Home> রাজ্য
Advertisement

West Bengal Board 10th Result 2025: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী!

WBBSE Madhyamik Result 2025 live: মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ। জেনে নিন আজকের টাটকা আপডেট।

West Bengal Board 10th Result 2025: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী!
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

02 May 2025
02 May 2025 10:30 AM

Madhyamik Result 2025আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো। পাশের হার ৮৬.৫৬%। সফল ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

02 May 2025 09:45 AM

Madhyamik Result 2025: পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৭.২৬ শতাংশ বেশি।

02 May 2025 09:45 AM

Madhyamik Result 2025: পাশের হার বেড়ে ৮৬.৫৬%
প্রথম ব়্যাঙ্কে আছে ১
দ্বিতীয় ব়্যাঙ্কে আছে ২
তৃতীয় ব়্যাঙ্কে আছে ১
চতুর্থ ২
পঞ্চম ৪
ষষ্ঠ ৫
সপ্তম ৫
অষ্টম ১৬
নবম ১৪
দশম ১৬

02 May 2025 09:45 AM

Madhyamik Result 2025: যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। 

 

02 May 2025 09:30 AM

Madhyamik Result 2025: বাঁকুড়া থেকে ১১ জন মেধাতালিকায়।

02 May 2025 09:30 AM

Madhyamik Result 2025: ৬৯৩ পেয়ে তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। 

02 May 2025 09:30 AM

Madhyamik Result 2025: তৃতীয় কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। 

02 May 2025 09:30 AM

Madhyamik Result 2025: মাধ্যমিকে প্রথম ১০-এ ৬৬ জন। এবার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মেধাতালিকায় এবার প্রথম একজন-ই।

 

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। 

 

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: মাধ্যমিকে প্রথম ১০-এ ৬৬ জন। এবার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মেধাতালিকায় এবার প্রথম একজন-ই।

 

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: পাসের হারে ফের কলকাতাকে টেক্কা দিল জেলা। পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, তৃতীয় কলকাতা।

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: পাসের নিরিখে প্রথম ৪ জেলা। পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। এবছর পাসের হার ৮৬.৫৬ শতাংশ।

 

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: মোট পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। ২৭. ৬২ শতাংশ।

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: এবারের মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। 

02 May 2025 09:15 AM

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফলপ্রকাশ শুরু। সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।

02 May 2025 08:45 AM

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল যে যে ওয়েবসাইটে দেখা যাবে: result.wbbsedata.com
wbbse.wb.gov.in

02 May 2025 08:45 AM

Madhyamik Result 2025: অন্যান্যবার যেমন পরীক্ষার রেজাল্টের জন্য বেশিক্ষণ অপেক্ষা করায় না মধ্যশিক্ষা পর্ষদ, এবারও সেই ট্র্যাডিশনই বজায় রাখছে। প্রতিবারের মতোই প্রথমে সাংবাদিক বৈঠক করবেন পর্ষদের কর্তারা।

Read More