জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরী করতে গিয়ে ধরা পড়ল এক যুবক! ধৃতের নাম মহঃ মুস্তাক।তার বাড়ি বাঁশবেড়িয়া ইসলামপাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গেছে,পাসপোর্ট তৈরীর জন্য শুক্রবার চুঁচুড়া পাসপোর্ট সেবা কেন্দ্রে যায় ওই যুবক। ডকুমেন্ট ভেরিফিকেশান করার সময় জন্ম শংসাপত্র দেয়।পাসপোর্ট অফিসের কর্মিদের সেই শংসাপত্র দেখে সন্দেহ হয়।জাল শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরী করতে এসেছে এক যুবক,পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে চুঁচুড়া থানায় খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিস গিয়ে মহঃ মুস্তাক কে গ্রেফতার করে।
Meteli: চোখের জলে শেষ বিদায় মাল থানায় কনস্টেবল নীলিমা টোপ্পোর স্মৃতি আজও ভাসে বাতাসে। মেটেলি ব্লকের বাসিন্দা, মাল থানায় দীর্ঘদিন ধরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন নীলিমা টোপ্পো। শারিরীক অসুস্থতার কারনে দুদিন আগে হাসপাতালে মারা যান তিনি। তার অকাল প্রয়াণে শুধু থানাই নয়, কেঁদেছে গোটা শহর। শেষ শ্রদ্ধার পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Malda: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে ফুসছে সারা ভারত বর্ষ। রাজনীতির উর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন বলেন ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি। তাই সেখানে সেনা ছিল না। সামনে বিহার ভোট তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে। ওই গ্রামে ক্যানেলের উপর ছিল বাঁশের সাঁকো। যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তো এলাকার মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল কালভার্টের। মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ হয়।এদিন কালভার্ট শিলান্যাস করতে আসেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন।সেখান থেকেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন তিনি।
Jalpaiguri: একদিকে যুদ্ধ আবহ। আর এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস,উজালা গ্যাস সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যা রাজ্য সরকারের মাধ্যমে জনগনকে দ্রয়া হয় তা জেলা বাসীরা পেয়েছেন কিনা তা জানতে গৃহ সম্পর্ক অভিযান শুরু করলেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। আসছে ২৬ এর ভোট। তার আগে সংগঠনের কর্মীদের দিয়ে সংগঠন সাজিয়ে নিতে উদ্যোগ নিলো বিজেপি।
শিলিগুড়িতে বেআইনি অস্ত্রসহ যুবক গ্রেফতার,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।
শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনি (টিকিয়া পাড়া) এলাকায়।সে ২৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর,গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়।সেখান থেকেই মোহাম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।তার দেহ তল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস (অগ্নেয়াস্ত্র) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল।তার বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।শনিবার ধৃত মোহাম্মদ বাপ্পাকে শিলিগুড়ি মহকুমা আদালতে (কোর্ট) তোলা হয়। পুলিশ তার ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে,যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচারচক্রের সঙ্গে তার কোনও সংযোগ আছে কি না,তা জানা যায়।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,এই ঘটনার পেছনে বৃহত্তর কোনও চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্রের লেনদেন রোধে পুলিশ আরও তৎপর হয়েছে।
