Home> রাজ্য
Advertisement

Bengali News LIVE Update: মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর দিকে রওনা সুনীতার!

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Bengali News LIVE Update: মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর দিকে রওনা সুনীতার!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

18 March 2025
18 March 2025 13:45 PM
WB Assembly: ফের উত্তপ্ত বিধানসভা, বিজেপির বিক্ষোভ। দোলযাত্রায় বিভিন্ন জায়গায় ‘অশান্তি’ । আলোচনার দাবিতে সরব বিজেপি । বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির । বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির ।
18 March 2025 13:45 PM
WB Assembly: বিধানসভায় নওশাদের বক্তব্যকে সমর্থন তৃণমূলের!  ‘যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে একজোটে লড়তে হবে।’ টেবিল চাপড়ে নওশাদকে সমর্থন একাধিক তৃণমূল বিধায়কের। সাম্প্রদায়িক অশান্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম দাবি।
 
18 March 2025 13:45 PM

C V Ananda Bose: যাদবপুরে ‘পুলিস কিয়স্ক’ প্রসঙ্গ। ‘পড়ুয়াদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত’ । ‘পড়ুয়াদের স্বার্থ পুরণ হলে তবেই পুলিস কিয়স্ক’। প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের

18 March 2025 13:15 PM

 Sunita Williams returning:  ৯ মাস মহাকাশে কাটিয়ে ঘরে ফেরা। সুনীতার পৃথিবীতে ফেরার কাউন্টডাউন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সুনীতাকে নিয়ে রওনা দিল ক্রু-৯ ও স্পেসএক্স। দুপুরের পর থেকে পৃথিবীর অভিমুখে মহাকাশযান। গভীর রাতে পৃথিবীর কক্ষপথে মহাকাশযান। প্যারাসুটের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা হবে। মহাকাশযান থেকে ক্যাপসুলে যাবেন মহাকাশচারীরা। ফ্লোরিডার উপকূলে জলভাগে অবতরণ করবে সেই ক্য়াপসুল।

 

18 March 2025 13:00 PM

Dilip Ghosh: ২০১৯ সালে কাঁথির কন্টাই থানা এলাকায় অমিত শা এর সভাতে তৃণমূল এর সাথে ঝামেলার ঘটনায় দিলীপ ঘোষ সহ বিজেপির ৩১ জনের নামে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় বিধাননগর এমপি এমএল এ কোর্টে আজকে রায়দান ছিল। দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীরা উপস্থিত ছিল। এই কেস আজ ডিসমিস হয়ে যায় এবং দিলীপ ঘোষ সহ ৩১ জন বেকসুর খালাস পায় বলে দিলীপ ঘোষের দাবি।

18 March 2025 12:15 PM

Dumdum: দমদম স্টেশনের কাছে ঝুলন্ত দেহ উদ্ধার। গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার । মৃতের পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে মৃত্যু? তদন্তে পুলিস। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিসের। 

18 March 2025 12:15 PM

Partha Chatterjee: নিয়োগ-মামলায় বিড়ম্বনা বাড়ছে ‘শ্বশুর’ পার্থর! শ্বশুর পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময় ভট্টাচার্য। আজ আদালতে ‘জবানবন্দি’ পার্থর জামাইয়ের। নতুন কোনও তথ্য উঠে আসতে পারে, অনুমান তদন্তকারীদের। 

18 March 2025 12:15 PM

Bankura: প্রাথমিক স্কুলের পর এবার কোপ পড়তে চলেছে বাঁকুড়া জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির উপর। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার সাতটি ব্লকে মোট সাতটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়েছে প্রশাসন। কারন হিসাবে দেখানো হয়েছে ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে ২০ র নীচে। স্কুল বন্ধের নোটিশ মিলতেই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পড়ুয়াদের। চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। কিন্তু একসময় রমরমিয়ে চলা এই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির এমন হাল কেন? কোন পরিস্থিতিতে পড়ুয়ার সংখ্যার নামলো এতটা নীচে? 

18 March 2025 11:30 AM

Balurghat: আবারও মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল কুমারগঞ্জের চকবরম এলাকায়। সোমবার রাতে স্থানীয় সি পি আই এম নেতৃত্ব ওই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ও তার পরিবারকে সাথে নিয়ে গিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ গত ১২ মার্চ রাত্রে স্থানীয় একটি হরিবাসরে রাতের খাবার খাওয়ার জন্য মানসিক ওই ভারসাম্যহীন অপেক্ষা করছিল। সেখানেই রান্নার কাজ করছিলেন হিতেন শীল (৫০)। তিনি তাকে খাবারের লোক দেখিয়ে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং রাত্রে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আটকে রাখেন দীর্ঘ সময়। বাড়ি দিতে যাওয়ার পথে একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কুমারগঞ্জ থানা তদন্ত শুরু করেছে মেয়েটিকে কিছুক্ষণের মধ্যেই বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হবে শারীরিক পরীক্ষার জন্য বলে পুলিশ সূত্রের খবর।

