Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: আতঙ্ক পুরুলিয়াতে! রেডিও কলারহীন বাঘের হদিশ পেতে হিমশিম...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: আতঙ্ক পুরুলিয়াতে! রেডিও কলারহীন বাঘের হদিশ পেতে হিমশিম...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

14 January 2025
14 January 2025 10:15 AM

Priyangu Pandey Bjp: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুনের চেষ্টার ঘটনা। সোন ওরফে মহম্মদ আমির নামে এক যুবককে গ্রেফতার । এনআইএ-র হাতে গ্রেফতার স্থানীয় যুবক মহম্মদ আমির। গত বছর অগাস্টে প্রিয়াঙ্কুর গাড়ি লক্ষ্য করে গুলি চলে । প্রিয়াঙ্কুর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

14 January 2025 09:15 AM

Metro: নিত্যযাত্রীদের ভোগান্তি মেটাতে, ব্যস্ত সময়ে নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া পর্যন্ত ১৪টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মেট্রো গতবছর ডিসেম্বরের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার থেকে সব মেট্রোই যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। দিনভর ৭ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, উপযুক্ত পরিকাঠামো না থাকায় কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছিল যাত্রীদের। এই প্রেক্ষাপটেই দৈনিক ২৪৪-টির সঙ্গে ব্যস্ত সময়ে অতিরিক্ত আরও ১৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে ৮টা - ৬ মিনিট অন্তর চলবে এই অতিরিক্ত মেট্রো।

14 January 2025 09:15 AM

Tiger In Purulia: এখনও বাঘের আতঙ্ক পুরুলিয়াতে বান্দোয়ানের জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। পায়ের ছাপের নমুনা সংগ্রহ বনদফতরের। জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকায় সতর্কতা জারি বনদফতরের। রেডিও কলারহীন বাঘের হদিশ পেতে হিমশিম। বাঘের অবস্থান জানতে একমাত্র। ভরসা পায়ের ছাপ

Read More