে গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা চলে আসেন। এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। আর কি করে জুনিয়র ডাক্তাররা দেখতে আসেন। প্রথমে পুলিস বাধা দেয় পরে অবশ্য ডাক্তাররা ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরে আবারো দুজন অসুস্থ হয়ে পড়েন।
শ্যামসুন্দর আচার্য ও রাজশ্রী বসাক দুজন অনশনরত আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অনশনরত আটজন গ্রুপ ডি গ্রুপ সির কর্মীদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হলেন।
Salt Lake: সল্টলেক জি সি ব্লক ১৮৪ নম্বর বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। বাড়ির নিচের তলায় একটি অফিস রয়েছে। সেই অফিসেই তালা ভেঙে চুরি। কত টাকা চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আওয়াজ পেয়ে তারা বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান নিচের তলার সমস্ত তালা ভাঙা। বাড়িটির চতুর্দিকে সিসিটিভিতে মোড়া। উত্তর বিধাননগর থানার পুলিস খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ।
Kashmir Terror Attack: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। আজ সন্ধে ৬টায় বৈঠক ডাকা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
Thank you