Srirampur: শ্রীরামপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের সভায় দোলা সেন। পূর্ব রেলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকা হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।আজ সেই উচ্ছেদ হওয়ার কথা।১৫ দিন সময় দেওয়া হয়েছিল সেই নোটিশে। রেল পুলিশ সূত্রে খবর অন্যান স্টেশনের মত শ্রীরামপুর স্টেশনেও হকার উচ্ছেদ হবে। আর তা যদি হয় অনেক মানুষের রুজি রুটিতে টান পরবে।
Malda: মালদা মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে ছাদের চাঙ্গর ভেঙে পড়া ঘিরে আতঙ্ক। ২০২৩ সালের ২৬ শে এপ্রিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেল ভবনের। কিন্তু দু'বছর না ঘুরতেই হোস্টেল ভবনের চতুর্থ তলা থেকে খসে পড়ছে ছাদের চাঙর। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রাণ সংশয়ের আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা। মেডিকেল ছাত্রীদের অভিযোগ, তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। চাঙর ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের। তার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না।
Siuri: তৃণমূল দুই গোষ্ঠী সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের সিউড়ি ২ ব্লক তৃণমূল কার্যালয় চত্ত্বর। একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের লাঠিচার্জ। ঘটনা হল, সিউড়ি ২ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে সিউড়ি ২ ব্লক কার্যালয়ের তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ।
Purulia: প্রতারণার নয়া কৌশল! এ কোন সাধারণ মানুষকে নয়,স্বয়ং প্রধান উপপ্রধানকে ফাঁদে ফেলার চেষ্টা। জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের ফোন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। চাঞ্চল্যকর ঘটনা পাঁশকুড়া ব্লকে। বিডিও পলাশ পোদ্দার তার অভিযোগ যে পাঁশকুড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাছে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার এর নাম করে ফোন করছে কেউ বা কারা। ফোনের ওপার থেকে বলছেন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি।
Jalpaiguri: পার্টনারশিপে IPL বেটিং চালাবার অভিযোগে ২ জন বুকিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে গ্রেপ্তার। এর মধ্যে একজন তিস্তা পাড়ে দীঘল বাজার এলাকায় একটি সাইবার ক্যাফের মালিক। তার ক্যাফেতে জুয়া ও বেটিং এর আসর বসত বলে অভিযোগ। ধৃত অন্যজনের বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়
Kalyani: স্কুলের উন্নয়নে ৪৫ লক্ষ টাকা দান করলেন কল্যাণীর বাসিন্দা। স্কুলের প্রাক্তনী হয়ে নিজের স্কুলকে ভুলতে পারেননি সন্দীপ মুখার্জি। সন্দীপবাবু পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার । বর্তমানে দুবাইয়ে তার অফিস রয়েছে। ১৯৯০ সালে এই স্কুলের থেকে উচ্চ মাধ্যমিক পাস করবার পর উচ্চশিক্ষা লাভ করেছেন অন্যত্র। বর্তমানে আর্থিকভাবে যথেষ্টই স্বাবলম্বী তিনি। তিনি যখন এই স্কুলে পড়তেন তখন স্কুলের পরিকাঠামো গত দিক থেকে যথেষ্টই অভাব ছিল, সেদিনই নিজে থেকেই শপথ নিয়েছিলেন যে ভবিষ্যতে সাধ্যমত দান করবেন। সেই কথা মাথায় রেখেই ৪৫ লক্ষ টাকায় স্কুলের দুটি ঘর একটি স্মার্ট টিভি এবং জেনারেটর কিনলেন স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে পাকাপাকিভাবে দুবাইতেই থাকেন তিনি। এখানে তার মা থাকেন। দুবাই থেকে যখনই বাড়িতে আসেন নিজের স্কুলে একবার ঘুরে যান।
Kathi: শুভেন্দু অধিকারীর গড়ে কাঁথির কুসুমপুর সমবায়ে বামেদের একচ্ছত্র জয়, ৯টির মধ্যে ৯টি আসনেই জয় বাম সমর্থিতদের। পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টির মধ্যে ৯টি আসনেই জয়লাভ করলেন বাম সমর্থিত প্রার্থীরা। প্রথমে মনোনয়ন চলাকালীন পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায়ে বাম ফ্রন্ট, এরপর বাকি চারটি আসনে ভোটাভুটি হলে বিপুল ভোটে বামেদের জয় আসে। বিজেপি কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি। যদিও এই লোকসভা এবং বিধানসভা বিজেপির দখলে অপরদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
