জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Kaliganj by election 2025: বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিতে ভোট কালীগঞ্জে। বিকেল ৩টে অবধি ভোটের হার ৬০.৩২%।
Kaliganj by election 2025: কালিগঞ্জ উপনির্বাচনে সকাল থেকেই ব্যস্ততা, বুথ ক্যাম্পে মুড়ি খেয়ে জনসংযোগে বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ। কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্যপূর্ণ চিত্র দেখা গেল ভোটকেন্দ্রগুলিতে। বিশেষ করে বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ ছিলেন একেবারে সরব। ভোটের শুরু থেকে বিভিন্ন বুথ পরিদর্শনে ঘুরে বেড়ান তিনি। দলের কর্মীদের মনোবল বাড়াতে এবং ভোট প্রক্রিয়া নিরীক্ষা করতেই তাঁর এই বুথে বুথে যাওয়া। ভোট পর্যবেক্ষণের ফাঁকে এক মজার ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। একটি বুথ ক্যাম্পে দাঁড়িয়ে থাকা জোটের কর্মীদের কাছ থেকে হঠাৎ করেই মুড়ি চেয়ে নেন প্রার্থী নিজেই। কর্মীরা তাঁকে মুড়ি খেতে দিতেই তিনি হাসিমুখে তা গ্রহণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে বসে মুড়ি চা উপভোগ করেন। জোট প্রার্থী কাবিলউদ্দীন শেখ বলেন, দলমত নির্বিশেষে আমাকে ভোট দিচ্ছে। কালীগঞ্জের মানুষের কাছে আমি আপন তাই যে যা দেবে আমি তা গ্রহণ করবো। আমি বিজেপি তৃনমূল এবং আমাদের জোটের বুথ ক্যাম্পে যাচ্ছি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি। সেখানেই আমাদের একটি বুথক্যাম্পে আমাকে মুড়ি দিলো আমি সেটা খেলাম। যদি বিজেপি বা তৃণমূলের ক্যাম্পে আরও ভালকিছু দেয় আমি সেটাও খাবো।
Kaliganj bypoll 2025: ভোট পর্যবেক্ষণের ফাঁকে এক মজার ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। কালিগঞ্জ উপনির্বাচনে সকাল থেকেই ব্যস্ততা। বুথ ক্যাম্পে মুড়ি খেয়ে জনসংযোগে বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ।
Kaliganj bypoll 2025: কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্যপূর্ণ চিত্র দেখা গেল ভোটকেন্দ্রগুলিতে। বিশেষ করে বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ ছিলেন একেবারে সরব। ভোটের শুরু থেকে বিভিন্ন বুথ পরিদর্শনে ঘুরে বেড়ান তিনি। দলের কর্মীদের মনোবল বাড়াতে এবং ভোট প্রক্রিয়া নিরীক্ষা করতেই তাঁর এই বুথে বুথে যাওয়া। ভোট পর্যবেক্ষণের ফাঁকে এক মজার ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। একটি বুথ ক্যাম্পে দাঁড়িয়ে থাকা জোটের কর্মীদের কাছ থেকে হঠাৎ করেই মুড়ি চেয়ে নেন প্রার্থী নিজেই। কর্মীরা তাঁকে মুড়ি খেতে দিতেই তিনি হাসিমুখে তা গ্রহণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে বসে মুড়ি চা উপভোগ করেন। জোট প্রার্থী কাবিলউদ্দীন শেখ বলেন, দলমত নির্বিশেষে আমাকে ভোট দিচ্ছে। কালীগঞ্জের মানুষের কাছে আমি আপন তাই যে যা দেবে আমি তা গ্রহণ করবো। আমি বিজেপি তৃনমূল এবং আমাদের জোটের বুথ ক্যাম্পে যাচ্ছি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি। সেখানেই আমাদের একটি বুথক্যাম্পে আমাকে মুড়ি দিলো আমি সেটা খেলাম। যদি বিজেপি বা তৃণমূলের ক্যাম্পে আরও ভালকিছু দেয় আমি সেটাও খাবো।
Kaliganj bypoll 2025: কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ। বৃষ্টির মধ্যে ছাতা মাথাতেই ভোট দিতে আসছেন সাধারণ মানুষ।
Kaliganj bypoll 2025: কালীগঞ্জ উপনির্বাচনেও উত্তেজনা। BJP-র পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ
Kaliganj bypoll 2025: প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে কটাক্ষ করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী। তীব্র বাদানুবাদেও জড়ালেন।