18 March 2025 11:30 AM

Mandarmoni: মন্দারমনি কোস্টাল থানা এলাকার পিছাবনি সংলগ্ন রামচন্দ্রনগর( রামনগর বিধানসভা) গ্রামে স্ত্রীকে কাতানের কোপ মেরে খুনের পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। মৃতদের নাম ভাস্কর গিরি(৫২) ও দূর্গারানি গিরি(৪২)। ভাস্কর পানের ব্যবসা করতেন।  রাতে ঘটনাটি ঘটেছে। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিস প্রাথমিক ভাবে জানতে পেরেছে। মদ্যপ অবস্থায় তিনি স্ত্রীকে উপর্যুপরি কাতানের কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী।

18 March 2025 11:30 AM

Nadia: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির, ঘটনাটি ঘটে নদীয়ার চাকদাহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের তাতলা মোড়ের কাছে। মৃত দুই ব্যক্তির নাম প্রশান্ত দে ও লোকেশ চক্রবর্তী। দুজনের বাড়ি চাকদাহের পুমলিয়া এলাকায়। ভোর বেলায় তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময়ে একটি গাড়ি তাদেরকে ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এরপর চাকদা থানার পুলিস তাদেরকে উদ্ধার করে চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে

18 March 2025 11:30 AM

১০০ দিনের কাজ নিয়ে রাজ্যসভায় সরব সোনিয়া। জিরো আওয়ারে তুললেন প্রসঙ্গ। বললেন, ইউপিএ জমানায় চালু হওয়া প্রকল্প ল্যান্ডমার্ক প্রমাণিত হয়েছে, অথচ ১০ বছরের সর্বনিম্ন বাজেট বরাদ্দ করা হয়েছে। ন্যুনতম মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করা, বছরে অন্তত ১৫০ দিনের কাজ দেওয়ার ব্যবস্থা করা-সহ নানা দাবি তোলেন তিনি।

18 March 2025 11:30 AM

প্রয়াত মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে। স্বচ্ছ নির্বাচন আয়োজনে তাঁর ভূমিকা, ভোটার কার্ড চালু করার মত দিকের উল্লেখ করে বর্তমান ভোটার তালিকায় কারচুপির অভিযোগের উল্লেখও করেন। তাঁকে ভারতরত্ন দিলে বর্তমান কমিশন কিছু শিখতে পারে বলে কটাক্ষও করেন। যদি কমিশন সায়ত্বশাসিত সংস্থা, তাদের নিয়ে প্রশ্ন তোলা যায় না বলে মনে করিয়ে দেন ডেপুটি চেয়ারম্যান হরি বংশ

18 March 2025 08:45 AM

GT Road: জি টি রোডে ওপর একটি চারচাকা গাড়িতে সি এন জি গ্যাস লিক করে আতঙ্ক ছড়ালো। উত্তরপাড়ায় রাস্তায় হঠাৎ গ্যাস লিক করে।চালক ও আরোহীরা নেমে পরে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও উত্তরপাড়া থানার পুলিস।

18 March 2025 08:45 AM

Jalpaiguri: জলপাইগুড়ি মিলনসংঘ ক্লাবের ঘরে এক ঘরোয়া পরিবেশে জলপাইগুড়ি বালাপাড়া তাইকোন্ডু একাডেমির হাত ধরে খেলাধুলার প্রসারে জলপাইগুড়ির ১০টি তাইকোন্ডু সেন্টারকে একসাথে তাইকোন্ডু অ্যাসোশিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গলের ছাতার তলায় নিয়ে আসা হলো।  বিভিন্ন  জাতীয় বা রাজ্য স্তরের যে প্রতিযোগীয় অনুষ্ঠিত হবে এই সকল তাইকোন্ডু সেন্টার গুলি একক ভাবে নয় এরা একত্রিত হয়ে জলপাইগুড়িকে রিপ্রেজেন্ট করবে। জলপাইগুড়ি তে  এক আলোচনার মধ্য দিয়ে  ডিস্ট্রিক কোওরডিনেটার বিকাশ ছেত্রীর উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়। যার সভাপতি নিযুক্ত হয় তাইকোন্ডু কোচ: কল্যাণ তন্ত্র , পাশাপাশি সম্পাদক নিযুক্ত হয় বিকাশ ছেত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইকোন্ডু  কোচ : টিনা দাস, বিশ্বজিৎ রায়,দিবাকর রায়, অনুপ রায়, অজয় মন্ডল সহ আরো অনেক বিশিষ্ট জনেরা।

18 March 2025 08:45 AM

Baguiati: বাগুইয়াটির বাজারের একটি কালী মন্দিরে গত ২৩ শে ফেব্রুয়ারি রাতে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি হয়, সেই চুরির কিনারা করতে চাকদাহ থানার মদনপুর এবং চাকদাহের রবীন্দ্রনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল বাগুইহাটি থানার পুলিস। ধৃতরা হলেন রাজেশ দে ও শম্ভু কর্মকার। রাজেশের বাড়ি চাকদাহ থানার তিন নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায়, শম্ভু কর্মকারের বাড়ি মদনপুরের পূর্ব পাড়া এলাকায়। চুরি যাওয়া জিনিসপত্র মদনপুরের শম্ভু কর্মকারের কাছে বিক্রি করেছিল। উদ্ধার বেশ কয়েক লাখ টাকা জিনিসপত্র। চোর ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিস কর্তৃপক্ষ। চোর এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করাকে সাফল্যের সাথে দেখতে পুলিস।

Read More