Home> রাজ্য
Advertisement

WB 5th Phase Election 2021 Live: বিধাননগরে নয়াপট্টিতে সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ

WB 5th Phase Election 2021 Live: বিধাননগরে নয়াপট্টিতে সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ
LIVE Blog
17 April 2021
17 April 2021 11:45 AM

চাকদহে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি এক ব্যক্তির। রাস্তায় পড়ে গেল পিস্তল।     

17 April 2021 11:15 AM

দেগঙ্গার ৮৩, ৭৮, ১০৩, ১৭৮ ও ১১৬ নম্বর বুথে ভোটারদের ঘিরে রাখা হয়েছে। ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।

17 April 2021 10:00 AM

সব্যসাচী দত্ত জানান,'এটাই বাংলার অবস্থা। পুলিস দলদাসে পরিণত হয়েছে।'

fallbacks

17 April 2021 10:00 AM

সল্টলেকে উত্তেজনা। শান্তিনগরে তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে পৌঁছন গেরুয়া শিবিরের প্রার্থী সব্যসাচী দত্ত। দু'পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি।

fallbacks

17 April 2021 10:00 AM

সকাল ৯ পর্যন্ত ভোটের হার ১৬.১৫%।
জলপাইগুড়ি- ১৮.৬৫%।
কালিম্পং-১৪%।
দার্জিলিং -১৪.৭৩%। 
উত্তর ২৪ পরগনা -১৫.১৩%।
পূর্ব বর্ধমান -১৬.০৬%।
নদীয়া-১৬.৪৫%। 

17 April 2021 09:45 AM

কামারহাটিতে ১০৭ নম্বর বুথের মধ্যে মৃত্যু হয়েছে নির্দল প্রার্থী অভিজিৎ সামন্তের এজেন্টের। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ভোটপ্রক্রিয়া চলাকালীন অসুস্থ হন। বুকে দিয়ে শুয়ে পড়েন। মেজর হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা।      

 

17 April 2021 09:30 AM

কল্যাণীর গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা। তৃণমূলের দিকে অভিযোগ। অস্বীকার শাসক দলের। 

fallbacks

 

17 April 2021 08:30 AM

শীতলকুচির অডিয়োক্লিপ-কাণ্ডে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।   

17 April 2021 08:30 AM

বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপির এজেন্টদের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টদের অভিযোগ, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বাঁশ-লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।   

17 April 2021 08:00 AM

শিলিগুড়ি উচ্চ নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন অশোক ভট্টাচার্য ।

fallbacks

17 April 2021 08:00 AM

আজ ভোট বাক্সে তাঁরও ভাগ্য নির্ধারণ। দক্ষিণেশ্বরে পুজো দিলেন মদন মিত্র

fallbacks

17 April 2021 07:45 AM

শান্তিপুর ৭১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে CRPF-এর বাহিনী ও সেক্টর অফিসাররা রয়েছে।

fallbacks

17 April 2021 07:45 AM

বুথে বুথে ঘুরছেন পার্নো মিত্র

fallbacks

17 April 2021 07:45 AM

বেড়াচাঁপা পলিটেকনিক কলেজ  বুথ নং ১৬৪A-তে ভোট দিয়ে বেড়োলেন দেগঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী দীপিকা চট্টোপাধ্যায়

fallbacks

17 April 2021 07:30 AM

মিনাখাঁ বিধানসভার মালঞ্চে ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ২০২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র বিজেপি বেশকিছু কর্মীরা পোলিং এজেন্ট নিয়ে প্রবেশ করতে যায় তখনই এলাকারই তৃণমূলের এক কর্মী তাঁদেরকে বাধা দেয় বলে অভিযোগ। জামার কলার ধরে তাকে ধাক্কা দেয় মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

fallbacks

17 April 2021 07:30 AM

কালিম্পং-এ কোভিডবিধি মেনেই চলছে ভোট গ্রহণ

fallbacks

17 April 2021 07:30 AM

জামালপুর বিধানসভার ৮০ এ বুথে ইভিএম খারাপ। ভোট দান শুরু করা যায়নি।

17 April 2021 07:30 AM

রায়না বিধানসভার  ৯৪ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ থাকায় এখনও ভোট শুরু হয়নি।

fallbacks

17 April 2021 07:15 AM

কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই মিনাখাঁয় ভোট গ্রহণ। সামাজিক দূরত্বের বালাই নেই। ভোটারদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। এমনই চিত্র ধরা পরল, মিনাখা বিধানসভা মালঞ্চ মোল্লাখালি  এফপি স্কুলে ২০১ বুথে ।

17 April 2021 07:15 AM

আজ পঞ্চম দফায় ৪৫ আসনের ভোটগ্রহণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। এর আগে ৪ দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এই দফায় ভোট কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই আজ ভোটগ্রহণ। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬, নদিয়ায় ১৭টির মধ্যে ৮ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ।

17 April 2021 07:00 AM

fallbacks

17 April 2021 06:45 AM

হাইকোর্টের নির্দেশ, কোভিডবিধি মেনে সম্পন্ন করতে হবে পঞ্চম দফা নির্বাচন। পূর্ব বর্ধমান, মেমারি, নুদিপুর। সেকেন্ড পোলিং অফিসারের  কাপুনি দেওয়া জ্বর আসে। তার বদলে চেঞ্জ করা হয় পোলিং অফিসার। অসুস্থ পোলিং অফিসারকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দায়িত্বে থাকা আশাকর্মী এবং ভোটারদের দাবি, সঠিকভাবে ভোটগ্রহণ কেন্দ্র স্যানিটাইজ করা হয়নি। প্রশ্ন হল, তাহলে কিভাবে সুরক্ষিত থাকবে ভোটার এবং ভোট কর্মীরা! 

17 April 2021 06:45 AM

রাত আড়াইটা নাগাদ তৃণমূল এজেন্টের বাইকে আগুন। এজেন্টের নাম নন্দদুলাল দাস। বাড়ি তারুলিয়া। চঞ্চল কুমারী স্কুলে ২৬৪ নাম্বার বুথে এজেন্ট ছিল। আতঙ্কে আজ বুথে যাননি তিনি।

fallbacks

 

17 April 2021 06:45 AM

রাজগঞ্জ বিধানসভার রানীনগড় ঢেমদাপাড়া বুথে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা। ভোট বয়কটের আড়ালে এই কাজ বলে অভিযোগ বিজেপির। 

17 April 2021 06:30 AM

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদয়ালয়ের ৭০,৭১,৭২,৭৩ বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। এজেন্টদের নাম অজিত সরকার, অজিত সরেন। জখম দু'জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

fallbacks

17 April 2021 06:30 AM

পূর্ব বর্ধমান, মেমারি, নুদিপুরের ২৬৫ পোলিং বুথে একজন ভোট কর্মীর কাপুনি দেওয়া জ্বর আসে। সঙ্গে সঙ্গেই বুথ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।

17 April 2021 06:30 AM

বর্ধমান দক্ষিণ বিধানসভার রথতলা মনোহর দাস স্কুলের ভোটের লাইন।

fallbacks

17 April 2021 06:30 AM

সকাল থেকে লম্বা লাইন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে,চলছে স্যানিটাইজার

fallbacks

Read More