Kaliganj bypoll 2025: কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলি (Middle Finger) দেখাচ্ছেন বূলে ভিডিয়ো পোস্ট করে দাবি করেছেন তৃণমূলের দেবাংশু।
Kaliganj Assembly bypoll: তৃণমূল প্রার্থীর গাড়ি কাদায় ফেঁসে গেল, ছোট চাঁদঘর দিঘিপাড়ায় এক বুথের কাছে। অনেক চেষ্টা করে গাড়ি কাদা থেকে ওঠানো যায়নি এখনো।কর্মীরা চেষ্টা করছে।
Kaliganj by election 2025: কালীগঞ্জ উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ১০.৮৩ শতাংশ ভোট পড়ল।
Kaliganj by election 2025: ছোট চাঁদঘর দীঘিপাড়া ৬৪ নম্বর বুথ পরিদর্শন এসে গাড়ি কাদায় ভেসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের। পরে স্থানীয় মানুষ ও কর্মীদের সহযোগিতায় কাঁদায় ফেঁসে যাওয়া গাড়ি তুলে দেয় এবং ধুয়ে দেয়।
Kaliganj by election 2025: সকাল থেকেই দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে কালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ভোটকেন্দ্রের কাছে খোলা থাকা দোকানপাট বন্ধ করলো কেন্দ্রীয় বাহিনী। জানা যায় কালীগঞ্জ বিধানসভা এলাকার মাটিয়ারি রামপদ সেন মেমোরিয়াল হাই স্কুল লাগোয়া বেশ কিছু দোকানপাট খোলা ছিল। সেই স্কুলেই রয়েছে ২৮৭, ২৮৮, ২৮৯ এবং ২৯০ নম্বর বুথ। দোকানপাট খোলা থাকায় সেখানে ভিড় জমাচ্ছিলেন ক্রেতারাও। বিষয়টি নজরে আসতেই সমস্ত দোকানপাট বন্ধ করে ভোটকেন্দ্রের পাশ থেকে ক্রেতাদের জমায়েতও হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Kaliganj by election 2025: সকাল থেকেই বৃষ্টির কারণে বুথে আসতে পারছেন না ভোটাররা। ফলে ভোট পড়ছে ধীরে।
Kaliganj by election 2025: ভোট দিয়ে এসে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বলেন, আমারা শুধু ২টি রাজনৈতিক দলের বিরুদ্ধেই লড়াই করছি না, লড়াইয়া আবহাওয়ার বিরুদ্ধেও। চেষ্টা করছি যাতে ভোটের শতাংশ আরও বাড়ানো যায়। বৃষ্টির কারণেই বুথে মানুষজন কম আসেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর জন্য কমিশনেক ধন্যবাদ। সবাইকে বলব নির্ভয়ে ভোট দিন। বিজেপি অভিযোগ তুলছে বুথে এজেন্ট দিতে পারছে না। এটা তাদের ব্যর্থতা।
Kaliganj Bypoll 2025: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ উপনির্বাচন পশ্চিমবঙ্গে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর কাছে বড় পরীক্ষা বা ঝালিয়ে নেওয়ার শেষ জায়গা, অন্যদিকে নির্বাচন কমিশনের কাছেও কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন যেন এক অ্যাসিড টেস্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই উপনির্বাচনকে কেন্দ্র করে যা ব্যবস্থা করেছে তা এইরকম-
মোট ভোটার - ২,৫২,৬৭০ জন
পুরুষ ভোটার -
১,৩০,৩৬৩ জন
মহিলা ভোটার -
১,২২,৩০৩ জন
তৃতীয় লিঙ্গের ভোটার
চারজন।
Kaliganj by election 2025: সকাল থেকেই চলছে বৃষ্টিপাত। সকাল সকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ হওয়া শুরু হতেই বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান করে তিনি বলেন, আবহাওয়া খুবই ভালো, কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল তাই বৃষ্টি ভালো খবর। নিরাপত্তাও ভালো আছে। ভোট শান্তিপূর্ণ হবে।
Kaliganj bypoll 2025: পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতনের বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সকাল থেকেই চলছে বৃষ্টি আর বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে হাজির ভোটাররা,সকাল সকাল ভোট দিতে।
Thank you