Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: কলকাতাতেই কেবল ১০০-এরও বেশি রামনবমীর কর্মসূচি! বিভিন্ন প্রান্তে হবে শোভাযাত্রা

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

West Bengal News LIVE Update: কলকাতাতেই কেবল ১০০-এরও বেশি রামনবমীর কর্মসূচি! বিভিন্ন প্রান্তে হবে শোভাযাত্রা
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

31 March 2025
31 March 2025 13:30 PM

Nandur Incident:  পূর্ব বর্ধমানের নান্দুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। এলাকায় একটি ইটভাটায় ওই নাবালিকার পরিবার থাকে। 

31 March 2025 13:15 PM

Canning Arrest: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিস। মৃতের নাম কিঙ্কর ওরফে গণেশ মিস্ত্রি (৩৪)। মৃতের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত কুমারসা চক এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিস গাঁজা ব্যবসায়ী শঙ্কর সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি ক্যানিংয়ের নিকারীঘাটার তালতলা এলাকায়। জানা গিয়েছে কয়েকদিন আগে শঙ্করের ২৫ কেজি গাঁজা চুরি হয়। গাঁজা চুরির বদনাম দিয়ে শনিবার গণেশকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শঙ্কর। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। শঙ্করকে গ্রেফতার করে। এরপরই সোমবার সকালে নিকারীঘাটার এন্ডোলে এলাকার একটি মাঠে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই দেহটি গণেশ মিস্ত্রির বলে শনাক্ত করে তাঁর পরিবার।

31 March 2025 13:15 PM

Contai Incident: প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ৭০ জন। গুরুতর অসুস্থ ২০। পূর্ব মেদিনীপুরের কাঁথি বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কাদুয়া, কাদুয়া মুকুন্দপুর গ্রামের ঘটনা। গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে পুজোর অনুষ্ঠানের প্রসাদ খেয়ে অসুস্থ সবাই। প্রত্যেকের বমি ও পেটের অসুখ। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন।

 

31 March 2025 13:15 PM

Nadia R G Kar Threat: ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীর মাকে ফোন মেয়েকে কিডন্যাপ এবং 'আরজিকর' করে দেওয়ার হুমকি। নদিয়ার তাহেরপুর থানার বীরনগর এলাকার এক স্কুলছাত্রীর মাকে ফোন করে হুমকি। অভিযুক্ত যুবককে আটক করেছে তাহেরপুর থানার পুলিস। ধৃত যুবকের নাম সাগর দাস। মোবাইল ফোন ট্র্যাক করে অভিযুক্তকে আটক করে তাহেরপুর থানার পুলিস।

31 March 2025 13:15 PM

Ramnavami in Kolkata: শুধুমাত্র কলকাতা শহর জুড়েই ১০০-ও বেশি রামনবমীর কর্মসূচি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হবে শোভাযাত্রা। উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ১৬টা শোভাযাত্রা ও দক্ষিণ কলকাতায় ১৬টা শোভাযাত্রা হবে বলে স্থির হয়েছে। হবে অস্ত্র পুজোও।

31 March 2025 13:00 PM

Ram Navami: শুধুমাত্র কলকাতা শহর জুড়েই ১০০ এরও বেশি রামনবমীর কর্মসূচি। হবে অস্ত্র পূজনও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হবে শোভাযাত্রা। উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ১৬ টা শোভাযাত্রা। দক্ষিণ কলকাতায়  ১৬ টা। এছাড়াও অন্য সংগঠন এর ব্যানারে হবে কর্মসূচি। যে সমস্ত জায়গায় কর্মসূচি ও অস্ত্র পূজন উত্তর কলকাতা কাশিপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, শিয়ালদহ, এন্টালি । দক্ষিণ কলকাতা  মেটিয়াবুরুজ, পোর্ট এলাকা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ পর্ণশ্রী সহ একাধিক এলাকা। বিজেপি ছাড়াও বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জণী পুত্র একাধিক ব্যানারে বের হবে রামনবমীর শোভাযাত্রা।

31 March 2025 09:45 AM

Newtown: নিউটাউনে টোটো চালকের রহস্যমৃত্যু 
টোটো-সহ রক্তাক্ত দেহ উদ্ধার 
মৃতের নাম সুশান্ত ঘোষ, এক দম্পতিকে আটক 
আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন? 
এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিসের

31 March 2025 09:45 AM

Baruipur: মাদক খাইয়ে ২ নাবালিকাকে পাচারের চেষ্টা 
পুলিসের তত্‍পরতায় উদ্ধার নাবালিকা 
বারুইপুরে উত্তরভাগ কলোনির ঘটনা 
গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ২ ছাত্রী 
শিয়ালদহ স্টেশন থেকে ২ ছাত্রীকে উদ্ধার 

31 March 2025 09:45 AM

Kolkata Traffic: ইদের সকাল যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা 
বেলা ১২টা পর্যন্ত ৮২টি রাস্তায় যান চলাচল বন্ধ
বন্ধ মানিকতলা মেইন রোড, নারকেলডাঙা রোড 
বন্ধ আরজি কর রোড, এপিসি রায় রোড
বিকল্প পথে ট্রাফিক নিয়ন্ত্রণ কলকাতা পুলিসের 

Read More