Home> রাজ্য
Advertisement

West Bengal News LIVE Update: আরজি করে ধর্ষণ-খুন মামলায় ছুটির দিন বাদে প্রতিদিন শুনানি!

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

West Bengal News LIVE Update: আরজি করে ধর্ষণ-খুন মামলায় ছুটির দিন বাদে প্রতিদিন শুনানি!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 November 2024
11 November 2024 15:30 PM

আরজি করে ধর্ষণ-খুন মামলা। আজ থেকে শুরু বিচারপর্ব। ছুটির দিন বাদে প্রতিদিন শুনানি। সাক্ষীর তালিকায় একশো আঠাশ। রুদ্ধদ্বার শুনানিতে প্রথমে নির্যাতিতার পরিবারের সাক্ষ্যগ্রহণ। 

11 November 2024 10:30 AM

TMC: নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে ভাষণে। সাথে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।

11 November 2024 10:30 AM

Basanti Incident: ধারের পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্য স্বামী। তদন্তে পুলিশ। ধারের টাকা ছাড়া যদি তোলাবাজি টাকায় আক্রান্ত হয় তাহলে ঠিক আছে মন্তব্য বিজেপির। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ছড়ানেখালি গ্রামে। এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী সুশান্ত সরদার কে রাতেই ক্যানিং হুকুম হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।  

11 November 2024 10:30 AM

Contai Incident: আর জি কর আবহে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়ুর্বেদ ডাক্তারি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা।কারণ নিয়ে ধোঁয়াশা। জানা গেছে ছাদের উপর ফোনে কথা বলতে বলতে আচমকাই ঝাঁপ দেয় তরুণী। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ পুলিশ জানিয়েছে। কাঁথির আয়ুর্বেদ মহাবিদ বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সমর্ণিতা দত্ত। কলকাতার কসবা এলাকায় বাড়ি। কলেজ কর্তৃপক্ষ সুকোমল মাইতি জানিয়েছেন ছাত্রী ঝাঁপ দিয়েছে। শব্দ শুনে সহপাঠীরা দৌড়িয়ে গিয়ে উদ্ধার করে ছাত্রীকে।কলেজের একটি গাড়িতে করে কাঁথি হসপাতালে পাঠানো হয়। বুকের পাঁজর হাত পা ভেঙেছে তবে মাথায় আঘাত না লাগার কারণে কিছুটা স্থিতিশীল। তার পরিবারকে জানানো হয়েছে। অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতার বেলেঘাটার মনিপাল হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। আর জি কর আবহে আয়ুর্বেদ মেডিকেল কলেজে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার অভাব ও রাতে আলোর অভাবের অভিযোগ উঠেছে। তবে কলেজের নিরাপত্তারও কি তিনি জানিয়েছেন ছাদের উপর ফোনে কথা বলছিল ছাত্রী তারপরেই শব্দ পাওয়া যায়, ফোনে কথা বলতে বলতে আচমকা পড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে সিকিউরিটি। আত্মহত্যার চেষ্টা নাকি ফোনে কথা বলতে বলতে আচমকা পড়ে যাওয়া নাকি এর পেছনে কোন অন্য রহস্য রয়েছে সবটাই ইতিমধ্যে কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই ডাক্তারি কলেজে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী রয়েছে। যে বিল্ডিংটি থেকে পড়েছে ওই বিল্ডিং এর কিছুটা অংশ তৈরির কাজ চলছে। এটি একটি ছাত্রী আবাস বলেও জানা গেছে তবে বিল্ডিংটি একেবারেই কলেজ লাগোয়া।

11 November 2024 10:30 AM

Sodepur Incident: সোদপুরে জগদ্ধাত্রী পুজোয় গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ১ যুবককে গ্রেফতার করলো খরদহ থানার পুলিশ। সোদপুরে জগদ্ধাত্রী পুজোয় গিয়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।।গোটা ঘটনায় আতঙ্কিত নাবালিকার পরিবার।।ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়দহ থানায়।।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীপক রাজবংশীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।।আজ অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে। 

11 November 2024 10:30 AM

Bangaon: সকাল বেলা চলো গুলি | গুলিতে জখম অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী | বাড়ি বনগাঁ থানার বকশি পল্লী এলাকায় বাড়ি অসিত এব | পরিবারের লোকজন জানিয়েছে কালপুর এলাকায় তার একটি মাছের ভেড়ি রয়েছে | সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছে | তার পিঠে গুলি লেগেছে | বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার পর তাকে কলকাতা রেফার করেছে |

Read More