জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Malbazar: মিড ডে মিলের লোভে আইসিডিএস সেন্টারে বুনো হাতির হানা। ক্ষতিগ্রস্ত সেন্টার। মিড ডে মিলের লোভেই গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের ডায়না লাইনে একটি আইসিডিএস সেন্টারে হানা দেয় চারটি বুনো হাতির একটি দল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সেন্টারের পরিকাঠামো ও খাবারের জোগান। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Bankura: রহস্যজনকভাবে নিখোঁজ ১ বছর চার মাসের এক শিশু। তীব্র চাঞ্চল্য ঘটায় এলাকায়। ভোর রাতে হঠাৎ নিখোঁজ শিশু, জানা যায় বাঁকুড়া সদর থানার সানাবাঁধের বগা গ্রামে নিজের বাড়িতে বাবা মায়ের সাথে শুয়ে ছিল ওই শিশু। হঠাৎ ভোর নাগাদ লক্ষ্য করে শিশুটি বিছানায় নেই। গোটা এলাকায় খোঁজাখুঁজির পর, খবর দেয়া হয় বাঁকুড়া সদর থানায়।বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনা তদন্ত শুরু করে।তবে এখনো নিখোঁজ শিশু।কিভাবে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল ভেবে পাচ্ছে না সদর থানার পুলিশ।
Bangladeshi Arrested: অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কালিন্দি নদী পেরিয়ে হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের আড়বেশে জঙ্গল দিয়ে ভারতে ঢোকার সময় দুই বাংলাদেশি যুবক গ্রেফতার। আজ ভোরে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার এলাকার কালিন্দী নদী দিয়ে নৌকায় করে সুন্দরবনবনের আড়বেশে জঙ্গল দিয়ে ভারতে ঢোকার সময় বাংলাদেশে সাতক্ষীরার কৈখালি গ্রামে বাড়ি আজিজুল ইসলাম ও সুরমান হোসেন গাজি নামে দুই বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ তার পর তারা সকালে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দিলে পুলিস তাদের গ্রেফতার করে। আজ দুই বাংলাদেশিকে বসিরহাট মহকুমার আদালতে তোলা হবে।
Khardaha: খড়দহ রহড়া কেরুলিয়া সাইবন রোড এলাকায় রাস্তায় ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর। মৃত ব্যাক্তি সকালে সেই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল। সেই সময় বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল।।আর সেই সময় সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মী ও রহড়া থানার পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।বিদ্যুৎ দফতরের কর্মীদের গাফিলতির অভিযোগে সোচ্চার এলাকাবাসী। মৃত ব্যাক্তির নাম মোহাম্মদ আমিন। বয়স ৬০ । দেশবন্ধু কলনীতে বাড়ি। খড়দহ বলাগর জুট মিলে কাজ করতে যাচ্ছিলেন।
Malbazar: কোথাও গাছের ডালে, আবার কোথাও রাতের অন্ধকারে রাস্তা পারাপার করছে অজগর। গরমে কারনে অজগর বেরিয়ে পড়ছে লোকালয়ে। তখন সবেমাত্র সকাল হয়েছে। শ্রমিকরা যে যার মত কাজে যেতে শুরু করেছে। কাজে যাওয়ার পথে হঠাৎই কিছু শ্রমিকের নজরে আসে এক উঁচু গাছের ডাল থেকে ঝুলছে এক বিশাল অজগর। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের টিলাবাড়ি চাবাগানের চার্চ লাইন শ্রমিক মহল্লায়। বিষয়টি দেখে হকচকিয়ে যায় শ্রমিকরা। চা বাগানে এদিক-ওদিক অজগর মাঝেমধ্যেই দেখেছে কিন্তু, গাছের ডাল থেকে এভাবে ঝুলতে দেখেনি। খবর চাউর হতেই ভিড় জমে যায় গাছের নিচে এবং আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চালসার বিশিষ্ট সর্পপ্রেমী দিবস রাই। তিনি বেশ কিছুক্ষণের চেষ্টায় গাছের ডাল কেটে সাপটিকে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপর তাকে উদ্ধার করা হয় এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। দিবস রাই জানান, সম্ভবত খাদ্যের সন্ধানে গাছের ডালে পাখির বাচ্চাদের খোঁজে গাছের ডালে উঠেছিল। সাধারণত ভারী শরীরের কারণে অজগর গাছের ডালে ওঠেনা। ওটি সুস্থই ছিল জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অনুমান, পাশেই রয়েছে গরুমারা অভয়ারণ্য সেখান থেকেই খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল।
Shawkot Molla: ভাঙড় বাজারে তৃণমূল কংগ্রেসের একটি প্রস্তুতি সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি প্রকাশ্যে জানান, "আমি যদি মনে করতাম, রাজ্জাক খাঁ খুনে নওশাদকে এক নম্বর আসামি করে দিতাম।" সভায় শওকত মোল্লা বলেন, “নওশাদ সিদ্দিকী বড় বড় কথা বলছে। যদি সে নিজের এলাকা জাঙ্গিপাড়া থেকে জিতে আসে, তাহলে ভাঙড়ে আইএসএফের হয়ে প্রচার করবে।”
Jalpaiguri: জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিসের সাফল্য। কয়েক ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিস। গ্রেপ্তার ২। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলন করে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান।
পথের কাঁটা সরাতেই পরিকল্পিত খুন। ময়নাগুড়ি র মিষ্টির দোকানের কর্মী অমল রায় খুনের ঘটনায় স্ত্রী প্রমীলা রায়ের প্রেমিক বিবেকানন্দ রায় ও তার সঙ্গী সঞ্জয় রায়কে গ্রেফতার করল জলপাইগুড়ি র ময়নাগুড়ি থানার পুলিস। বুধবার সকালে গলার নলি কাটা অবস্থায় নয়ানজুলি থেকে উদ্ধার হয় মিষ্টির কারিগর অমল রায়ের দেহ। ঘটনার আট ঘন্টার মধ্যে খুনের কিনারা। জলপাইগুড়ি জেলার বানারহাটের দুরামারি থেকে অমল রায়ের স্ত্রীর প্রেমিক বিবেকানন্দ রায় ও তার সঙ্গী সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিস। তদন্তে উঠে আসে রাতে দুরামারি থেকে এসে রাস্তার ধারে লুকিয়ে ছিল বিবেকানন্দ। অতর্কিতে হামলা। খুন করে দেহ নয়ানজুলি তে ফেলে রাতেই পালিয়ে যায়। বিভিন্ন সূত্র ধরে সন্ধ্যায় বিবেকানন্দ কে গ্রেফতার করে আনে পুলিস। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত মোটর বাইক। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে বলে পুলিস সূত্রে খবর।
Thank you