জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Domestic LPG Price Hike: সিলিন্দার প্রতি দাম বাড়ছে ৫০ টাকা। আজ মধ্য রাত থেকেই নতুন দাম কার্যকর, ৮২৯ টাকা থেকে দাম বেড়ে হচ্ছে ৮৭৯ টাকা।
Paikpara: পাইকপাড়া মোড়ে বাসে আগুন। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন। কয়েকজন আহত, দাবি প্রত্য়ক্ষদর্শীদের।
'সাধারণ ভাবে লোকে বিপদে পড়লে দেবতার নাম করেন, আর উনি বিপদে পরলেই আমার নাম করেন।': বিকাশ রঞ্জন ভট্টাচার্য
Ashok Nagar: অশোকনগরে গুলি, বোমাবাজির ঘটনা। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ব্যক্তি, এলাকায় মোতায়নে পুলিস। তল্লাশিতে উদ্ধার হয় তাজা বোমা।
২ টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ল। বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম।
Diamond Harbour: ডায়মন্ড হারবারে পরিবহন ধর্মঘট। পুলিসের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ।
Ranaghat: রামনবমী উপলক্ষে নদীয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব ময়দানে চলছে সাত দিনব্যাপী মেলা ও পুজোপাট প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ছে।
ক্লাসে বাচ্চারা একাই পড়াশোনা করছে। কোন স্যার নেই। বলা ভালো তাদের স্যারের চাকরি বাতিল হয়েছে তাই স্যার আসেননি আর স্কুলে। ইলেভেন টুয়েলভ এর ফিজিক্স এবং কেমিস্ট্রির স্যার আর আসবেন না। ফলে বিজ্ঞান বিভাগ বন্ধ রাখা ছাড়া খুব একটা করার কিছু নেই স্কুলের প্রধান শিক্ষকের।
Chingrighata Incident: চিংড়িহাটায় ফের দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির।
'এপ্রিল তালিকা প্রকাশ করতে হবে, না হলে ২১ এপ্রিল নবান্ন অভিযান': শুভেন্দু
'অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে': শুভেন্দু
Suvendu Adhikari : 'অধিকাংশ চাকরিহারা নেতাজি ইন্ডোরে ঢুকতে পারেনি' : শুভেন্দু
এক্সাইড মোড়ে প্রিযন ভ্যানে তোলা হল লকেট চট্টোপাধ্যায়কে।
যুব মোর্চার অভিযানে ধুন্দুমার, এক্সাইড মোড়েই আটকে দিল পুলিস, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি।
'উনি তো চোরের রানি, উনি কে চাকরি দেওার': জগন্নাথ চট্টোপাধ্যায়
'উনি তো সবার চাকরি খেয়েছেন, কে যোগ্য উনি বলতে পারবেন?': বিকাশ রঞ্জন ভট্টাচার্য
'১০ বছর চাকরি করলে বিকল্প ব্যাবস্থা': মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Meet: '২ মাসের মধ্যেই যোগ্যদের চাকরি': মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Meet: 'যোগ্য চাকরিহারাদের চাকরি দেবে সরকার' : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
'বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কাড়তে দেব না': মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চাকরিহারাদের গ্রেফতার করল পুলিস, তোলা হল প্রিজন ভ্যানে, চরম উত্তেজনা।
BJP Protest: বিধানসভা চত্বরে বিজেপির বিক্ষোভ।
Mamata Banerjee Meet: 'বৈঠকের পাস ইস্যু করল কে?' প্রশ্ন ঢুকতে না পারা বিক্ষোভকারীদের
Mamata Banerjee Meet: 'যেভাবেই হোক চাকরি ফিরিয়ে দিন...' মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন এক চাকরিহারা
নেতাজি ইনডোর শুরু হল মিটিং। মুখ্যমন্ত্রী এবং চাকরিহারাদের মধ্যে চলছে বৈঠক।
Mamata Banerjee: নিজের বাসভবন থেকে বেরিয়ে নেতাজি ইন্ডোরের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee Meet: চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা...
Mamata Banerjee Meet: ব্যানারহিন মঞ্চ থেকেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী সহ ১৯ জন।
Mamata Banerjee SSC: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অরূপ বিশ্বাস নেতাজি ইন্ডোরে এসে উপস্তিত হয়েছেন।
Mamata Banerjee Meet: নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার, বিশৃঙ্খলার জেরে অসুস্থ কয়েকজন চাকরিহারারা।
Mamata Banerjee Meet: বৈঠকের আগেই অশান্তি। পাস ইস্যুতে ঝামেলা, বচসা, হাতাহাতি। দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে নগরপাল।
Mamata Banerjee Meet: যাঁদের হাতে পাস আছে তাঁদেরই ঢোকানো হবে নেতাজি ইন্ডোরে। যাঁদের হাতে পাস আছে এবং যাঁদের হাতে পাস নেই, এই দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা। নেতাজি ইন্ডোরে তাঁদের বচসা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ব্যারিকেড করা করা হয়েছে।
Asansol: ভেঙে ফেলা হল আসানসোল বার্নপুরের ব্রিটিশ আমলের ৫টি কুলিং টাওয়ার। ইস্কো সম্প্রসায়ণের কাজ শুরুর কারণেই ভাঙা পড়ল টাওয়ারগুলি।
Mothabari: মোথাবাড়িতে অশান্তির তদন্ত-রিপোর্ট।হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা পুলিস সুপারের, এখনও পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার। ঘটনার নেপথ্যে ভাইরাল ভিডিও, উল্লেখ রিপোর্টে।
Mamata Banerjee Meet: 'কে পাস দিয়েছে? পাসের অর্ডার কোথায় করেছে? কে করেছে? কোথায় পেল? কী সিগনেচার আছে? কী নোটিস আছে...' প্রশ্ন পাস না পাওয়া চাকরিহারাদের।
SSC: বৈঠকের আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারারা, চাকরি না ফেরানো হলে আন্দোলনের পথে হাঁটবেন। গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছে চাকরিহারারা।
BJP Protest on SSC: চাকরিবাতিল ইস্যুতে কালীঘাট আজ অভিযানের ডাক বিজেপি যুব মোর্চার। অশান্তির আশঙ্কা, কালীঘাটে নিরাপত্তা জোরদার।
Gaza: ফের গাজায় ইজরায়েলের বোমা বর্ষণ। পরপর বোমা বর্ষণে কার্যত ধূলিসাৎ। গাজায় মৃত্যু মিছিলে, নিহত অন্তত ৪৪।
Ram Navami: রামনবমীর মিছিল ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বেহালার সরশুনা থানার সামনে বচসা, সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে বিশৃঙ্খলা! চাকরিহারাদের ২ পক্ষের মধ্যে অশান্তি।
Mamata Banerjee: রাত থেকেই শহিদ মিনারে চাকরিহারাদের ভিড়,‘রাতে একদল গিয়ে নিজেদের চাকরিহারা দাবি করে’। মুখ্যমন্ত্রীর বৈঠকের পাস চায় বলে অভিযোগ । অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে বচসা।
Weather: আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে কিছুটা কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
Thank you