Home> রাজ্য
Advertisement

West Bengal Election Results 2024 Live: এক নেতার নির্দেশে কেন্দ্র বদল করে আমাকে হারানো হয়েছে, নাম না করে শুভেন্দুকে নিশানা দিলীপের

West Bengal Lok Sabha Election Result 2024 LIVE Counting and Updates in bangla: গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা - প্রথম স্তর- লাঠিধারী পুলিস, দ্বিতীয় স্তর- সশস্ত্র পুলিস, তৃতীয় স্তর- কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮ থেকে শুরু ভোটগণনা। এরপর বেলা যত গড়াবে, একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সামনে আসবে। 

West Bengal Election Results 2024 Live: এক নেতার নির্দেশে কেন্দ্র বদল করে আমাকে হারানো হয়েছে, নাম না করে শুভেন্দুকে নিশানা দিলীপের
LIVE Blog

West Bengal Lok Sabha Election Results Live: আজ লোকসভা নির্বাচনের ভোটগণনা। সঙ্গে ফল প্রকাশ। নিশ্চিন্দ্র নিরাপত্তার ঘেরাটোপে গণনাকেন্দ্র, স্ট্রং রুম। ১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। সারাদেশে চলেছে লোকসভা নির্বাচনে। ৭ দফায় ভোট হল বাংলায়। এবার জানা যাবে মানুষের রায়। সকাল ৮ থেকে শুরু ভোটগণনা। এরপর বেলা যত গড়াবে, একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সামনে আসবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

04 June 2024
04 June 2024 20:15 PM

ভোটে হেরে এবার হাটে হাঁড়ি ভাঙলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, দলের এক নেতার নির্দেশে তাঁর আসন বদল করা হয়। এভাবেই তাঁকে হারানো হয়েছে। তাঁর আক্রমণের লক্ষ্য শুভেন্দু অধিকারী। যদিও তিনি তাঁর নাম করেননি।

04 June 2024 19:15 PM

WB Election Result: বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

04 June 2024 17:30 PM

WB Election Result: মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী কংগ্রেসের ঈষা খান চৌধুরী। ১,২০,৫৫২ভোটে জয়ী।

04 June 2024 17:15 PM

WB Election Result: দেবকে ঘিরে উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের। সবুজ আবির রাঙল ঘাটাল।

04 June 2024 17:00 PM

WB Election Result: দশম রাউন্ডের শেষে ৫৭৯৬ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

04 June 2024 17:00 PM

WB Election Result: কোচবিহারে জয়ী তৃনমুল। কাউন্টিং সেন্টার থেকে বেড়িয়ে বললেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শেষ মুহুর্তের আপডেট ৩৯৫২৭ হাজার ভোটে এখনো এগিয়ে তৃনমুল প্রার্থী।  রাস্তায় সবুজ আবির খেলা শুরু তৃণমুলের৷

04 June 2024 16:45 PM

WB Election Result: শেষ রাউন্ডে হিসেবে অনুযায়ী ৫৭ হাজার ৮৩ ভোটে জয়ী মহুয়া ফাইনাল।

04 June 2024 16:45 PM

WB Election Result: বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ১০ রাউন্ড গণনার পরে ৪৯০০ ভোটে এগিয়ে।

04 June 2024 16:45 PM

WB Election Result:  বর্ধমান পূর্বের তৃণমূল ভালো ফল বেরোতেই কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর বিজেপি কার্যালয়ে ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে।  মঙ্গলবার বিকেলে বিজেপি পার্টি অফিসে থাকা টেবিল, চেয়ার, টিভি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। একই সাথে পাশে থাকা একটি সেলুন ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার আইসি সহ বিশাল পুলিস বাহিনী। ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস।

04 June 2024 16:30 PM

WB Election Result: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭০১৫৬৩ ভোটে এগিয়ে।

04 June 2024 16:30 PM

WB Election Result: কামারহাটি বিধানসভা থেকে ১৮০০০ ভোটে, জয়যুক্ত সৌগত রায়।

04 June 2024 16:30 PM

WB Election Result: ১৩২৬৮০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। গণনা চলছে।

04 June 2024 16:30 PM

WB Election Result: গণনা কেন্দ্রের বাইরে ঘন্টা বাজিয়ে উল্লাস করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। ঘন্টা বাজানোর প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁ শহরে ঘন্টা মিছিল করেছিলাম। সেই সময় বলেছিলাম বিশ্বজিৎ দাসের বিষয় ঘন্টা বেজে গিয়েছে। আজ সেটা বাস্তব হচ্ছে তাই ফের ঘন্টা বাজাচ্ছি।'

