জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Digha Jagannath Temple: বাংলায় এবার জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার শুভক্ষনে এই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রতিষ্ঠা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। প্রান প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা। সেই সন্ধিক্ষনের সাক্ষী হতে হাজির হচ্ছে বহু মানুষ দীঘায়। বাঁকুড়া থেকেও এই পুন্য মুহুর্তের সাক্ষি হচ্ছেন বহু পুন্যার্থী৷ বাঁকুড়ার ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়ার লাল ও সাদা পদ্ম ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে যাওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট ৩০০৩ টি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে। আর সাথে পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্নার পবিত্র জল। এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পূর্জা পার্বনে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছন ছাতনা ব্লক তৃণমূল।
Sagardeep: কাশ্মীর ও মুর্শিদাবাদের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে হিন্দু পদযাত্রা গঙ্গাসাগরে। সম্প্রতি কাশ্মীরে হিন্দুদের পরিচয় পত্র দেখে গুলি করে মারা হয়েছে ২৬ জন পর্যটককে। মুর্শিদাবাদেও হিন্দুদের ওপর করা হয়েছে আক্রমণ তারই প্রতিবাদে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের চকফুল ডুবি মন্দিরতলা বাজারে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ ও পদযাত্রা আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত কয়েকশো হিন্দুরা। দোষীদের কঠোরতম শাস্তির দাবির পাশাপাশি মৃতদের জন্য মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাও জানিয়েছে সাগরদ্বীপের হিন্দু সমাজ।
Kakdweep: সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রবিবার কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। এই সমবায় সমিতির নির্বাচনে মোট ১১টি সিট ছিল। সাতটি সিটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বাকি চারটি সিটে ভোট হয়। এই সিট গুলিতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।
Primary TET: আজ প্রাথমিক নিয়ে শুনানি কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি শুরু। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।
Cooperative Bank Elections in Jaynagar: জয়নগর সমবায় ব্যাঙ্ক নির্বাচনে জোট কংগ্রেস ও তৃণমূলের। সোমঝতার কারণেই মোট ২৯টি আসনের মধ্যে ১৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমুল কংগ্রেস অন্যদিকে ১১টি আসনে জয়ী কংগ্রেস সমর্থীত প্রার্থীরা। কোনো পদের জন্যই নির্বাচন হয়নি। সমঝোতার ভিত্তিতেই বোর্ড গঠন হতে চলেছে।
India Pakistan Tension: পাকিস্তানের মিথ্যা প্রচার রুখতে পদক্ষেপ। ষোলোটি পাকিস্তান ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাবে সিলমোহর। ষোলটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে। জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই টিভি-সহ ষোলটি চ্যানেল।
Arjun Singh: পুলিসকে মারার নিদান অর্জুন সিংয়ের। 'বাংলার পুলিস পাকিস্তানের দালাল, এদের দাবড়ানো দরকার'। অশোকনগর ভাটশালা মোড়ে কিছু বিজেপিকর্মী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন। সেই সময়ে অশোকনগর থানার আইসি চিন্তামণি নস্কর ও পিসিওসি অশোক বিশ্বাস-- মিলে ওই বিজেপি কর্মীদের তাড়িয়ে দেন। ঘটনার প্রেক্ষিতে অর্জুন সিং বলেন, 'বাংলার পুলিস পাকিস্তানের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এই সব কাজ করছে। যে পুলিস এই ধরনের কাজ করতে এসেছিল, তাদের ভাল করে দাবড়ানো উচিত ছিল।'
Pahalgam Attack: পহেলগাঁও আবহে বারবার উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা। আজ ভোর রাতে কুপওয়ারা, পুঞ্চে গোলাবর্ষণ। বিনা প্ররোচনায় গোলাবর্ষণ পাক সেনার। পাকিস্তানকে পাল্টা জবাব ভারতীয় জওয়ানদের। পহেলগাঁও-হামলার পর থেকে উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা।
Indian Navy: পহেলগাঁও আবহে শক্তি বাড়ছে নৌসেনার। ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিনের চুক্তি চূড়ান্ত করল নয়াদিল্লি। ৬৩ হাজার কোটি টাকার চুক্তি করল ভারত। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি।
Jalpaiguri Incident: কুলফিতে ব্লেডের পর, এবার জলপাইগুড়িতে আইসক্রিমে কিলবিল করছে পোকা, বাচ্চাদের কি খাওয়াচ্ছেন? আইসক্রিমে কিলবিল করছে পোকা! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির শোভাবাড়ি এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা আইসক্রিম বিক্রেতাকে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইসক্রিম কারখানার ম্যানেজার বরুণ রায়। তিনি ক্ষমা চান বাসিন্দাদের কাছে।
Pahalgam Attack: জঙ্গী হামলার ও হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা চিটিয়ে দেয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা ফেলে দেওয়ার বিরোধিতা করেন রঘুনাথপুর এলাকার তিন যুবক । ঘটনায় ওই তিন যুবককে গ্রেফতারের দাবিতে রবিবার রাতে রঘুনাথপুর থানায় জমায়েত করে বিক্ষোভে সামিল হন রঘুনাথপুরের বাসিন্দারা।
Pahalgam Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২৬ জনের স্মৃতিতে জলপাইগুড়িতে ২৬টি মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি। জলপাইগুড়ি আসাম মোর অশোকনগর এলাকায় কাশ্মীর ইস্যুতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় বিজেপি সদর উওর মন্ডলের তরফে। বিজেপির ওই কর্মসূচি থেকে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে বদলা নেওয়ার আওয়াজ তোলা হয়।
Pahalgam Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন জলপাইগুড়ির মুনলাইট ক্লাবের সদস্যরা। ভিক্ষাবৃত্তি সেরে বাড়ি ফেরার পথে তা দেখে দাঁড়িয়ে পড়েন বেরুবাড়ীর দুর্গা দাস। যোগ দেন ওই শ্রদ্ধাঞ্জলিতে। তিনি বলেন, 'আমাদের দেশের নিরীহ মানুগুলোকে যারা মেরেছে, তাদেরকেও মারতে হবে। এটাই চাই। সেই সঙ্গে জঙ্গিদের হানায় যাদের প্রাণ গিয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানালাম।'
Pahalgam Attack: ফের জম্মু-কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরে তুতমার গলির কাছে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। পাল্টা জবাব ভারতীয় সেনার। এদিকে, পহেলগাঁও-কাণ্ডে বিশ্বমঞ্চে আরও চাপে পাকিস্তান। ভারত সরকারকে যে কোনও রকম সাহায্যে প্রস্তুত FBI। আশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ পটেলের।
Thank you