Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: অভিষেকের পর এবার মমতার পোস্টার, আজ ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার শহরে!

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: অভিষেকের পর এবার মমতার পোস্টার, আজ ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার শহরে!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

22 March 2025
22 March 2025 16:15 PM

Bangladesh: পদ্মাপাড়ে ফের আশান্তির মেঘ। বাংলাদেশের সেনাপ্রধানের  বিরুদ্ধে চড়ছে সুর। জেনারেল ওয়াকার-উজ জামানের পদত্যাগ দাবি। পদত্যাগ দাবি করে সরব এবার ইউনূসপন্থী ছাত্ররা। হাসনাত, সার্জিস আলম-সহ কট্টরপন্থীদের মিছিল। সেনার ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করা হয়। সামরিক শাসনের পথে কি এবার বাংলাদেশ? 

22 March 2025 14:15 PM

Mamata Poster: অভিষেকের পোস্টারের পর এবার মমতার পোস্টার। দক্ষিণ কলকাতায় ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার । গতকাল ‘অভিষেক অধিনায়ক’ বলে একাধিক পোস্টার । আজ ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার শহরে।

22 March 2025 14:00 PM

Bangladesh: পদ্মাপাড়ে ফের আশান্তির মেঘ, বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে চড়ছে সুর। জেনারেল ওয়াকার-উজ জামানের পদত্যাগ দাবি। পদত্যাগ দাবি করে সরব এবার ইউনূসপন্থী ছাত্ররা। হাসনাত, সার্জিস আলম-সহ কট্টরপন্থীদের মিছিল। সেনার ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করা হয়। সামরিক শাসনের পথে কি এবার বাংলাদেশ? 

22 March 2025 14:00 PM
Civic Volunteer Arrested: খড়দহে বেপোরোয়া সিভিক ভলান্টিয়ার। লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। প্রতিবাদ করলে মহিলাদের উপর ‘চড়াও’। মদ্যপ অবস্থায় মারধর-খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার।
22 March 2025 14:00 PM

Bhangar: ফের আক্রান্ত পুলিস, ঘটনাস্থল এবার ভাঙড়। জমি বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত। পুলিসকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ। পুলিসকে মারধরের অভিযোগে আটক কয়েকজনকে।

22 March 2025 14:00 PM

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই, বিতর্কের মুখে অবস্থানে অনড়। ‘মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলেছি’, ‘যা বলেছি, ঠিক বলেছি, খড়গপুরে দাঁড়িয়ে বলছি’। ‘বেয়াদপি করলে বাড়ি থেকে টেনে এনে পেটাবো’, মন্তব্যে অনড় থেকে হুঙ্কার বিজেপি নেতার। 

22 March 2025 13:45 PM

R. G. Kar Medical College: শীঘ্রই আরজি করে জরুরি বিভাগে মেরামত? গত বছর ১৪ অগাস্ট রাতে আরজি করে ভাঙচুর। সিবিআই তদন্তের স্বার্থে আটকে রয়েছে মেরামত। সূত্রে খবর, মেরামতের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ হয়েছে। সিবিআই-এর ছাড়পত্র জন্য আটকে মেরামত। কর্তৃপক্ষের সঙ্গে কথা সিবিআইয়ের। সিবিআই অনুমতি দিলেই শুরু হবে কাজ।

 
 

22 March 2025 09:45 AM

Mamata Banerjee: আজই লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সকালের বদলে বিকেলের বিমানে দুবাই রওনা । দুবাই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী

22 March 2025 09:30 AM

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই,বিতর্কের মুখে অবস্থানে অনড়। ‘মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলেছি’। ‘যা বলেছি, ঠিক বলেছি, খড়গপুরে দাঁড়িয়ে বলছি’। ‘বেয়াদপি করলে বাড়ি থেকে টেনে এনে পেটাবো’ মন্তব্যে অনড় থেকে হুঙ্কার বিজেপি নেতার। 

22 March 2025 09:00 AM

Jadavpur University: ফের উপাচার্যহীন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৩১ মার্চ বর্তমান উপচার্যের চাকরিজীবনের শেষ। ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি উপাচার্যের। স্থায়ী উপাচার্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে রাজভবন থেকে মেলেনি এখনও ছাড়পত্র। রাজভবনের ছাড়পত্র না মেলায় আটকে স্থায়ী নিয়োগ। 

22 March 2025 09:00 AM

IPL: আইপিএলের টিকিট কালোবাজারির অভিযোগ। কলকাতার পুলিসের হাতে গ্রেফতার ২। গিরিশ পার্ক থেকে গ্রেফতার ২জন । ধৃতদের কাছে থেকে উদ্ধার ১৭টি টিকিট । মিলেছে ২ ফোন, নগদ ২০৬০০ টাকা। 

22 March 2025 09:00 AM

IPL: আইপিএল ম্যাচের দিনে কলকাতার নিরাপত্তা বেষ্টনী একনজরে- ইডেন এবং লাগোয়া এলাকাকে ৫ টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি ভাগ এর দায়িত্বে একজন করে ACP পদমর্যাদার আধিকারিককে রাখা হবে। ইভটিজিং রুখতে ও মহিলাদের নিরাপত্তার স্বার্থে থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম। ওয়াচ টাওয়ার ও ড্রোন এর মাধ্যমে লালবাজার হেড কোয়ার্টার এর চলবে নজরদারী। ইডেন লাগোয়া এলাকায় ৩৫০০ সিসিটিভি বসেছে। কন্ট্রোল রুম আছে লালবাজারে। 

22 March 2025 09:00 AM

Bangladesh: বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও ব্যাংককে 'বিমস্টেক' শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনুসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা একেবারেই কম তবে, প্রথমাফিক সৌজন্য সাক্ষাৎ হতে পারে। - এমনটাই মনে করছে ভারতের কূটনৈতিক মহল। 

22 March 2025 09:00 AM

Fire Break out: নারকেলডাঙা মেইন রোডে থানার বিপরীতে একটি প্যাকিং বক্সের গুদামে আগুন। দমকলের ৭ টি ইঞ্জিন। সকাল ৭ টা ১৫ মিনিটে আগুন লাগে। দমকলের দুই কর্মী আগুনে জখম। আর জি করে নিয়ে যাওয়া হয়েছে। 

Read More