04 June 2024 16:30 PM

WB Election Result: বর্ধমান পূর্ব  লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার।

04 June 2024 16:15 PM

WB Election Result: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ের পথে কীর্তি আজাদ বলেন, 'বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমায় এত সমর্থন দিয়েছেন।' তিনি আরও বলেন, 'আমি যেভাবে মানুষের ভালবাসা পেয়েছি সেই ঋণ শোধ করার চেষ্টা করে যাব। রাজ্যের প্রতি হওয়া অন্যায়ের জন্য লড়াই করব। এলাকার উন্নয়ন করার বেশ কিছু পরিকল্পনা আছে। গোটা নির্বাচন পর্বে দিলীপ ঘোষ প্ররোচনা দিয়ে গেছেন।উনি অনেক আপত্তিকর মন্তব্য করে গেছেন। আমি জবাব দিই নি।কারণ আমি জানতাম বাংলা ভদ্রলোকের জায়গা।' 

04 June 2024 16:15 PM

WB Election Result: ৯ম রাউন্ডে বালুরঘাট লোকসভা আসনে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

04 June 2024 16:15 PM

WB Election Result: ১,৩৯,৭৯৩ ভোটে সম্ভাব্য জয়ী হাওড়া সদর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

04 June 2024 16:15 PM

WB Election Result: তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের এগিয়ে থাকার ব্যবধান ৭৪৩২৯ ভোট।

 

04 June 2024 16:15 PM

WB Election Result: জয়নগরে জয়ী তৃণমূলের প্রতিমা মণ্ডল।

04 June 2024 15:45 PM

WB Election Result: বরানগর বিধানসভা উপনির্বাচনে ৭রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি ২৬০০ ভোটে এগিয়ে।

04 June 2024 15:45 PM

WB Election Result: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী কৃতি আজাদ। পরাজিত দিলীপ ঘোষ।

04 June 2024 15:45 PM

WB Election Result: আসানসোল লোকসভা কেন্দ্রে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুগ্ন সিনহা।

04 June 2024 15:30 PM

WB Election Result: কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। জয়ী হয়ে ফের সংসদের পথে রানিমা। 

04 June 2024 15:30 PM

WB Election Result: বরানগর বিধানসভা ৮নং রাউন্ড শেষে প্রায় ২২০০ ভোটে এগিয়ে  তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

04 June 2024 15:15 PM

WB Election Result: দার্জিলিং জেলা ও কালিম্পং-এ বোম বাজি ফাটিয়ে বিজেপি নেতাকর্মীদের বিজয় উল্লাশ পাহাড়বাসীদের।

 

04 June 2024 15:15 PM

WB Election Result: দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ট ১ লক্ষ ১৫ হাজার ৭৩৮ ভোটে এগিয়ে।

04 June 2024 15:00 PM

WB Election Result: অষ্টম রাউন্ডে বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে।

04 June 2024 15:00 PM

WB Election Result: ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে দেব। ৪৬ হাজারের বেশি ভোটে এগিয়ে জুন মালিয়া।

04 June 2024 15:00 PM

WB Election Result: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে ১ লাখ ১৮ হাজার  ২৬১ ভোটে।

04 June 2024 15:00 PM

WB Election Result: ১০ রাউন্ড শেষে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ৭৮৮৯ ভোটে এগিয়ে।

04 June 2024 14:45 PM

WB Election Result: কেশপুরে ভোট লুট হয়েছে অভিযোগ বিজেপি প্রার্থী  হিরণের। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ভোট গণনা কেন্দ্র ঘাটাল কলেজ থেকে বেরিয়ে অভিযোগ করেন। তাঁর অভিযোগ কেশপুরে ভোট লুট হয়েছে এবং তাতে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের এর উপর দোষারোপ করেন। তিনি জানান কেশপুরের একাধিক বুথে বিজেপি শূন্য ভোট  পেয়েছে এ থেকেই বোঝা যায় কিভাবে ভোট লুট হয়েছে কেশপুরে। আগামী পাঁচ বছর ঘাটালে উন্নয়নের প্রয়োজনে যদি প্রয়োজন হয় তিনি ঘাটালের পাশে থাকবেন বলেও জানান।