Birbhum: ডেউচা পাচামী পাথর শিল্পাঞ্চলে গাড়ি উল্টে মৃত ১ আহত ১ পাথর শ্রমিক। মৃত যুবকের নাম শিব শঙ্কর রায়। খাদান থেকে তার পরিবারের লোকজনকে ফোন করে জানানো হয় গাড়ি উল্টে গেছে। আঘাতপ্রাপ্ত হয়েছে দুজন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
Canning: সরকারি স্ট্রিট লাইটের উদ্বোধনে এসে বিধানসভা ভোটের দামামা বাজালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙ্গড় থেকে এক লক্ষ ভোটের বেশি লিড নিয়ে জিতবেন বলে জানান তিনি। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাঙড় জুড়ে রোড লাইটের উদ্বোধন করেন সওকাত মোল্লা। বিধানসভা ভোটের আগে ভাঙ্গড় জুড়ে সর্বত্রই লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান শওকত মোল্লা। যদি কথা মতন কাজ করতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি দিন।
একদিকে যুদ্ধ আবহ। আর এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস,উজালা গ্যাস সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যা রাজ্য সরকারের মাধ্যমে জনগনকে দ্রয়া হয় তা জেলা বাসীরা পেয়েছেন কিনা তা জানতে গৃহ সম্পর্ক অভিযান শুরু করলেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। আসছে ২৬ এর ভোট। তার আগে সংগঠনের কর্মীদের দিয়ে সংগঠন সাজিয়ে নিতে উদ্যোগ নিলো বিজেপি। এই উপলক্ষে জলপাইগুড়ি মন্ডল ১ এর পক্ষ থেকে ২ নং ওয়ার্ডে জনসংখ্যা করতে দেখা গেলো বিজেপি যুব মোর্চার কর্মীদের। যুব নেতারা জানিয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মীরা শুধু ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়না। বছরভর মানুষের সুখে দুখে তাদের পাশে থাকে।
Murshidabad: মুর্শিদাবাদ থেকে এসে বাড়ি থেকে ডেকে গুলি।জমি সংক্রান্ত বিবাদে প্রাণে মারার উদ্দেশ্যেই শুক্রবার রাতে ৬-৭ জনের দল সশস্ত্র অবস্থায় ঘিরে ধরে গুলি চালায়।। গুলি বিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন কাটোয়া হাসপাতালে। নাম নসিয়ত শেখ।অভিযুক্তরা গুলিবিদ্ধ ব্যক্তির পূর্ব পরিচিত। অভিযুক্তদের তালিকায় এক পঞ্চায়েত সদস্য রয়েছে বলে অভিযোগ নসিয়ত শেখের।বাড়ি মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে হলেও জখম ব্যক্তি কেতুগ্রামের কেউগুড়ি গ্রামে গত কয়েক বছর ধরে বসবাস করছিল। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। কর্ণসুবর্ণের এক পরিচিত তাকে ডেকে রাস্তায় আসতে বলে।নসিয়ত গ্রামের রাস্তার মোড়ে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই একটি টাটাসুমো গাড়ী ও চারটি মটর বাইক এসে দাঁড়ায় অভিযোগ,কয়েকজন গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র বার করলে নসিয়ত শেখ হাত দিয়ে চেপে ধরে।তৎক্ষণাৎ গুলি চালিয়ে দেয় অভিযুক্তরা।গুলি লাগে নসিয়তের হাতে।গুলি বিদ্ধ অবস্থায় দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়।তার চিৎকারে আশে পাশের লোকজন বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।
আটকে থাকা পর্যটকদের বিকল্প রাস্তা দিয়ে নামাবার চেষ্টা , ধসে বিপর্যস্ত একাধিক এলাকা
নতুন করে কোন বৃষ্টিপাত না হলেও ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক জায়গা। ধসের কবলে উত্তর সিকিমের লাচুং , লাচেন , চুংথাং সহ একাধিক জায়গায় আটকে প্রায় ১৪০০ পর্যটক। ৬ থেকে ৭ জায়গায় ব্যাপক ধস রয়েছে। সেই সব এলাকায় জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। গতকাল বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে প্রায় ২০০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে বিকল্প রাস্তা হিসেবে জিরো পাস হয়ে লাচুং রোড হয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে চুংথাং ও লাচুংয়ের সংযোগকারী রাস্তা শনিবার বিকেলের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিকিমের বিওপি সাইডে দুটো বড় ভুমিধস সরিয়ে ফেলা হয়েছে। খেদুম্পায় জিআরঈএফ এবং আর্মির সহযোগীয় ধস সরানোর কাজ চলছে যুদ্ধাকালীন তৎপরতায়।
