Home> রাজ্য
Advertisement

Primary School: মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক? গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

 বিষয়টি মীমাংসা বা হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না!  সহকারি স্কুল পরিদর্শককে (AI) ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এলাকায় উত্তেজনা।

Primary School: মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক? গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

দিব্যেন্দু সরকার:  স্বয়ং প্রধানশিক্ষকই মত্ত? স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। সহকারি স্কুল পরিদর্শককে (AI) ঘিরে চলল বিক্ষোভ।  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনাস্থল, হুগলির আরামবাগ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম অরূণ কুমার সিং। স্থানীয় মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের দিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। অভিযোগ, প্রায় রোজই নাকি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন অরুণ! অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। স্কুলের গেটে এখন তালা ঝুলছে। বিষয়টি মীমাংসা বা হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আরও পড়ুন: 'রামকৃষ্ণ মিশন থেকে সমাজসেবা করছি না, বিজেপির দালালি করলে...' চরম হুঁশিয়ারি TMC নেতার

স্থানীয় সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন, স্টাফরুমে মদের গন্ধ। নেশার ঘোরে কথা বলছেন প্রধানশিক্ষক! বাকি শিক্ষকরা স্টাফ রুমের বাইরে চলে গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত প্রধানশিক্ষককে বের করে গিয়ে স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই তালা খোলেনি এখনও। 

fallbacks

এদিন সকালে দীর্ঘক্ষণ স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়া, এমনকী শিক্ষকদেরও। এরপর স্কুল পরিদর্শককে (AI) যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত প্রধানশিক্ষককে সরিয়ে দিতে হবে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত স্কুল খোলা যাবে না। ঘটনাকে কেন্দ্র রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More