04 June 2024 14:45 PM

WB Election Result: আসানসোল লোকসভা কেন্দ্রের বাইরে বিজেপির ক্যাম্পে ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। ছুটে চলে আসে কর্তব্যরত পুলিসকর্মীরা।। ক্যাম্প থেকে বের করে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের।  উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হওয়ায় বিজেপি ক্যাম্পে পুলিসি পাহারার ব্যবস্থা করা হয়।

04 June 2024 14:30 PM

WB Election Result: কয়েক মাস ধরে খবরের শিরোনামে ছিল সন্দেশখালি। আর এই সন্দেশখালি থেকেই বিজেপির পাখির চোখ করে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালি প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। এবার সেই সন্দেশখালিতেই সবুজ ঝড়।  অষ্টম রাউন্ড শেষে ১,৯২,১৫৯ ভোটে এগিয়ে রয়েছে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম। আর তারপর থেকেই কার্য যুক্ত সন্দেশখালিতে শুরু হয়েছে সবুজ আবির মেখে জয় উল্লাস।

04 June 2024 14:30 PM

WB Election Result: ৪৭ হাজার ৫৭ ভোটে এগিয়ে পার্থ ভৌমিক।

04 June 2024 14:30 PM

WB Election Result: 'এই হার মাথা পেতে নিচ্ছি। এ রায় জনগণের রায়', বললেন বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার।  তিনি আরও বলেন, 'কাউকে দোষ দেব না। কোনও ভুল হয়নি। কর্মীরাও যথেষ্ট চেষ্টা করেছে। তবে হারের কারণ নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে।'  তার মতে, সিপিএমের প্রার্থী নীরব খাঁ অনেক ভোট কেটে নিয়েছেন। হেরে গেলেও তিনি বর্ধমান পূর্ব কেন্দ্রের কর্মীদের পাশে থাকবেন বলে জানান।

04 June 2024 14:30 PM

WB Election Result: ব্যবধান মাত্র ১২ হাজার ভোট। 
এই ব্যবধান আরও তলানিতে যাবে। শেষ হাসি তিনি হাসবেন এমনই বিশ্বাস করেন তৃণমূল প্রার্থী। রাজ্যের ফলাফলে মুখে চওড়া হাসি নিয়ে তমলুক  গণনা কেন্দ্রে এলেন দেবাংশু।

 

04 June 2024 14:15 PM

WB Election Result: জয়ের সম্ভাবনা নিশ্চিত। বাড়ির সামনে কর্মী সমর্থকদের সাথে নাচের তালে মেতে উঠলেন হাওড়ার তৃনমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়। পরপর চারবার জয়। হাওড়ার মানুষের কাছে প্রকাশ করলেন প্রসূন। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।'

04 June 2024 14:15 PM

WB Election Result: ১২ নম্বর রাউন্ড শেষ - শতাব্দী রায় এগিয়ে ৮৬৭০৬ ভোটে।

04 June 2024 14:15 PM

WB Election Result: এগারো রাউন্ডের শেষে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ ১ লক্ষ ১১ হাজার ৩৪৯ ভোটে এগিয়ে।

04 June 2024 14:15 PM

WB Election Result: দশম রাউন্ডের শেষে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ৯২০৭৫ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষের চেয়ে এগিয়ে রয়েছেন।

04 June 2024 14:15 PM

WB Election Result: সিপিএমের এজেন্টকে একাউন্টিং হল থেকে চড় থাপ্পড় মেরে বার করে দেওয়ার অভিযোগ তুললেন সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

04 June 2024 14:15 PM

WB Election Result: যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ ১৩১০৮৫ ভোটে এগিয়ে।

04 June 2024 14:00 PM

৬৯২৮ ভোটে বালুরঘাটে এগোলেন সুকান্ত মজুমদার।

04 June 2024 14:00 PM

WB Election Result: আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীও সমর্থকরা পুলিসকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ সুরেন্দ্র সিং আলু ওয়ালিয়া সিআইসেফ নিরাপত্তা নিয়ে কাউন্টিং স্টেশনে প্রবেশ করেছিল।

04 June 2024 14:00 PM

WB Election Result: মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার অষ্টম রাউন্ডে ১ লক্ষ ৩১ হাজার ভোটে এগিয়ে।

04 June 2024 14:00 PM

WB Election Result: মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁসির রানির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা, রাজীব শুক্লা।

04 June 2024 14:00 PM

WB Election Result: দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ১,৩৪,১০০ ভোটে এগিয়ে। 