অন্যদিকে শুক্রবার প্রায় ২০০ পর্যটককে গ্যাংটকে পৌঁছানো সম্ভব হয়েছে। চুংথাং থেকে তাদের নামিয়ে সাংকলানের নব নির্মিত বেলি ব্রীজ দিয়ে তাদের গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। উল্লেখ্য , ভারতীয় সেনার ত্রীশক্তি কপস এই বেলি ব্রীজের কাজ তড়িঘড়ি সম্পন্ন করে।
Nadia: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার মৃত ওই মহিলার নাম শেফালী দাস বয়স ৪২। বাড়ি নদীয়ার থানার হাঁসখালী গোয়েশ এলাকায়। প্রতিদিনকার মতো তিনি মহিলা সমিতির টাকা কালেকশন করতেন আজকেও তিনি বাইক করে কালেকশনে বেরিয়েছিলেন এমন সময় এই দুর্ঘটনা ঘটে, পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মারাত্মক জখম হন ওই মহিলা এরপর বগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Jalpaiguri: ইতিহাস সৃষ্টি করলো সাদার্ন সমিতির জলপাইগুড়ি ফুটবল একাডেমী।জলপাইগুড়ির জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম মহিলা ফুটবল লীগে র শেষ ম্যাচ এ আমরা সাদার্ন সমিতি জলপাইগুড়ি ফুটবল একাডেমী ৫-০ গোলে ঘুঘুডানগা স্পোর্টস এন্ড কালচারাল কোচিং ক্যাম্প এর বিরুদ্ধে জিতে জলপাইগুড়ি জেলার ইতিহাসে প্রথম মহিলা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হলাম। লীগে ১৩ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হলো একাডেমীর বিশাখা বর্মন।
Arambagh: প্রচন্ড গরমে যেখানে দিকে দিকে জল কষ্টের ছবি সেখানে দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা গ্রামের মহিলারা।গরমের মধ্যে তাদের একমাত্র চাহিদা ছিল জল।সেই জলের সমস্যা সমাধান হয়ে যাওয়ায় এবার বেজায় খুশি হয়ে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতির মঙ্গল কামনা করে পুজো দিয়ে বাতাসা ছড়ালেন। মুন্ডেশ্বরি নদীর তীরবর্তী এই এলাকা পুরোপুরি বন্যা কবলিত ও পান্ডব বর্জিত এলাকা। যোগাযোগও সেরকম নেই। দীর্ঘ দিন ধরে এই এলাকার মহিলারা জল কষ্টে ভুগছিলেন। এলাকায় মাত্র একটা পাণীয় জলের কল ছিল।তাও খারাপ।সেই কল থেকে জল নিতে গিয়ে আহত হয়েছেন আট থেকে আশি সকলেই। এবারে তারা খুশি।মহা খুশিতে বাতাসা ছড়িয়ে তাদের দুজনের মঙ্গল কামনা করে পুজো দিলেন।
Kalna: জন্মদিনে নেমন্তন্ন করে ডেকে মদের আসরে এক যুবককে হাসুয়া দিয়ে গলায় কোপ দিয়ে খুনের চেষ্টা, গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন,আহত যুবক অমরেশ্বর দে। গতকাল গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালনা যোগীপাড়া এলাকায়, জানা গিয়েছে ব্যবসায়িক কারণে পাপাই ঘোষের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল আক্রান্ত যুবক অমরেশ্বর, বেশ কিছুদিন হয়ে গেল সে টাকা দিতে পারছিল না। গতকাল পাপাই তার নিজের জন্মদিনে তাকে নেমন্তন্ন করে, এরপরই মদের আসরে তার বাবা এবং স্ত্রীর সহযোগিতায় তার গলায় কোপ মেরে তাকে খুনের চেষ্টা করে।
Belgharia: বেলঘরিয়ায় বউমা ও নাতনিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে,প্রতিবাদ করলে বাচ্চা সহ দম্পতিকে ৪দিন ধরে বাড়ির বাইরে বের করে রাখল শ্বশুর,ঘটনায় নিস্ক্রিয় বেলঘরিয়া থানা। বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন চালাতো শ্বশুর শ্রীরাম দাস। এই গরমের দাবদাহে গত চার দিন ধরে জিনিসপত্র নিয়ে ৫ বছরের ছোট মেয়েকে সঙ্গে করে বাড়ির বাইরে দিন কাটাতে হচ্ছে এই দম্পতিকে।।বেলঘড়িয়া থানায় গেলে কোনো ডায়েরি নেয়নি বলে অভিযোগ। বেলঘরিয়া থানা অভিযোগ না নেওয়ায় বাধ্য হয়ে আদালতের দারস্ত হতে হয় দম্পতিকে।।আদালত রায়ে বলে দম্পতিকে পুলিসের উপস্থিতিতে অবিলম্বে বাড়িতে ঢোকাতে হবে। সেই আদালতের নির্দেশকে অমান্য করে একই জায়গায় অনড় অবস্থায় দম্পতির পরিবারের লোকজন।
