জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Durgapur: বিয়ে অনুষ্ঠানে গান বাজানো নিয়ে বচসা থেকে যুবক 'খুন', ফাঁসির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ। পুলিস পৌঁছালে পুলিসকে ঘিরে ধরেও বিক্ষোভ। চলতি মাসের ৯ তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বিয়ে বাড়িতে খুন হয় আতিশ বেদ নামের যুবক। মৃত যুবক পাণ্ডবেশ্বরের বাঙালপাড়ার বাসিন্দা ছিল। গ্রেফতার হয় বর পক্ষের ৪জন। পুলিসি হেফাজত শেষে আজ শনিবার দ্রুতদের মহাকুমা আদালতে পেশ করা হয়।
Weather: আজ তাপপ্রবাহের কবলে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। কাল রবিবার এর সঙ্গে যোগ হবে পুরুলিয়া জেলা। পরশু সোমবার ওই ৬ জেলায় তাপপ্রবাহ বহাল থাকার আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় স্বাভাবিকের তুলনায় ৩ বা ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা। সেই জেলাগুলোতেও ফিল লাইক তাপপ্রবাহের অনুভূতি। ১৮ এবং ১৯ মার্চ হওয়া বদল। পশ্চিমী গরম লু কে পরাস্ত করে খেল শুরু করবে বঙ্গোপসাগর। ১৮ মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প, শুষ্ক গরমের বদলে দরদরিয়ে ঝড়বে ঘাম। এই হওয়া বদলেই ক্রমশঃ তৈরি হবে বৃষ্টির পরিস্থিতি। ২০ এবং ২১ মার্চ বৃষ্টি দক্ষিণবঙ্গে। সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। নামবে দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা।
Saltlake: মদের আসরে খুন। রান্না ঘরের ছুরি দিয়ে এলোপাথারি কোপ। দুই পরিচারকের মধ্যে বচসা। আর তার ছেড়েই খুন বলে পুলিস সূত্রে খবর। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিস। প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জীর বাড়িতই এই ঘটনা। পুলিস সূত্রে খবর, সল্টলেকে জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতে মদের আসর বসে। সেখানেই দুই পরিচারকের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা চলাকালীন বরুন ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে গোপীনাথ মুহুরি কে। বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরে খবর যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিসের কাছে, পুলি, ঘটনাস্থলে এসে বরুণ ঘোষকে গ্রেফতার করে। তবে কি কারণে এই ঝামেলা, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস।
Bansdroni: বাঁশদ্রোণীকাণ্ডে গ্রেফতার ৩। একই পরিবারের ৩ জন গ্রেফতার। পরিবারের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। সেই অভিযোগে স্থানীয় বাসিন্দারা একটি ক্লাবের দ্বারস্থ হয়। ক্লাব সদস্যরা ওই পরিবারের সঙ্গে গত সন্ধ্যায় কথা বলতে যায়। তখন তাদের মারধর করার অভিযোগ ওঠে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এরপর ক্লাবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করা হয়। পীরপুকুর শক্তি সংঘ ক্লাবের সামনে ঘটনা ঘটে।
Bhatpara: ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনি এলাকায় স্থানীয় তিন দুষ্কৃতী। রাকেশ রায় ,সোমনাথ দাস ওরফে কাতলা, বলতা এরা বাড়ির সামনে থেকে সঞ্জিত বারুইকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল তারপরে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। কী কারণে তাকে এভাবে খুনের চেষ্টা করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিস।
Jalpaiguri: শুক্রবার রাতে জলপাইগুড়ি ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকায় ফ্লাইওভারের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ময়নাগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের দেবীনগর এর সায়ন সরকার বয়স আনুমানিক ২৬ বছর , বাইক করে ময়নাগুড়িতে আসার সময় এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা যায় মোটরসাইকেলের সঙ্গে কোনো গাড়ি র সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। বিকট শব্দে শুনে এলাকার মানুষজন ছুটে আসে। এবং পুলিশকে খবর দেয়। পুলিস এসে সায়ন সরকারকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃত বলে ঘোষণা করে।
Canning: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মারামারিতে জখম হলেন ৫ জন। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতের রোনিয়া পাড়া এলাকায় ।ঘটনার বিষয়ে একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় সূত্রের খবর ,দাঁড়িয়ার ঐ গ্রামে দুশতক সম্পত্তি নিয়ে মোল্লা পরিবারের মধ্যে বচসা চলছিল। সেই জায়গার উপর ঘর বাঁধার চেষ্টা করে আমিনআলি মোল্লারা বাধা দেয় হাবিবুল্লা, মোল্লা ও তাদের পরিবারের সদস্যরা।
Thank you