04 June 2024 14:00 PM

WB Election Result: পার্থ ভৌমিক ২৭ হাজার ১০০ ভোটে এগিয়ে।

04 June 2024 14:00 PM

WB Election Result: সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকেকে গণনা কেন্দ্রে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা, 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে।

04 June 2024 13:45 PM

WB Election Result: বসিরহাট লোকসভা কেন্দ্রের অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী হাজি নূরুল ১,৯৯২,১৫৯ ভোটে এগিয়ে।

04 June 2024 13:45 PM

WB Election Result: বরানগর উপনির্বাচনে ৬ রাউন্ড শেষে ৭১১ ভোটে এগিয়ে সায়ন্তিকা।

04 June 2024 13:45 PM

WB Election Result: দক্ষিণ মালদা কেন্দ্রে প্রায় জয় নিশ্চিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর। 'দক্ষিণ মালদায় আমরা প্রথম থেকে ১ নম্বরে আছি এবং এক নম্বরেই থাকব লিড আরো বাড়বে', জানালেন ঈশা খান চৌধুরী।

04 June 2024 13:45 PM

WB Election Result: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ  এক ঝটকায়  অনেকটাই আবারও এগিয়ে ১ লাখ ১০ হাজার ১১৩ভোটে।

04 June 2024 13:45 PM

WB Election Result: হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়  ৫৩৬০১ ভোটে এগিয়ে।

04 June 2024 13:45 PM

WB Election Result: অষ্টম রাউন্ড শেষ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ১২,০০০ ভোটে এগিয়ে।

04 June 2024 13:45 PM

WB Election Result: ঘাটাল লোকসভা কেন্দ্রে ৮ম রাউন্ড গোনা শেষ হলেও ৫ম রাউন্ডের পর সবং বিধানসভার ইভিএম খুলতে দিচ্ছেনা বিজেপির কাউন্টিং এজেন্টরা। ফলে ওই এলাকার ভোট গণনা বন্ধ রয়েছে।

04 June 2024 13:45 PM

WB Election Result: শ্রীরামপুরে কাউন্টিং চলাকালীন সিপিএমের এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

04 June 2024 13:45 PM

WB Election Result: ঘাটালে দেব ৭০ হাজার ভোটে এগিয়ে রয়েছে। কেশপুরেই লিড রয়েছে ৫৫হাজারের বেশি। আর এই খবর পেয়েই কেশপুরে তৃণমূল কর্মীরা আবির খেলায় মাতল।

04 June 2024 13:45 PM

WB Election Result: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষ ৬৫ হাজার৬৫২ ভোটে এগিয়ে আছেন।

04 June 2024 13:45 PM

WB Election Result: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নবম রাউন্ড শেষে ২২২০১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

04 June 2024 13:30 PM

WB Election Result: বহরমপুরে হাত খুলে ব্যাটিং ইউসুফের। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী সকাল থেকে সম্পূর্ণ পঞ্চম দফার ভোট গণনা। এখনও পর্যন্ত বর্তমানে বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের লিড প্রায় ২০ হাজার। দ্বিতীয়স্থানে রয়েছেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং তৃতীয় স্থানে বিজেপির প্রার্থী নির্মল সাহা প্রায় ৫১ হাজার ভোটে পিছিয়ে। ট্রেন্ড দেখে বোঝায় যাচ্ছে ভোট ময়দানে ব্যাটিং করছেন ইউসুফ।

04 June 2024 13:30 PM

WB Election Result: সপ্তম রাউন্ড শেষ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ২৮৪৭ ভোটে এগিয়ে।

04 June 2024 13:30 PM

WB Election Result: দমদম লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ২০২১৬ ভোটে এগিয়ে।

04 June 2024 13:30 PM

WB Election Result: ৯৩৬২৯ ভোটে এগিয়ে রয়েছেন বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার।

04 June 2024 13:30 PM

WB Election Result: শ্রীরামপুরে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবুজ আবিরে উল্লাস তৃণমূল কর্মীদের।

04 June 2024 13:30 PM

WB Election Result: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র অষ্টম রাউন্ড শেষে ২৭৭৭০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