Malbazar: কাশ্মীরে পর্যটকদের উপর বর্বর জঙ্গি হামলার তীব্র প্রতিবাদে মালবাজার ও ওদলাবাড়িতে যুব মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ মৌন মিছিল। সোমবার রাতে এই দুটি শহরের রাস্তায় হাতে মোমবাতি ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন বিভিন্ন ধর্মের মানুষ। মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
Belur: বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোডে বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার। সকালে এলাকাবাসীরা প্রাত:ভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘরে ছেলেকে খবর দিতে গিয়ে দেখা যায় ছেলের দেহ মাটিতে পড়ে। পাখায় গামছা লাগানো। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। ছেলে পাখায় গামছা ঝুলিয়ে আত্মঘাতী হয়। বাবাও সেই দেখে বাইরে পুকুরের ধারে আত্মঘাতী হয়। ছেলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন। মা এক বছর আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন।
Malbazar: অবশেষে খাঁচাবন্দি হল এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শনিবার সকালে মালবাজার ব্লকের বাগ্রাকোটে লিসরিভার চাবাগানের বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি। চা বাগানের শ্রমিকেরা জানান, ভোরবেলা থেকে চিতাবাঘের গর্জনের শব্দ শুনতে পান তাঁরা। গত কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। মাঝেমধ্যেই শ্রমিক আবাস এলাকা থেকে ছাগল ও শুকর নিয়ে যেত। এমনকি এক সপ্তাহ আগে দুই শ্রমিক আহত হন চিতাবাঘের আক্রমণে। পরিস্থিতি বিবেচনা করে বন দপ্তর হোপ ডিভিশনে ছাগল দিয়ে টোপ ফেলে একটি খাঁচা পাতে। সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।চিতাবাঘটিকে গরুমারা নিয়ে যাওয়া হবে, প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে
রাজ্যপাল এর শারীরিক অবস্থার আপডেট
# আইসিইউ থেকে আইটিইউ তে স্থানান্তর করাহল রাজ্যপাল কে। কার্ডিও থোরাসিক বিভাগে আই টি ইউ ১৯৫ বেডে স্থানান্তর করাহল তাকে।
# হাসপাতাল সূত্রে খবর,শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার।সকালে ফ্রুট জুস খেয়েছেন তিনি।
# মূলত চিকিৎসকরা তার হার্টের চিকিৎসার উপর নজর রাখছেন। এখনো পর্যন্ত অঞ্জিওপ্লাস্টি করার কথা ভাবছেন না চিকিৎসকরা।
শুভেন্দু অধিকারীর স্পেশাল ট্রেন আজিমগঞ্জ স্টেশন পেরিয়ে গেছে। ধুলিয়ান গঙ্গা স্টেশনে পৌনে ১২ টায় ট্রেন পৌঁছাবে। ট্রেন এই স্টেশনে ওনার জন্যই অপেক্ষা করবে। উনি এই এলাকা দেখা শেষ হলে স্টেশনে আসবেন। ১৫ মিনিটে মাঝের ৪ টি স্টেশন পেরিয়ে নিমতিতা স্টেশন যাবেন। সুতি এলাকার পরিস্থিতি দেখা হয়ে গেলে এই ট্রেনেই হাওড়া চলে যাবেন।
Purilia: ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া হচ্ছে বালির দাম। রাতের অন্ধকারে পুরুলিয়ার কংসাবতী নদীর উপর কাটাবেড়া নদীঘাটে পোকলেন দিয়ে বালি উত্তোলনের অভিযোগ এক সংস্থার বিরুদ্ধে। ওই ঘাটে বালি উত্তোলনের বরাত পাওয়া সংস্থার বিরুদ্ধে ই-চালানে অতিরিক্ত রয়্যালটি নেওয়ার অভিযোগ তুললেন ট্রাক্টর মালিকরা। ট্রাক্টর মালিকদের অভিযোগ, জেলার বাইরের এক বেসরকারি সংস্থা কংসাবতী নদীর কাটাবেড়া নদীঘাটে বালি উত্তোলনের বরাত পায়। সেই সংস্থার পক্ষ থেকে পোকলেন দিয়ে অবাধে বালি উত্তোলন করা হচ্ছে। সেই বালি পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলার বাইরে।
Jalpaiguri: হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে ও বিভিন্ন হিন্দু সংগঠনের সহযোগিতায় মোথাগ্রাম, মূর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনা সহ এবং পহেলগাঁও এ নৃশংস ও বর্বরোচিত হত্যার প্রতিবাদে জলপাইগুড়ির সমাজপাড়ার পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে মিছিল করে দিনবাজার, বেগুনটারী মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়৷ এখানে পাকিস্তান বিরোধী স্লোগানও উঠে। শেষে শহীদের উদ্দেশ্য প্রদীপ জ্বালিয়ে নিরাবতা পালন করা হয়।
