Home> রাজ্য
Advertisement

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘার জগন্নাথ ধামে প্রথমবার রথযাত্রা, লাখো ভক্তের ঢল... পুরী-মাহেশ-ইসকনেও ঐতিহ্যের যাত্রা...

Jagannath Rath Yatra 2025 Live Update: আজ হিন্দুদের অন্যতম বড় উৎসব রথযাত্রা। মায়াপুরের ইসকন, শ্রীরামপুরের মাহেশ, কলকাতার ইসকনের পাশাপাশি এবারের বাংলার রথে অন্যতম ও প্রধান আকর্ষণ দীঘার জগন্নাথ ধামের রথ। পুরীর জগন্নাথ মন্দিরের রীতি-নীতি-ই অনুসরণ করা হচ্ছে দীঘায়। একনজরে দেখুন রথযাত্রা উৎসব- 

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘার জগন্নাথ ধামে প্রথমবার রথযাত্রা, লাখো ভক্তের ঢল... পুরী-মাহেশ-ইসকনেও ঐতিহ্যের যাত্রা...
LIVE Blog

Digha, Iskcon Kolkata Jagannath Rath Yatra Live Update: আজ রথযাত্রা (Rath Yatra)। হিন্দুদের অন্যতম বড় উৎসব। রথযাত্রা উপলক্ষে লাখ লাখ ভক্তের ঢল পুরী ও দীঘায়। এবারের রথযাত্রার অন্যতম আকর্ষণ দীঘার রথযাত্রা (Digha Rath Yatra)। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবারই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন সেই রথযাত্রা উৎসবে। ওদিকে কলকাতার ইসকন ও শ্রীরামপুরের মাহেশেও ঐতিহ্যের রথ। রথ নবদ্বীপের মায়াপুরের ইসকনেও। একনজরে দেখুন বাংলার রথ-   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

27 June 2025
27 June 2025 15:00 PM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: স্বর্ণঝাড়ু, বরণ ও নারকেল ফাটিয়ে ইসকন মায়াপুরের রথের সূচনা করেন চলচ্চিত্র জগতের দুই নায়িকা দেবশ্রী রায় ও নবাগতা রুঙ্কিণী। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকারও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা।

 

27 June 2025 12:30 PM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দেখুন মায়াপুরের ইসকনের রথ ও নবসাজে সজ্জিত জগন্নাথ দেবকে।fallbacks

27 June 2025 11:45 AM

Rath Yatra 2025 LIVE Update: রথে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক লিখেছেন, "রথযাত্রার শুভ উপলক্ষে, আমি ভগবান জগন্নাথের সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলায়, এই বছরের উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে, দীঘা এখন গর্বের সাথে একটি নব-পবিত্র জগন্নাথ ধাম ধারণ করে, একটি পবিত্র স্থান যা আগামী কয়েক দশক ধরে একটি আধ্যাত্মিক পীঠস্থান হিসেবে কাজ করবে। আজ যখন ঐশ্বরিক রথ এগিয়ে চলেছে, তখন এর সঙ্গে প্রত্যেক ভক্তের আকাঙ্ক্ষা, প্রত্যেক পরিবারের আশা ও সংস্কৃতির ঐতিহ্য এগিয়ে চলেছে। নতুন নির্মাণে ভয় না পেয়ে, ঐতিহ্যকে আঁকড়ে এগোক বাংলার প্রতি ঘর। জয় জগন্নাথ।"

27 June 2025 11:45 AM

Digha Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘার রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবের প্রথম ঝলক।fallbacks

27 June 2025 11:45 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: বলভদ্রের পর এবার রথে প্রতিষ্ঠা করা হল সুভদ্রাকে। দীঘা রথযাত্রা ঘিরে তুঙ্গে উদ্দীপনা।

27 June 2025 11:45 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘা মন্দিরের প্রসাদ বিলি করবেন মেয়র।

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: রথে প্রতিষ্ঠা করা হল বলভদ্রের বিগ্রহ। রথের উপর থেকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন  সন্ন্যাসীরা। করা হয় আরতিও।

 

 

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘায় বৃষ্টি শুরু তার মধ্যেই বিগ্রহ মন্দির থেকে বের করে রথে বসানোর পর্ব চলছে।

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: মায়াপুর ইসকন থেকে আসা ভক্তরা দারুণ সুন্দর রঙ্গোলি আঁকছেন দীঘার রথযাত্রার পথে। ইসকনের প্রচুর বিদেশি ভক্ত খোল-করতাল বাজাচ্ছেন।

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 LIVE Update: দীঘায় ফুল ছড়ানো হচ্ছে রাস্তায়। ঢাক-ঢোল ঘন্টা বাজছে। সুদর্শন চক্র আসছে।

 

27 June 2025 11:30 AM

Puri Jagannath Rath Yatra 2025 LIVE Update: মহা ধুমধামে শুরু পুরীর রথযাত্রা, সমুদ্র-শহরে পুণ্যার্থীদের ঢল।

 

27 June 2025 11:30 AM

Puri Jagannath Rath Yatra 2025 LIVE Update: শুক্রবার সকাল থেকেই ঢল নেমেছে পুরীতে। মহাসমারোহে শুরু হয়েছে রথ উৎসব।উৎসবে সামিল হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী।  জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ হল দর্পদলন বা পদ্মধ্বজ৷

 

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 Live Update: দীঘা মন্দিরের গর্ভগৃহে পাহন্ডি বিজয়ের পর্ব শুরু হচ্ছে। তার আগে দেবতাকে নবসাজে সাজাচ্ছেন সন্ন্যাসীরা।

 

27 June 2025 11:30 AM

Jagannath Rath Yatra 2025 Live Update: দীঘায় কোন পথে গড়াবে রথের চাকা? ছবি এঁকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানিয়ে দিলেন সময়ও।

Read More