04 June 2024 13:15 PM

WB Election Result: বসিরহাট কেন্দ্রের লোকসভার কাউন্টিং কোনও গলদ রয়েছে কিনা খতিয়ে দেখতে এখনও পর্যন্ত প্রার্থীরা যে ভোট পেয়েছেন তা আবার চেক করার হচ্ছে। ৬ রাউন্ডের শেষে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী ৫লক্ষের ভোটে লিড করছে । দেখা যাচ্ছে আর ১ বা ২ রাউন্ড কাউন্টিং হলেই গগণা শেষ হয়ে যাবে। অথচ মোট ২১ রাউন্ড কাউন্টিং হওয়া কথা। তাহলে কী ভাবে ৬ রাউন্ড পর গণণা শেষের দিকে হতে পারে,তাই কোনো গলদ আছে কিনা তাও খতিয়ে পুনরায় চেক করা হচ্ছে।

04 June 2024 13:15 PM

WB Election Result: অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক প্রচারের মুখে দাড়িয়েও বলেছিলেন,  তৃণমূল কংগ্রেস ৩২ আসনে জিতবে। তাই হয়েছে। একথা বললেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।  তিনি আরও বলেন, 'মানুষ রায় দিয়েছেন। দিদি ঝড় সবসময় থাকবে। মমতা বন্দোপাধ্যায় পাশে থাকেন বিজেপি থাকে ভোটের দুমাস।'

04 June 2024 13:15 PM

WB Election Result: দেশ কোন পথে? বৈঠকের জন্য কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছলেন অভিষেক।

04 June 2024 13:15 PM

WB Election Result: বাংলায় বেনজির সবুজ ঝড়। আগামী রণকৌশল ঠিক করতে কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক।

04 June 2024 13:15 PM

WB Election Result: সারা রাজ্যের ট্রেন্ড অনুযায়ী ঝাড়গ্রাম লোকসভাও এবার  তৃণমূল দখল করতে চলেছে। ভোট গণনার প্রক্রিয়া এখনও শেষ না হলেও যেভাবে এগিয়ে রয়েছে তৃণমূল, তাতেই মাতোয়ার তৃণমূল সমর্থকরা এরই মধ্যে সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তৃনমূল কর্মী সমর্থক রা। ক্যাম্প অফিসে বিজয় উল্লাসে মেতেছে সকলে।

04 June 2024 13:00 PM

WB Election Result: সপ্তম রাউন্ডে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৪১ হাজার ৯৭ ভোটে এগিয়ে।

04 June 2024 13:00 PM

WB Election Result: ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের ষষ্ঠ রাউন্ড শেষে হাজী নুরুল ইসলাম প্রায় পাঁচ লক্ষের অধিক ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে হাসনাবাদের বকুলতলা এলাকায় বিজেপির পার্টি অফিসে আগুন। কে বা কারা আগুন লাগাল তা ইতোমধ্যে স্পষ্ট নয়।

04 June 2024 13:00 PM

WB Election Result: যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ ১০৪৮১৬ ভোটে এগিয়ে।

04 June 2024 12:45 PM

WB Election Result: দক্ষিন কলকাতা লোকসভা কেন্দ্রের মালা রায় ১২০২৭৪ ভোটে এগিয়ে। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট - ২০৭৪৩১। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রাপ্ত ভোট ৮৭১৫৭ এবং বামপ্রার্থী সাইরা শাহ আলিম পেয়েছেন ৪৭৪৮১ ভোট।

04 June 2024 12:45 PM

WB Election Result: ষষ্ঠ রাউন্ডের শেষে বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নূরুল ৫লক্ষ ২৩ হাজার ৪২০ ভোটে এগিয়ে।

04 June 2024 12:30 PM

WB Election Result: এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন তৃণমূল প্রার্থী।

04 June 2024 12:30 PM

WB Election Result: কোচবিহারে ১০৯০৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।

04 June 2024 12:30 PM

WB Election Result: বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা। বেলা ১২ টায় নির্বাচন কমিশনের দেওয়া হিসেবে তৃণমূলের ইউসুফ পাঠানের থেকে ১৫৫৯ ভোটে এগিয়ে গেলেন বিজেপির ডাক্তার নির্মল সাহা। তৃতীয় স্থানে অধীর। চলছে হাড্ডাহাড্ডি গণনা।

04 June 2024 12:30 PM

WB Election Result: যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ ৯৩৬৭৬ ভোটে এগিয়ে।

04 June 2024 12:30 PM

WB Election Result: বোলপুরে তৃণমূলের প্রার্থী অসিত মাল ষষ্ঠ রাউন্ড শেষে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে রয়েছে। আর এদিকে বোলপুরে বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলায় মেতে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকরা।