Ranaghat: কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ও নিহত ভারতীয় নাগরিকদের আত্মার শান্তি কামনায় একটি মৌন মোমবাতি মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় রানাঘাট ২ নম্বর ব্লকের নোকারী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ মিছিলটি নোকারী BDO অফিসের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রথতলায় গিয়ে শেষ হয়। হাতে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। মিছিলে অংশ নেন রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে সহ ব্লকের অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। এদিনের কর্মসূচিতে তৃণমূলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Jalpaiguri: বাঁশের আড়ালে বিপুল টাকার বিদেশি সিগারেট পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রুখে দিল জলপাইগুড়ি জেলা পুলিস। গ্রেফতার দুই। উদ্ধার বিপুল টাকার বিলিতি সিগারেট। সিগারেট গুলি আসামের বাঙ্গাইগাঁও থেকে লোড করা হয়েছিল এবং উত্তরাখণ্ডে যাচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। আজ শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
শুক্রবার রাতে তপসিয়া শিবতলা মাঠের কাছে একটি দোকানে আগুন।
আগুন লাগে রাত সাড়ে ৮টা নাগাদ।
আগুন লাগার জেরে চাঞ্চলল ছড়ায় এলাকায়।
ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
কিভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়ে।
তবে আগুন লাগার জেরে দোকানে থাকা প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ভাইয়ের সাথে শেষ কথা হয় এক সপ্তাহ আগে বকরি ঈদে এক সাথে বাড়ি দুই ভাই বাড়ি আসবে। বদলা হবেই দুসমনকে কখন আমরা ছাড়ি না।
এমনটাই বলেন ঝন্টু শেখের দাদা রফিকুল শেক।
ব্যারাকপুর সেনা ছাউনিতে গান সেলুটের মাধ্যমে পুর্ন রাষ্টয় মরজাদায় ভোর পাঁচটায় তার বাড়ির উদ্যোশ্যে রওনা দিল সেনা জয়ান দের কন ভয়।
এখনো মুক্ত নয় বিএসএফ জওয়ান পূর্নম সাউ
প্রায ৭২ ঘণ্টা হতে চললো এখনো পাকিস্থানের কবলে বাঙালি বিএসএফ কনস্টেবল
পাক রেন্জার্সের তরফে ফের ফ্ল্যাগ মিটিং বাতিল করা হচ্ছে, আজ সকালে পরিবারকে ফোন করে জানানো হয়েছে এই বিষয়ে বিএসএফের তরফে
দাবি পরিবারে, উৎকন্ঠায় সাউ পরিবার
বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের মতো তৈরি হচ্ছে জটিলতা
২০২০ সালে অভিনন্দনকে ৪দিন বন্দী রাখার পর মুক্তি দিয়েছিল পাকিস্তান
তীব্র গরমে হাঁসফাস অবস্থা পুরুলিয়া জেলাবাসীর । গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই গরমের দাপট বাড়ছে জেলা জুড়ে। হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের । ভিড় বাড়ছে ঠাণ্ডা পানীয়ের দোকানগুলোতে। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন সকলেই ।
London Agitation: পহেলগাঁওকাণ্ডে ক্ষোভে ফুসছে বিদেশও।
লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ।
Pahalgam Attack: এবার ঘরে ঢুকে মার। আরও ৩ জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। জঙ্গি জাহিদ আহমেদের বাড়িতে বিস্ফোরণ। পুলওয়ামায় আহমেদ শেখের বাড়িও ধ্বংস । আসিফ শেখের বাড়িও ধ্বংস করে ভারতীয় সেনা।
NCW ON Mursidabad:
মুর্শিদাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের
‘মহিলা নিরাপত্তা ভেঙে পড়েছে, পুলিসের উপর ভরসা নেই’
কয়েকদিন আগে মালদহ-মুর্শিদাবাদ ঘুরে যায় মহিলা কমিশন
প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছে মহিলা কমিশন
‘আগে থেকেই ঝামেলার খবর থাকলেও কিছু করা হয়নি’
‘সীমান্ত এলাকা হওয়ায় বাইরের চরমপন্থীদের হাত থাকতে পারে’
Suvendu Adhikari:
হাইকোর্টের অনুমতিতে আজ মুর্শিদাবাদে শুভেন্দু।
ধূলিয়ান গঙ্গা স্টেশনে নামবেন শুভেন্দু অধিকারী।
সামশেরগঞ্জ এবং ধূলিয়ানের যাবেন বিরোধী দলনেতা।
আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন শুভেন্দু।
নিমতিতা এবং কাশেমবাড়ি এলাকাতেও যেতে পারেন।
Thank you