04 June 2024 12:30 PM

WB Election Result: দমদম লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ১৫৮১৬ ভোটে এগিয়ে।

04 June 2024 12:30 PM

WB Election Result: বসিরহাট লোকসভা কেন্দ্রের  পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী হাজি নূরুল- ৬,৮৪,০৪৭। বিজেপি প্রার্থী রেখা পাত্র- ৩,১৫,২৪৬। হাজি নূরুল ৩,৬৮,৮০১ ভোটে এগিয়ে।

04 June 2024 12:15 PM

WB Election Result: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ লক্ষ ৩২ হাজার ২৮৭ (২৩২২৮৭) ভোটে এগিয়ে।

04 June 2024 12:15 PM

WB Election Result: পঞ্চম রাউন্ড চলছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ৭২৪ ভোটে এগিয়ে।

04 June 2024 12:15 PM

WB Election Result: কলকাতা দক্ষিণ লোকসভার রাসবিহারি বিধান সভায় এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়। এই খবর সামনে আসতেই জয়ের উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস শিবির। দলীয় পতাকা নিয়ে নানা বিধ স্লোগান তুলে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 'দিদির হাতে চাবি , অভিষেকের হাতে তালা , বিজেপি তুই পালা' এই স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেস শিবির। 

04 June 2024 12:15 PM

WB Election Result: দক্ষিন কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ৯২১৩৭ ভোটে এগিয়ে। 

04 June 2024 12:15 PM

WB Election Result: পঞ্চম রাউন্ডে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ১৪৪৬ ভোটে এগিয়ে।

04 June 2024 12:15 PM

WB Election Result: ৩৭২৭১ ভোটে এগিয়ে দেব।ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে বিজেপির অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে রাস্তা দিয়ে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের চোর চোর স্লোগান। অন্যদিকে চলন্ত বসেই আবির মেখে উল্লাস তৃণমূল সমর্থকদের।

04 June 2024 12:15 PM

WB Election Result: ৩৪১৫ ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।

04 June 2024 12:15 PM

WB Election Result: ২৬১৯৭  ভোটে এগিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুগ্ন সিনহা।

04 June 2024 12:15 PM

WB Election Result: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এগিয়ে থাকায় উল্লাস তৃণমূল কর্মীদের। পটকা ফাটিয়ে উল্লাস। ইতিমধ্যে নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। 

04 June 2024 12:00 PM

WB Election Result: কৃষ্ণনগরে মহুয়ার চ্য়ালেঞ্জ মহুয়াই। গতবারের ৬১৪৮৭২ ভোট জিতেছিলেন মহুয়া মৈত্র। এখনও পর্যন্ত ২৭৪৩২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

04 June 2024 11:00 AM

West Bengal Election Results 2024 Live: সবে তো দ্বিতীয় রাউন্ড। এখনও অনেক রাউন্ড গোনা বাকি। আমাদের ভাল এলাকায় গোনা শুরুই হয়নি। অপেক্ষা করুন।বললেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন,কীর্তি আজাদ তো প্রথম থেকেই বলছেন উনি জিতবেন। এখনো তেরো রাউন্ড বাকি। আমাকে দেখলে তৃণমূল কংগ্রেসের উৎসাহ বাড়ে। তাই ওরা শ্লোগান দেয়।

04 June 2024 11:00 AM

WB Election Result: তৃতীয় রাউন্ড শেষ। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল ৫১ হাজার ১৫৫ ভোটে এগিয়ে।

04 June 2024 10:45 AM

WB Election Result: ৩ রাউন্ড শেষে বারাসাত লোকসভার ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 21971 এগিয়ে। বসিরহাটে তৃণমূলের বিজয় উল্লাস। এগোচ্ছেন রচনা, মাথায় ছাতা নিয়ে গণনা কেন্দ্র থেকে বেরোলেন তৃণমূল প্রার্থী।

04 June 2024 10:45 AM

WB Election Result: ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূলের রেয়াত হোসেন সরকার। 

04 June 2024 10:30 AM

WB Election Result: বসিরহাট লোকসভার সন্দেশখালি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। ৩৪৮২ লিড তৃণমূলের।

04 June 2024 09:45 AM

West Bengal Election Results 2024 Live: ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার । দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগন । তৃতীয় স্থানে রয়েছে বিজেপি । প্রথম রাউন্ড গণনার শেষে 1243 ভোট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

04 June 2024 09:45 AM

West Bengal Election Results 2024 Live: বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।

Read More